সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য : ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১ু১০=১০
১) সুখু চাঁদের মা বুড়ির দরজাটা কীভাবে খুলল?
ক. লাথি দিয়ে খ. ধাক্কা দিয়ে
গ, টোকা দিয়ে ঘ. ঘুষি দিয়ে
২) নবীজি (স.)-এর বিদায় হজের সময় আরব দেশের নানা স্থান থেকে প্রায় কত লাখ মানুষ হজ করতে এসেছিলেন?
ক. এক লাখ খ. দুই লাখ
গ. তিন লাখ ঘ. পাঁচ লাখ
৩) এ ধরনের মাটি বেশ আঠালো বলে তা দিয়ে মাটির শিল্প হয়।'-কোন ধরনের মাটি?
ক. বেলে মাটি খ. বেলে দোআঁশ মাটি
গ. এঁটেল মাটি ঘ. এঁটেল দোআঁশ মাটি
৪) জেলে শেষবার নদীতে জাল ফেললে তাতে কী উঠে এলো?
ক. একটা তামার জালা খ. একটা রুপার জালা
গ. একটা সোনার জালা ঘ. একটা মাটির জালা
৫) 'উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত।'_ কুমড়ো একথা কাকে উদ্দেশ্য করে বলেছিল?
ক. বাতাসকে খ. রোদকে
গ. দোয়েলকে ঘ. শিশিরকে
৬) 'নকশী কাঁথার মাঠ' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. জসীমউদ্দীন
ঘ. সুফিয়া কামাল
৭) নিচের কে আমাদের দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন?
ক. জসীমউদ্দীন খ. আব্বাসউদ্দিন
গ. মহিউদ্দিন ঘ. রইস উদ্দিন
৮) মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি?
ক.হাতিয়ার আবিষ্কার খ.নৌকা আবিষ্কার
গ. ভাষা আবিষ্কার ঘ. পাথর আবিষ্কার
৯) 'চম্পাবতীর কেশ ভাসছে'_ কোন কবিতায় একথা বলা হয়েছে?
ক. আষাঢ় খ. জোনাকিরা
গ. দেশের জন্য ঘ. সাইক্লোন
১০) 'অপেক্ষা'গল্পটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. সেলিনা হোসেন
গ. শামসুল আলম ঘ. সুনির্মল বসু
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে 'জোনাকিরা' অথবা 'তুলনা' কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লেখ। ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে লেখ (যে কোনো একটি) ৫
ক) উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত।
খ) সহসা পাখিটি কালো ডানা মেলি উড়ে গেল দূরদেশে, তারি শোকে আজ খোকার নয়ন অশ্রুতে যায় ভেসে।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ ৪ু৩=১২
ক) আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?
খ) যোগাযোগের ক্ষেত্রে মুদ্রণ যন্ত্র ও ছাপাখানার ভূমিকা আলোচনা কর।
গ) কম্পাস বা দিগদর্শন কে আবিষ্কার করেন? এ যন্ত্র আমাদের কী কাজে লাগে?
ঘ) চাষিদের কাছ থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা উচিত?
ঙ) 'সংকল্প' কবিতায় কিশোর মনের যেসব সংকল্পের কথা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখ।
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যে কোনো ৫টি) ১ু৫=৫
দিগন্ত, বেঢপ, অচিনপুর, প্রতিজ্ঞা, গরীয়ান, সৌজন্য।
৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও : ৫
ঘোর বর্ষা বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে দু'বোন ধান খেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে।
৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর : ১ু৫=৫
বাংলাদেশের বুকের ওপর দিয়ে বয়ে গেছে কত নদী। নদীর সঙ্গে তাই এ দেশের মানুষের গভীর মিতালি। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এ দেশের বড় নদী। ছোট ছোট নদীও রয়েছে অনেক । এদের নামও ভারি মিষ্টি_ তিস্তা, করতোয়া, ইছামতি, গড়াই, মহানন্দা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, সুরমা, কর্ণফুলী, সাংগু, মাতামুহুরি প্রভৃতি। এসব নদীতে চলে নানা রকম নৌকা। নৌকাগুলোর নামও কত চমৎকার_ কোষা, ডিঙি, ছিপ, বালাম, বজরা, পানসি, পাতাম, সাম্পান ও ময়ূরপঙ্খি। নদীর বাঁকে বাঁকে জেলেদের গ্রাম।
৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর
(যে কোনো ৫টি) ১ু৫=৫
ঙ্ক, ত্ত, চ্ছ, জ্ব, হ্ন, স্থ, ন্দ
৯। বিপরীত শব্দ লেখ (যে কোনো ৫টি) ১ু৫=৫
ভীরু, অস্থির, ধার্মিক, আরোগী, সুন্দর, উপকারী।
১০। এককথায় প্রকাশ কর (যে কোনো ৫টি) ১ু৫=৫
যে বেশি কথা বলে, রক্ষা করা হয়েছে এমন, দিকের শেষ, যে হিংসা করে, বন সৃষ্টির উদ্যোগ, রেখা দিয়ে আঁকা ছবি।
১১। প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়া পদের চলিত রূপ লেখ (যে
কোনো ৫টি) ১ু৫=৫
ক) ঋণ পরিশোধ করিয়া দিও।
খ) প্রাচীনকালে এ দেশে মৃৎ শিল্পের হইয়াছে।
গ) আমি যাইতেছি চাঁদের মা বুড়ির কাছে।
ঘ) লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পাইয়াছি স্বাধীনতা।
ঙ) আপনি আমাদের চিনিবেন না।
চ) আমরা গাছ লাগাইব।
১২। সংক্ষেপে উত্তর লেখ (যে কোনো ৪টি) ২ু৪=৮
ক) তিতুমীরের পুরো নাম কী?
খ) রুমা আর রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না কেন?
গ) হারান মাঝি আর পরান শেষ ডাক দিচ্ছিল কেন?
ঘ) উট পাখির ডিম কেমন?
ঙ) আবদুল হামিদ খানকে 'ভাসানী' নামটি কারা দেয়?
চ) দধীচি কে ছিলেন?
১৩। 'চাষি' অথবা 'শিক্ষাগুরুর মর্যাদা' কবিতার মূলভাব লেখ। ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি বিষয়ের ওপর রচনা লেখ। ১২
শহীদ তিতুমীর, বৃক্ষরোপণ, আমাদের এই দেশ, বাংলাদেশের পাখি, বাংলাদেশের গান।
No comments:
Post a Comment