Saturday, November 10, 2012

Bangla Model Test for PEC Exam

সময় ২ ঘণ্টা           পূর্ণমান ১০০
১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখ:        ১x১০=১০
I আষাঢ় কবিতায় কী পারাপার বন্ধ হয়েছে?
(ক) খেয়া  (খ) ফেরি   (গ) লঞ্চ  (ঘ) ভেলা
ii চন্দ্রলোকে শব্দটির মূলকথা কী?
(ক) স্বপ্নের দেশ        (খ) চাঁদের দেশ       
(গ) ভিন্ন গ্রহের দেশ               (ঘ) পরির দেশ
iii চাষির বড় মেয়ের নাম কী?
(ক) সুখ    (খ) দুখু      (গ) নিপা          (ঘ) লতা
iv জেলে কোথায় বাস করত?
(ক) পুকুর পাড়ে       (খ) নদীর ধারে
(গ) রাস্তার পাশে      (ঘ) ছোট্ট গাঁয়ে
v প্রাণিজগত্ এক বিস্ময় রচনা পাঠের উদ্দেশ্য কোনটি?
(ক) বন্যপ্রাণি রক্ষা    (খ) বন্যপ্রাণির সঙ্গে পরিচিতি     (গ) তাদের বাসস্থান জানা
(ঘ) তাদের খাদ্যভাস জানা
vi মুদ্রণযন্ত্র বলতে যোগাযোগের  একাল সেকাল রচনায় কী বোঝানো হয়েছে?
(ক) টেলিফোন (খ)  টেলিগ্রাফ     (গ) যে যন্ত্রের সাহায্যে ছাপানো হয়           (ঘ) মোবাইল ফোন
vii সাইক্লোনের মত আর কোনটি আমাদের ক্ষতি করে?
(ক) বন্যা    (খ) রোদ    (গ) বৃষ্টি          (ঘ) মেঘ
viii প্রাণিজগত্ এক বিস্ময় রচনায় যেসব বিচিত্র প্রাণির কথা বলা হয়েছে সেগুলো আমরা বন ছাড়াও দেখতে পাই-
(ক) চিড়িয়াখানায়                (খ) শিশুপার্ক         (গ) মেলায়                        (ঘ) মাঠে
ix কমলি ফুলের গুলগুলানি বলতে কী  বোঝানো হয়েছে?
(ক) ছোট শিশুর হাসি
(খ) শিশুর রঙিন কোমল ঠোঁট   
(গ) শিশুর নরম হাত
(ঘ) শিশুর তুলতুলে পা
x আশ্চর্য পাথরের কথা গল্পে মানুষের কৌতূহলের কারণ কী?
(ক) পাথরের আকর্ষণ ক্ষমতা    
(খ) কাঠের আকর্ষণ ক্ষমতা      
(গ) গাছের আর্শ্চয ক্ষমতা
(ঘ) পাখির আর্শ্চয ক্ষমতা
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে সংকল্প অথবা তুলনা কবিতার প্রথম আট লাইন
লেখ।       ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ :           ৫
(ক) তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবে এ দেশের কোটি কোটি মানুষের হূদয়ে।
(খ) বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ:            ৪x৩=১২
(ক) আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?
(খ) বিদায় হজের ভাষণে মহানবী (স) ক্রীতদাস-দাসিদের সম্পর্কে কী বলেছিলেন?
(গ) আমরা কোন্ কোন্ উপায়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি?
(ঘ) প্রাণের চেয়েও মান বড় শিক্ষক একথা বললেন কেন?
(ঙ) পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কারা কোথায় প্রতিরোধ গড়েছিল?
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর : (যে কোনো পাঁচটি)           ৫
বিনোদন, প্রতিবাদ, ভাষণ, নির্জন, এবাদত, সৌজন্য, বনায়ন।     
৬। প্রদত্ত অনুচ্ছেটিতে বিরাম চিহ্ন বসাও :   ৫
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত এককালে এ দেশে তৈরি হতো মূল্যবান মসলিন কাপড় তাঁতীরা এখনও রেশমি জামদানি ও সুতি কাপড় বোনে মসলিন রেশম তসর গরদ মুগা মটকা জামদানি টাঙ্গাইল ও বালুচরী এ দেশের বিখ্যাত বস্ত্র।
৭। প্রদত্ত অনুচ্ছেটিতে পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর:         ৫
১৮ এপিল ১৯৭১ চারদিকে প্রচণ্ড শব্দ অস্ত্রের গর্জন পাকিস্তানি সেনাবাহিনী দরুইনের দিকে এগিয়ে আসছে। আক্রমণ চালাচ্ছে শত্রুরা। মুক্তিযোদ্ধাদের ভারি অস্ত্রশস্ত্র ছিল না। প্রচণ্ড যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হলেন পাশেই ছিলেন মোস্তফা কামাল তিনি এগিয়ে এলেন।
৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর (যে কোনো পাঁচটি) ৫
ত্ন, লক্ষ, ষ্ক, শ্চ, ব্ব, ত্ব
৯। নিচের প্রদত্ত শব্দের বিপরীত শব্দ লেখ  ( যে কোনো পাঁচটি)      ৫
মুক্ত, নির্দয়, বন্ধু, উঁচু, অসুর, ইচ্ছা
১০। এক কথায় প্রকাশ কর       ৫
( যে কোনো পাঁচটি)
আকাশে উড়ে যে, যার বোধ শক্তি নেই, যেখানে মানুষ বাস করে, যে বন হিংস  প্রাণিতে ভরপুর, অনেকের মধ্যে একজন, মরিতে বসেছে যে।
১১। প্রদত্ত ক্রিয়াপদের চলিতরূপ লেখ
( যে কোনো পাঁচটি)    ৫
আসিব, দেখিতেন, করিতেছে, দেখিল, ফুটিতেছে, পাইবে, বুঝিতে।
১২। সংক্ষিপ্ত উত্তর লেখ:           ৮
(ক) বরফের চেয়ে শীতল কী কিছু আছে?
(খ) ঘূর্ণিঝড়ে পশু পাখির কী অবস্থা হয়?
(গ) শহিদ তিতুমীর কেন অমর হয়ে আছেন?
(ঘ) উট পাখিকে দৈত্য পাখি বলা হয়?
(ঙ) সব সাধকের বড় সাধক কে?
(চ) বাকশিল্প বলতে কী বোঝায়?
১৩। সবার আমি ছাত্র অথবা দেশের জন্য যেকোনো একটির মূলভাব নিজের
ভাষায় লেখ।           ৮
১৪। নিচের যে- কোনো একটি বিষয়ের উপর রচনা লেখ:            ১২        
(ক) বিদায় হজ                   
(খ) শহিদ তিতুমীর   (গ) লোকসঙ্গীত       
(ঘ) বিস্ময়কর প্রাণিজগত্
(ঙ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...