বাংলাদেশ
ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্ন
১। বাংলাদেশে কিশোর অপরাধী বলা যাবে কাদের?
ক. ৭-১৬ বছর বয়সী শিশু-কিশোরদের
খ. ১৪-১৮ বছর বয়সী কিশোরদের
গ. ৭-১৬ বছর বয়সী অপরাধী কিশোরদের
ঘ. ৭-১৮ বছর বয়সী কিশোরদের
২। পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এ পরিচয়ের সাথে কোনটি সম্পৃক্ত?
ক. ভারত শাসন আইন খ. বঙ্গভঙ্গ
গ. বঙ্গভঙ্গ রদ ঘ. সাইমন কমিশন
৩। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র
কী ছিল?
ক. স্বদেশি আন্দোলন খ. সশস্ত্র আন্দোলন
গ. বঙ্গভঙ্গ আন্দোলন ঘ. স্বরাজ আন্দোলন
৪। ১৯৪৭ সালে বাংলা ভূখণ্ডকে ঐক্যবদ্ধ
রাখার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কী
ছিল?
ক. ১৯৪৫ এর নির্বাচনখ. ১৯৪৬ এর নির্বাচন
গ. ১৯৪৭ এর দূর্ভিক্ষ ঘ. ১৯৪৮ এর নির্বাচন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫-৭ নং প্রশ্নের উত্তর দাও:
সাইফুল ও সাইদুল পৃথিবীর তাপমাত্রা নিয়ে কথা বলছিল। সাইফুল বলল, শিল্প করকারখানার ধোয়া, জ্বালানি, গ্যাস, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর রাসায়নিক সার ও কীটনাশক, বনভূমি উজাড় প্রভৃতি কারণে বায়ুমন্ডলে গ্রীনহাউজ গ্যাস বাড়ছে। গ্রীন হাউজ গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে পৃথিবীর তাপমাত্র বাড়ছে।
৫। উদ্দীপকে উল্লেখিত পৃথিবীর এ তাপমাত্রা বাড়াকে কী বলে?
ক. উষ্ণায়ন খ. অতি উষ্ণায়ন
গ. বৈশ্বিক তাপমাত্রা ঘ. বৈশ্বিক উষ্ণায়ন
৬। এ তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. ভারসম্যহীন পরিবেশ সৃষ্টি
ii. সমুদ্রে পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি
iii. বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i,ii ও iii
৭। এ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে-
i. ব্যাপক নগরায়ন ও যানবাহন বৃদ্ধিতে
ii. বিলাস দ্রব্য ব্যবহারে
iii.অধিক হারে বনায়নের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
৮। ইইউ এর প্রধান কার্যালয় কোন রাষ্ট্রে অবস্থিত?
ক. ব্রাজিল ঘ. বেলজিয়াম
গ. তুরস্ক ঘ. চেকপ্রজাতন্ত্র
৯। ইউরোপীয় কমিশন যে কাজ করে-
i. নীতি বাস্তবায়ন ii. তহবিল বরাদ্দ
iii. ব্যয়সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ন্যামের সদস্য হওয়ার শর্ত কোনটি?
ক. আঞ্চলিক জোটের সদস্য না হওয়া
খ. সামরিক জোটের সদস্য না হওয়া
গ. সার্কের সদস্য হওয়া
ঘ. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানো
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নম্বর
প্রশ্নের উত্তর দাও:
হাসান সাহেবের গাজীপুর জেলায় একটি বৃহত্
বাগানবাড়ি আছে।তাতে সেগুন, গজারিসহ
নানা প্রজাতির গাছপালা আছে। তিনিমাঝে
মাঝে সপরিবারে তার বাগানবাড়িতে
বেড়াতে যান। তারছোট ছেলে লিমন সব ঘুরে
ঘুরে দেখে। পাখির কিচিরমিচির শব্দ
শুনেসে খুব আনন্দিত হয়। সে বাসার
তুলনায় এখানে বেশি ঠাণ্ডা অনুভব করে।
১১। হাসান সাহেবের বাগানটি কোন
প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত?
ক. বনজ সম্পদ খ. খনিজ সম্পদ
গ. মত্স্য সম্পদ ঘ. প্রাণিজ সম্পদ
১২। আর্থসামাজিক অগ্রগতিতে উক্ত
সম্পদের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে-
i. সুষম খাদ্যের অভাব পূরণ
ii. শিল্পের কাঁচামাল যোগান দেওয়া
iii. প্রকৃতিক ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। বাংলাদেশের বনাঞ্চলে যে সম্পদ
রয়েছে-
ক. পাখি ও কয়লা খ. প্রাণি ও চীনামাটি
গ. পাখি ও প্রাণি ঘ. পাখি ও সিলিকা বালু
১৪। মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে?
ক. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
খ. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান
গ. যুব উন্নয়ন ঘ. নারী শিক্ষার প্রসার
১৫। কোন দেশকে কেন্দ্র করে ইউরোপের প্রবাসী বাঙালিরা আন্দোলন করে?
ক. ফ্রান্স খ. যুক্তরাজ্য
গ. বেলজিয়াম ঘ. জার্মানি
বহুনির্বাচনি প্রশ্ন
১। বাংলাদেশে কিশোর অপরাধী বলা যাবে কাদের?
