Saturday, November 3, 2012

পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা পরিবেশ পরিচিতি সমাজ

১. প্রত্যেক মানুষ বংশগতভাবে স্বাধীন। (অশুদ্ধ)

২. সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (শুদ্ধ)

৩. জনগণের সেবা করাই নেতার কাজ। (শুদ্ধ)

৪. শিক্ষা লাভের অধিকার রাষ্ট্রীয় অধিকার। (অশুদ্ধ)

৫. মানচিত্রের ছকবর্গগুলো একরূপ হতে পারে, ছোট বড়ও হতে পারে। (শুদ্ধ)

৬. মানচিত্র প্রকৃতপক্ষে এক ধরনের চিত্র। (শুদ্ধ)

৭. পরিবেশ দূষণ একটি সামাজিক সমস্যা। (অশুদ্ধ)।

৮. বাংলাদেশে মেয়েদের বিয়ের নূ্যনতম বয়স ১৮ বছর। (শুদ্ধ)

৯. মহাস্থানগড়ে সাম্প্রতিক খনন কাজের ফলে এখানে ২৮টি নির্মাণ স্তর উন্মোচিত হয়েছে। (অশুদ্ধ)

১০.মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁও ছিল পূর্ব-পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র। (অশুদ্ধ)

১১. কাবাব, রেজালা, কোরমা ছিল মোগল যুগের খাবার। (শুদ্ধ)

১২. ১৮৫৯-৬০ সালে বাংলার নীল বিদ্রোহ হয়। (শুদ্ধ)

১৩.কলকাতা মেট্রোপলিটন কলেজের বর্তমান নাম আনন্দমোহন কলেজ। (অশুদ্ধ)

১৪. বহুত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। (শুদ্ধ)

১৫. বাংলাদেশকে ৭ ডিসেম্বর স্বীকৃতি দেয় প্রতিবেশী রাষ্ট্র নেপাল। (অশুদ্ধ)

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...