Monday, November 12, 2012

নবম-দশম শ্রেণির পড়াশোনা বাংলা-দ্বিতীয় পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা
বাংলা-দ্বিতীয় পত্র
নমুনা প্রশ্ন : ৫
১. যে নারীর স্বামী ও পুত্র নাই- বাক্য সংকোচন কী হবে?
ক) অবীরা খ) অনূঢ়া
গ) বিধবা ঘ) অনুসূয়া
২. কোন গদ্যাংশের বক্তব্য সংক্ষেপ করাকে বলে
ক) সারমর্ম-লিখন খ) সংক্ষেপেণ
গ) সারাংশ লিখন ঘ) সার বক্তব্য লিখন
৩. ‘সিন্ধ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) পদতত্ত্বের খ) রূপতত্ত্বের
গ) অর্থতত্ত্বের ঘ) ধ্বনিতত্ত্বের
৪. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক) তত + অধিক = ততোধিক খ) ষষ্ + থ = ষষ্ঠ
গ) বন + পতি = বনস্পতি ঘ) সম্ + বাদ = সংবাদ
৫. কোনটি যোগরূঢ় শব্দ নয়?
ক) মহাযাত্রা খ) পঙ্কজ
গ) রাজপুত্র ঘ) ধানক্ষেত
৬.‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ কী?
ক) কাউকে চোখ দান করা খ) চুরি করা
গ) জ্ঞান দান করা ঘ) উপহার দেয়া
৭. প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি?
ক) আবেগের প্রাধান্য
খ) চিন্তার প্রাধান্য
গ) তথ্যের প্রাধান্য
ঘ) তত্ত্বের প্রাধান্য
৮.‘সারাংশ লিখন’ শিক্ষার উদ্দেশ্য কী?
ক) বক্তব্য সংক্ষেপণ
খ) বক্তব্য বিশ্লেষণ
গ) বক্তব্য সংযোজন
ঘ) বক্তব্য সংমিশ্রণ
৯. ‘লোকটা কানে শোনে না’ এই বাক্যটির ক্রিয়াপদের বৈশিষ্ট্য কী?
ক) নাম ধাতুর ব্যবহার
খ) প্রযোজক ক্রিয়ার ব্যবহার
গ) সকর্মক ক্রিয়ার ব্যবহার
ঘ) সকর্মক ক্রিয়ার অকর্মক ব্যবহার
১০. রচনার কলেবর কেমন হওয়া উচিত?
ক) দীর্ঘ খ) নাতিদীর্ঘ
গ) সংক্ষিপ্ত ঘ) অতি দীর্ঘ
১১. তিলে তৈল আছে- এখানে ‘তৈল’ কোন কারক?
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) অপদান কারক
ঘ) অধিকারণ কারক
১২. ‘অঘা’ শব্দাংশটি কোন প্রকার উপসর্গের উদাহরণ?
ক) সংস্কৃত উপসর্গের
খ) খাঁটি বাংলা উপসর্গের
গ) তৎসম উপসর্গের
ঘ) বিদেশী উপসর্গের
১৩. ‘জলধি’ -অর্থানুসারে কোন ধরনের শব্দ?
ক) যৌগিক শব্দ খ) মৌলিক
গ) রূঢ়ি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
১৪. ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর?
ক) তদ্ভব খ) তৎসম
গ) দেশি ঘ) বিদেশি
১৫.চিঠিপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
ক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
খ) জেলা প্রশাসক
গ) চেয়ারম্যান
ঘ) থানা নির্বাহী কর্মকর্তা
১৬. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার?
ক) দু’প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) ছয় প্রকার
১৭. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক) বাগধারার
খ) অঙ্গ-প্রত্যঙ্গের
গ) বাগযন্ত্রের
ঘ) চক্ষু ও কর্ণের
১৮. ভাবের বাহন কী?
ক) ভাষা খ) সাহিত্য
গ) সঙ্গীত ঘ) ইতিহাস
১৯. সাধু রীতির শব্দ কোনটি?
ক) গিন্নী খ) কিতাব
গ) গ্রহ ঘ) কলেজ
২০.‘সন্তাপ’ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + আপ খ) সম্ + তাপ
গ) সং +তাপ ঘ) সোম + আপ
২১. বহুব্রীতি শব্দের অর্থ কী?
ক) বহুমুখী খ) বহু বৃদ্ধি
গ) বহু ধান ঘ) বহু ধন
২২. ‘পাতি’ কোন প্রকারের উপসর্গ?
ক) তৎসম উপসর্গ খ) খাঁটি বাংলা উপসর্গ
গ) সংস্কৃত উপসর্গ ঘ) বিদেশী উপসর্গ
২৩. কোনটি নাম ধাতু?
ক) হাতা খ) গম
গ) কর ঘ) ডুব
২৪. অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?
ক) বর্ণ খ) পদ
গ) শব্দ ঘ) প্রত্যয়
২৫.‘অনন্ত’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক) শান্ত খ) অন্ত
গ) সান্ত ঘ) নিরন্ত
২৬. নিচের কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?
ক) শয়ন খ) মধুরতা
গ) স্বাস্থ্য ঘ) করা
২৭. যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে?
ক) অনুসুয়া খ) অনসূয়া
গ) অনুশোয়া ঘ) অনূসূয়া

উত্তর : ১.ক ২.গ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.খ ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ ২১.গ ২২.খ ২৩.ক ২৪.গ ২৪.গ ২৫.গ ২৬.ক ২৭.খ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...