Sunday, November 11, 2012

নবম শ্রেণীর জ্ঞানমূলক প্রশ্নোত্তর

বৃক্ষ : রবীন্দ্রনাথ ঠাকুর
১. ‘বৃক্ষ’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : বনবাণী।
২. ‘বৃক্ষ’ কবিতাটি কোন সুদীর্ঘ কবিতার অংশবিশেষ?
উত্তর : বৃক্ষ বন্দনা।
৩. ঋতুর উৎসবের স্রষ্টা কে?
উত্তর : বৃক্ষ।
৪. কবি কাকে মৃত্তিকার ‘বীর সন্তান’ নামে অভিহিত করেছেন?
উত্তর : বৃক্ষকে।
৫. ‘পল্লব’ শব্দের অর্থ কী?
উত্তর : কচিপাতা, কিশলয়।
৬. ‘বসুন্ধরা’ শব্দের অর্থ কী?
উত্তর : পৃথিবী।
৭. বৃক্ষ কোথা হতে সূর্যের আহ্বান শুনেছিল?
উত্তর : অন্ধ ভূমিগর্ভ হতে।
৮. ‘শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়’-বৃক্ষ কোথায় শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠা করেছে?
উত্তর : দুর্গম দ্বীপের শূন্য তীরে।
৯. ‘শাখায় রচিলে তব সংগীতের আদিম আম্রয়’ কে রচনা করল?
উত্তর : বৃক্ষ।
১০. কে সুরের বিচিত্র বর্ণে আপনার দৃশ্যহীন তনু রঞ্জিত করে নিল?
উত্তর : বায়ু।
১১. ‘ইন্দ্রের অপ্সরী’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
উত্তর : স্বর্গের সুন্দরী রমণী।
১২. ‘ইন্দ্রধনু’ অর্থ কী?
উত্তর : রংধনু।
১৩. ইন্দ্রের অপ্সরীরা লীলা নৃত্যে কী
বর্ষণ করেছে?
উত্তর : যৌবন অমৃত রস।
১৪. বৃক্ষ সূর্যালোক থেকে আপন প্রাণে
কী টেনে নেয়?
উত্তর : রূপশক্তি।
১৫. ‘বাখানি’ শব্দের অর্থ কী?
উত্তর : ব্যাখ্যা করা।
১৬. ইন্দ্রের অপ্সরীরা মেঘে মেঘে
কী হেনে বাষ্পপাত্র চূর্ণ করেছে?
উত্তর : কঙ্কণ।
১৭. ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
উত্তর : চুড়ি।
১৮. ‘সন্তরি সমুদ্র ঊর্মি’-‘ঊর্মি’ অর্থ কী?
উত্তর : ঢেউ।
১৯. বৃক্ষ কাকে মুগ্ধ করে চিহ্নহীন প্রান্তরে প্রান্তরে আপন পন্থ বিস্তার করেছে?
উত্তর : ধূলিকে।
২০. বৃক্ষ মৃত্তিকাকে কোথা হতে মুক্তি দান করতে সংগ্রাম ঘোষণা করেছে?
উত্তর : মরুর দারুণ দুর্গ হতে।
২১. বৃক্ষ বসুন্ধরাকে কীভাবে সাজিয়েছে?
উত্তর : অনন্ত যৌবনা করে।
২২. আলোকের প্রথম বন্দনাকারী কে?
উত্তর : বৃক্ষ।
২৩. কে একদিন বাণীশূন্য ছিল?
উত্তর : পৃথিবী।
২৪. বৃক্ষের বর্ণ বৈচিত্র্যের উৎস কী?
উত্তর : সূর্যালোক।
২৫. ‘ছন্দোহীন পাষাণের বক্ষ পরে; আনিলে বেদনা’-এ বেদনা কিসের?
উত্তর : সৃষ্টির।
২৬. ‘শ্যামলের সিংহাসন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : সবুজের সমারোহ।
২৭. রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনাম ব্যবহার করেছেন।
উত্তর : ভানুসিংহ।
২৮. কবি কাকে সংগীতের ‘আদিম আশ্রয়’ বলেছেন?
উত্তর : বৃক্ষ শাখাকে।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : বনফুল।
৩০. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : গীতাঞ্জলি।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...