ক. ৭-১৬ বছর বয়সী শিশু-কিশোরদের
খ. ১৪-১৮ বছর বয়সী কিশোরদের
গ. ৭-১৬ বছর বয়সী অপরাধী কিশোরদের
ঘ. ৭-১৮ বছর বয়সী কিশোরদের
২। পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এ পরিচয়ের সাথে কোনটি সম্পৃক্ত?
ক. ভারত শাসন আইন খ. বঙ্গভঙ্গ
গ. বঙ্গভঙ্গ রদ ঘ. সাইমন কমিশন
৩। বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র
কী ছিল?
ক. স্বদেশি আন্দোলন খ. সশস্ত্র আন্দোলন
গ. বঙ্গভঙ্গ আন্দোলন ঘ. স্বরাজ আন্দোলন
৪। ১৯৪৭ সালে বাংলা ভূখণ্ডকে ঐক্যবদ্ধ
রাখার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কী
ছিল?
ক. ১৯৪৫ এর নির্বাচনখ. ১৯৪৬ এর নির্বাচন
গ. ১৯৪৭ এর দূর্ভিক্ষ ঘ. ১৯৪৮ এর নির্বাচন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫-৭ নং প্রশ্নের উত্তর দাও:
সাইফুল ও সাইদুল পৃথিবীর তাপমাত্রা নিয়ে কথা বলছিল। সাইফুল বলল, শিল্প করকারখানার ধোয়া, জ্বালানি, গ্যাস, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর রাসায়নিক সার ও কীটনাশক, বনভূমি উজাড় প্রভৃতি কারণে বায়ুমন্ডলে গ্রীনহাউজ গ্যাস বাড়ছে। গ্রীন হাউজ গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে পৃথিবীর তাপমাত্র বাড়ছে।
৫। উদ্দীপকে উল্লেখিত পৃথিবীর এ তাপমাত্রা বাড়াকে কী বলে?
ক. উষ্ণায়ন খ. অতি উষ্ণায়ন
গ. বৈশ্বিক তাপমাত্রা ঘ. বৈশ্বিক উষ্ণায়ন
৬। এ তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. ভারসম্যহীন পরিবেশ সৃষ্টি
ii. সমুদ্রে পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি
iii. বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i,ii ও iii
৭। এ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে-
i. ব্যাপক নগরায়ন ও যানবাহন বৃদ্ধিতে
ii. বিলাস দ্রব্য ব্যবহারে
iii.অধিক হারে বনায়নের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
৮। ইইউ এর প্রধান কার্যালয় কোন রাষ্ট্রে অবস্থিত?
ক. ব্রাজিল ঘ. বেলজিয়াম
গ. তুরস্ক ঘ. চেকপ্রজাতন্ত্র
৯। ইউরোপীয় কমিশন যে কাজ করে-
i. নীতি বাস্তবায়ন ii. তহবিল বরাদ্দ
iii. ব্যয়সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ন্যামের সদস্য হওয়ার শর্ত কোনটি?
ক. আঞ্চলিক জোটের সদস্য না হওয়া
খ. সামরিক জোটের সদস্য না হওয়া
গ. সার্কের সদস্য হওয়া
ঘ. জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানো
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নম্বর
প্রশ্নের উত্তর দাও:
হাসান সাহেবের গাজীপুর জেলায় একটি বৃহত্
বাগানবাড়ি আছে।তাতে সেগুন, গজারিসহ
নানা প্রজাতির গাছপালা আছে। তিনিমাঝে
মাঝে সপরিবারে তার বাগানবাড়িতে
বেড়াতে যান। তারছোট ছেলে লিমন সব ঘুরে
ঘুরে দেখে। পাখির কিচিরমিচির শব্দ
শুনেসে খুব আনন্দিত হয়। সে বাসার
তুলনায় এখানে বেশি ঠাণ্ডা অনুভব করে।
১১। হাসান সাহেবের বাগানটি কোন
প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত?
ক. বনজ সম্পদ খ. খনিজ সম্পদ
গ. মত্স্য সম্পদ ঘ. প্রাণিজ সম্পদ
১২। আর্থসামাজিক অগ্রগতিতে উক্ত
সম্পদের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে-
i. সুষম খাদ্যের অভাব পূরণ
ii. শিল্পের কাঁচামাল যোগান দেওয়া
iii. প্রকৃতিক ভারসাম্য রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। বাংলাদেশের বনাঞ্চলে যে সম্পদ
রয়েছে-
ক. পাখি ও কয়লা খ. প্রাণি ও চীনামাটি
গ. পাখি ও প্রাণি ঘ. পাখি ও সিলিকা বালু
১৪। মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে?
ক. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
খ. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান
গ. যুব উন্নয়ন ঘ. নারী শিক্ষার প্রসার
১৫। কোন দেশকে কেন্দ্র করে ইউরোপের প্রবাসী বাঙালিরা আন্দোলন করে?
ক. ফ্রান্স খ. যুক্তরাজ্য
গ. বেলজিয়াম ঘ. জার্মানি
No comments:
Post a Comment