Friday, November 2, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান



১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?
ক. প্রযুক্তি   খ. বিদ্যা   গ. বিজ্ঞান           ঘ. দক্ষতা
উত্তর: বিজ্ঞান
২। কোন যন্ত্রটির সাহায্যে শ্রেণিকক্ষে শিক্ষা দেওয়া হয়?
ক. প্রজেক্টর            খ. ইন্টারনেট
গ. আলট্রাসনোগ্রাফ    ঘ. এক্স-রে
উত্তর: প্রজেক্টর         
৩। মানুষের কল্যাণে বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগানোকে বলা হয়-
ক. প্রযুক্তি             খ. তথ্য
গ. সিস্টেম             ঘ. আপলোড
উত্তর: প্রযুক্তি
৪। কোন প্রযুক্তির মাধ্যমে দেহের অভ্যন্তরের অঙ্গ-প্রতঙ্গের ছবি নেওয়া হয়?
ক. এক্স-রে             খ. ইসিজি
গ. আলট্রাসনোগ্রাফ    ঘ. লেজার রশ্মি
উত্তর: আলট্রাসনোগ্রাফ
৫। স্বয়ংক্রিয় দরজায় কোনটি থাকে?
ক. সিলিকন চিপ      খ. ইন্টিগ্রেটেড সার্কিট
গ. মাইক্রোচিপ        ঘ. সেন্সর
উত্তর:ইন্টিগ্রেটেড সার্কিট
৬। পৃথিবী ছোট হয়ে আসছে বলতে বোঝায়-
ক. পৃথিবীর আয়তন কমে যাচ্ছে
খ. পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে
গ. স্বল্পপথের দূরত্ব কমে যাচ্ছে
ঘ. পৃথিবী ধীরে ধীরে ক্ষয় হচ্ছে
উত্তর:পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে
৭। মানুষ অন্য প্রাণী থেকে উন্নত, এর মূল কারণ কোনটি?
ক. মানুষ রান্না খাবার খায়
গ. মানুষ সামাজিক জীবনযাপন করে
গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি
ঘ. মানুষ দ্রুত চলতে পারে
উত্তর:অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি
৮। প্রযুক্তি বলতে বোঝায়-
ক. প্রকৃতির নিয়মগুলোকে জানা
খ. মনোযোগসহকারে পরীক্ষা-নিরীক্ষা করা
গ. বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা
ঘ. প্রাকৃতিক বিষয়াদি নিয়ে গবেষণা করা
উত্তর :বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা
৯। উচ্চ ফলনশীল ধানের সংক্ষিপ্ত নাম-
ক. উফশী খ উকধা
গ. উচ্চ ধান           ঘ. উচ্চধা
উত্তর:উফশী
১০.কম্পিউটার কী রূপ প্রযুক্তি?
ক. আধুনিক প্রযুক্তি   খ. পুরনো প্রযুক্তি
গ. কৃষি প্রযুক্তি        ঘ. গৃহস্থালি প্রযুক্তি
উত্তর:আধুনিক প্রযুক্তি

প্রশ্ন : নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো :

১। বর্তমান যুগ বিজ্ঞান ও ....... যুগ।
উত্তর : বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ।
২। কৃষির উন্নয়ন আমাদের .......  অভাব অনেকাংশেই পূরণ করেছে।
উত্তর : কৃষির উন্নয়ন আমাদের খাদ্যের অভাব অনেকাংশেই পূরণ করেছে।
৩। রোবট হচ্ছে ........ যন্ত্র।
উত্তর : রোবট হচ্ছে কম্পিউটারচালিত যন্ত্র।
৪। যোগাযোগের ক্ষেত্রে  .......  ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।
উত্তর : যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।
৫। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন  .......
উত্তর :প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন নিকোলা টেসলা।
৬। অন্য প্রাণীর চেয়ে মানুষের  .......  অনেক।
উত্তর : অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক।
৭। বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ  ....... ।
উত্তর : বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।
৮। ইনসুলিন অনেক  ....... রোগীর জীবনযাপন সহজ করেছে।
উত্তর : ইনসুলিন অনেক ডায়াবেটিক রোগীর জীবনযাপন সহজ করেছে।
৯। জটিল অস্ত্রোপচারে  .......  ব্যবহার করা হয়।
উত্তর : জটিল অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
১০। যোগাযোগ  .......  দেশগুলোকে কাছে নিয়ে এসেছে।
উত্তর : যোগাযোগ প্রযুক্তি দেশগুলোকে কাছে নিয়ে এসেছে।
১১। শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য  .......  ব্যবহার করা হয়।
উত্তর : শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য এক্স-রে ব্যবহার করা হয়।
১২। কৃষিপ্রযুক্তিতে কীট ও বালাইনাশকের  ....... পরিবেশ দূষিত করছে।
উত্তর : কৃষিপ্রযুক্তিতে কীট ও বালাইনাশকের অপব্যবহার পরিবেশ দূষিত করছে।

প্রশ্ন : নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ লেখো :

ক) নতুন নতুন জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হলো বিজ্ঞান।   ‘শুদ্ধ’
খ) পৃথিবীর চারদিকে ঘোরে চাঁদ।             ‘শুদ্ধ’
গ) ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আধুনিক
প্রযুক্তি।    ‘অশুদ্ধ’
ঘ) বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন।    ‘শুদ্ধ’
ঙ) নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার হলো
প্রযুক্তি।    ‘অশুদ্ধ’
চ) ফসলের বীজ বোনার জন্য ব্যবহূত হয় ড্রাম-সিডার। ‘শুদ্ধ’
ছ) আলোক সেন্সর ক্রিয়াশীল হয় আলো বাধা পেলে।     ‘শুদ্ধ’
জ) রিমোট কন্ট্রোল কথাটির অর্থ কাছ থেকে নিয়ন্ত্রণ।    ‘অশুদ্ধ’
ঝ) রিমোট দ্বারা খেলনা গাড়ি চালানোর জন্য বেতার তরঙ্গ ব্যবহার করা হয়।  ‘শুদ্ধ’
ঞ) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে।        ‘অশুদ্ধ’
ট) প্রযুক্তি ব্যবহারের ফলে কলকারখানার উত্পাদন কমেছে।         ‘অশুদ্ধ’
ঠ) প্রযুক্তি ব্যবহার মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দিয়েছে।          ‘শুদ্ধ’

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...