Sunday, November 11, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি

অধ্যায়-১৮
৫. বর্তমানে বাংলাদেশ জাতিসংঘে পৃথিবীর কততম বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ?
(ক) দ্বিতীয় বৃহত্তম (খ) তৃতীয় বৃহত্তম
(গ) চতুর্থ বৃহত্তম (ঘ) পঞ্চম বৃহত্তম
উত্তর: (ক) দ্বিতীয় বৃহত্তম
৬. বেকার সমস্যার সমাধান, শিক্ষার প্রসার, শিশু অধিকার ও মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি কোন পরিষদের কাজ?
(ক) আন্তর্জাতিক আদালত (খ) অছি পরিষদ
(গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(ঘ) সাধারণ পরিষদ
উত্তর: (গ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
৭. জাতিসংঘ কয়টি সংস্থা নিয়ে গঠিত?
(ক) পাঁচটি (খ) ছয়টি (গ) সাতটি (ঘ) আটটি
উত্তর: (খ) ছয়টি
৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
(ক) কফি আনান (খ) বান কি মুন
(গ) ট্রাইগেভ হেলভডন লি (ঘ) রোজ ভেল্ট
উত্তর: (খ) বান কি মুন
৯. করপাড়া গ্রামে অধিবাসীদের জন্য প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির ব্যাপারে একটি বিদেশি সংস্থা কাজ করছে। নিচের কোন সংস্থাটি এ ধরনের কাজ করে থাকে বলে তুমি মনে করো?
(ক) বিশ্বব্যাংক (খ) খাদ্য ও কৃষি সংস্থা
(গ) ইউনিসেফ (ঘ) আইএলও
উত্তর: (গ) ইউনিসেফ
১০. কত সালকে ‘আন্তর্জাতিক শিশু বর্ষ’ হিসেবে ঘোষণা করা কয়?
(ক) ১৯৫০ সাল (খ) ১৯৭৯ সাল
(গ) ১৯৭৭ সাল (ঘ) ১৯৯০ সাল
উত্তর: (খ) ১৯৭৯ সাল

No comments:

Post a Comment