Saturday, November 10, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলাবহু নির্বাচনী প্রশ্ন
১। 'সবার আমি ছাত্র' কবিতাটি কার লেখা?
ক. আহসান হাবীব
খ. সৈয়দ শামসুল হক
গ. সুনির্মল বসু
ঘ. কাজী নজরুল ইসলাম
২। সুনির্মল বসু কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮০২ সালে খ. ১৯০২ সালে
গ. ১৯৯২ সালে ঘ. ১৭০২ সালে
৩। সুনির্মল বসুর বিখ্যাত গ্রন্থ হলো_
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. অনেক আকাশ
গ. এলাটিং বেলাটিং
ঘ. ছানা বড়া
৪। উদার শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. উদাস খ. নম্র
গ. মহৎ ঘ. সরল
৫। 'সহিষ্ণুতা' শব্দটিতে যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
ক. ষ+ণ খ. ষ+ন
গ. ষ+ঞ ঘ. ণ+ষ
৬। বিশ্বজুড়ে পাঠশালা মোর_এ কথার অর্থ কী?
ক. পৃথিবীতে অনেক স্কুল-কলেজ আছে
খ. পৃথিবীর অনেক স্কুল-কলেজে কবি শিক্ষা নিয়েছেন
গ. বিশ্বের প্রতিটি বস্তু প্রতি মুহূর্তে আমাদের শিক্ষা দান করে
ঘ. সারা পৃথিবীতে কবির শিক্ষক আছেন
৭। 'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. কোমল খ. নীরব
গ. মুখর ঘ. মহৎ
৮। মাটির কাছে _ পেলাম আমি শিক্ষা। শূন্যস্থানে কোন শব্দ বসবে?
ক. মধুরতা খ. নম্রতা
গ. সহিষ্ণুতা ঘ. সরলতা
৯। নদীর কাছে আমরা কী শিক্ষা পাই?
ক. আপন বেগে চলতে
খ. আপন তেজে জ্বলতে
গ. আপন মনে চলতে
ঘ. অন্যের পরামর্শে চলতে
১০। সুনির্মল বসু কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
ক. ৫৭ বছর খ. ৫৫ বছর
গ. ৬৭ বছর ঘ. ৭০ বছর
১১। 'সাইক্লোন' কবিতাটি কে লিখেছেন?
ক. শামসুর রাহমান
খ. আহসান হাবীব
গ. সুনির্মল বসু
ঘ. রাজিয়া খাতুন চৌধুরানী
১২। কবি শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ২০০০ সালে খ. ২০১০ সালে
গ. ২০০৬ সালে ঘ. ২০০৩ সালে
১৩। পাঁজি শব্দের অর্থ কী?
ক. দুষ্টু খ. পঞ্জিকা
গ. পাথর ঘ. বাতাস
১৪। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে বর্ণক্রম অনুযায়ী রচিত গ্রন্থকে বলে_
ক. অভিধান
খ. বিশ্বকোষ
গ. জ্ঞানকোষ
ঘ. জ্ঞানবিজ্ঞান কোষ
১৫। 'চম্পাবতীর কেশ ভাসছে'_এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক. চম্পাবতী গোসল করছে
খ. চম্পাবতী পানিতে ডুব দিয়েছে
গ. চম্পাবতী পানিতে ডুবে মারা গেছে
ঘ. চম্পাবতী পানিতে লুকিয়ে আছে
১৬। নিচের কোন শব্দটিতে চন্দ্রবিন্দুর সঠিক ব্যবহার হয়েছে?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. পক্ষীছাঁনা
গ. মোঁষ ঘ. তোঁড়
১৭। 'কুঁকড়ো'র সমার্থক শব্দ কোনটি?
ক. মোরগ খ. চিল
গ. কবুতর ঘ. হাঁস
১৮। 'ধান ভানতে কুঁড়ো দেব' বইটি কার লেখা?
ক. সুনির্মল বসু
খ. শামসুর রাহমান
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আহসান হাবীব
১৯। উদগ্রীব শব্দটির অর্থ কী?
ক. খুব আগ্রহী খ. খুব চঞ্চল
গ. খুব সাহসী ঘ. খুব দুষ্টু
২০। অপেক্ষা গল্পটি কে রচনা করেন?
ক. সেলিনা হোসেন
খ. রাজিয়া খাতুন
গ. বেগম রোকেয়া
ঘ. সুফিয়া কামাল
২১। সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. রংপুর খ. কুষ্টিয়া
গ. রাজশাহী ঘ. চট্টগ্রাম
২২। রুমার জন্মের দিন কী ঘটেছিল?
ক. আমের বোলে গাছ ভরেছিল
খ. শিউলি ফুলে গাছ ভরে গিয়েছিল
গ. ঝড় হয়েছিল
ঘ. বৃষ্টি হয়েছিল
২৩। রুমা-রুবার বাবা মারা যান কিভাবে?
ক. অসুখ হয়ে
খ. সড়ক দুর্ঘটনায়
গ. পাকিস্তানিদের গুলিতে
ঘ. ডাকাতের গুলিতে
২৪। রাহেলা বানু কলসিতে চাল জমিয়ে রাখতেন কেন?
ক. সঞ্চয় করার জন্য
খ. সন্তানদের রেঁধে খাওয়ানোর জন্য
গ. মুক্তিযোদ্ধাদের খাওয়ানোর জন্য ঘ. ভিক্ষুককে দেওয়ার জন্য
২৫। নিচের কোন শব্দটি বিশেষ্য পদ?
ক. গম্ভীর খ. দ্রুত
গ. রাইফেল ঘ. গরম
২৬। নিচের কোন শব্দটি বিশেষণ পদ?
ক. দরজা খ. গাছ
গ. নদী ঘ. কাঁপা
২৭। 'খুশবু' শব্দটি সমার্থক শব্দ কোনটি?
ক. আনন্দ খ. সুগন্ধ
গ. দুর্গন্ধ ঘ. কষ্ট
২৮। রুমা-রুবা কার ডাক শোনার জন্য অপেক্ষা করে থাকত?
ক. বাবার খ. মায়ের
গ. মুক্তিযোদ্ধার ঘ. রাজাকারের
২৯। মুক্তিযোদ্ধারা রুমা-রুবাদের বাড়িতে আসে কেন?
ক. ভাত খেতে খ. ঘুমাতে
গ. অস্ত্র রাখতে ঘ. ভয় দেখাতে

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...