Saturday, November 10, 2012

Math model test for PEC Exam

১, ২ ও ১৪ নং প্রশ্নসহ মোট দশটি প্রশ্নের উত্তর দাও:   প্রতি প্রশ্নের মান ১০    
সময় : ২ ঘণ্টা                     পূর্ণমান : ১০০
১. যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখ:                            
(ক)         ও       ভগ্নাংশ দুইটি কোন ধরনের

ভগ্নাংশ?
(i)   সমহর (ii) সমলব(iii)সমতুল  (iv)    মিশ্র
খ.কোনো সংখ্যাকে ভাগ করলে অবশিষ্ট যা থাকে তাকে কী বলে?
(i)ভাগফল(ii) ভাজ্য(iii)ভাগশেষ (iv)   ভাজক
গ. ৯টি সংখ্যার গড় ৬ হলে, সংখ্যা গুলোর সমষ্টি কত?
(i)   ১৮  (ii) ২৮  (iii) ৩৬  (iv)    ৫৪
(ঘ)  জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে প্রথম কোনটি?
(i) খুলনা(ii) রংপুর   (iii)ঢাকা    (iv)  বগুড়া
(ঙ) ২,৮,০,৫ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
(i)  ৮০৫২(ii) ২০৫৮ (iii) ৮৫২০        (iv)০২৫৮
(চ) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
(i)  নববইতম        (ii) ঊনিশ তম
(iii) অষ্টম             (iv)   নবম
(ছ) কোনটি জমার ঘরে যাবে?
(i)   ছেলের মায়ের বেতন         
(ii) বাজার খরচ  (iii) ধারশোধ
(iv) ছেলের স্কুলের বেতন
(জ) ৬৯° কোণের সম্পূরক কোণ কত?
(i) ১১°  (ii) ২১°   (iii)১১১° (iv)    ০° 
(ঝ) ১ দিন সমান কত মিনিট?
(i) ১৪০০(ii) ১৪৪০  (iii)১৪৪২            (iv) ১৫৪০
(ঞ) নিচের কোনটি সঠিক নয়?
(i) শতকরা একটি ভগ্নাংশ                   

(ii) লাভ = বিক্রয় মূল্য -ক্রয়মূল্য 
(iii) লাভ বিক্রয়মুল্যের উপর হিসাব করা হয়           (iv) শতকরাকে % চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়
২। সংক্ষেপে উত্তর দাও:                                   (ক) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বেশি?
(খ) ১ ডজন সমান ১২টি হলে, ৯ ডজনে কতটি?
(গ) একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কোন বন্ধনী ব্যবহার করতে হবে?
(ঘ) খোলা বাক্য কাকে বলে?
(ঙ) আসল নির্ণয়ের সুত্রটি লিখ?
(চ) বিক্রেতা কী লিখে দেন?
(ছ) ১১ ও ১৭ এর গ. সা. গু কত?
(জ) ০.১ X ০.০১ X ০.০০১ = কত?
(ঝ) ৫% লাভ কথাটির অর্থ কী?
(ঞ) প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
৩. চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। এর মধ্যে দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চর্তুথ সংখ্যাটি কত?
৪. একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ১৫ দিন লাগে। পুকুরটি ১০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কত জন নিয়োগ করা প্রয়োজন?
৫. তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ঐ তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৬ বছর। পিতার বয়স ৩৮ বষয় হলে মাতার বয়স কত?
৬. ৭৮-[৫৬+{১৬৫-(৪৮÷ ৬ X ৯) X ২}]
৭. কোন ক্ষদ্রতম সংখ্যাকে ৪, ৬, ১০, ১৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৮, ১৪ অবশিষ্ট থাকে।
৮.  রনি ও পান্না বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের          অংশ ও     

অংশ পেল। পান্নার চেয়ে রনি ৫০ নম্বর বেশি পেল। মোট নম্বর কত ছিল ও কে কত নম্বর পেল?
৯. একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন দরে ৭২২.১৫ টাকার কমলা কিনে ১৩ শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ   করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে?
১০. বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরের মুনাফা ২৫৫ টাকা হবে?
১১. দুইটি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৮ মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
১২. ১৯৯১ সালের ২৬ মার্চ রাজুর জন্ম হয়। ১৯৯৭ সালের ০৫ জুন তার বয়স কত হবে?
১৩. শুভ চাঁন মিয়া স্টোর থেকে ১২/৫/২০১২ তারিখে প্রতি কেজি ২২.০০ টাকা দরে ৫ কেজি চাউল, প্রতি কেজি      ৪৪.০০ টাকা দরে ২ কেজি মসুরের ডাল, প্রতি কেজি ৪০.০০ টাকা দরে ২ কেজি মুগ ডাল, প্রতি কেজি ৮.০০ টাকা দরে ১ কেজি লবণ, প্রতি কেজি ৩৬.০০ টাকা দরে ২ কেজি চিনি এবং প্রতি লিটার ২৪.০০ টাকা দরে ৫ লিটার দুধ কিনল। সে কত টাকা খরচ করল তা ক্যাশ মেমো তৈরি করে দেখাও।
(ক) একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁঁক। ত্রিভুজটির কোণগুলো মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় কর।           ৪
(খ) চিত্রসহ সংজ্ঞা লিখ 
( যে কোনো দুইটি)     ৩ X ২ = ৬
স্থ্থূলকোণ, আয়ত, বিপ্রতীপ কোণ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...