Wednesday, November 14, 2012

গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন Islam Shikka for PEC

গুরুত্বপূর্ণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন

২১. আমরা পাড়াপড়শিকে কী দেব?

ক. সাহায্য করব খ. শাক-সবজি দেব

গ. কষ্ট দেব ঘ. তাদের বাড়িতে আবর্জনা ফেলব

২২. কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করার নিয়মকে বলে_

ক. কিতাব খ. গ্রামার গ. তাজবিদ ঘ. ব্যাকরণ

২৩. মহানবীর কত বছর বয়সে তার মা মারা যান?

ক. ৭ বছর খ. ৫ বছর গ. ৮ বছর ঘ. ৬ বছর

২৪. হজরত ঈসা (আ.) এর মায়ের নাম কী ছিল?

ক. হজরত খাদিজা (রা.) খ. হজরত ফাতেমা (রা.)

গ. হজরত মরিয়ম ঘ. হজরত আয়েশা (রা.)

২৫. অত্যাচারে অতিষ্ঠ হয়ে হজরত নুহ (আ.) কার কাছে ফরিয়াদ করেছিলেন?

ক. আল্লাহর দরবারে খ. পীরদের কাছে

গ. জনগণের কাছে ঘ. রাজা বাদশাহর কাছে

২৬. মহানবীর মায়ের নাম কী ছিল?

ক. আমিনা খ. হালিমা গ. আছিয়া ঘ. সুফিয়া

২৭. হজরত দাউদ (আ.) তার উপার্জিত অর্থ কয় ভাগ করতেন?

ক. ৩ ভাগ খ. ৫ ভাগ গ. ২ ভাগ ঘ. ৭ ভাগ

২৮. আমি যা জানি তোমরা তা জান না_ এ কথা কে বলেছেন?

ক. আল্লাহ খ. মুহাম্মদ (সা.)

গ. হজরত আদম (আ.) ঘ. হজরত নূহ (আ.)

২৯. ওয়াকফ অর্থ কী?

ক. বিরতি দেওয়া খ. বিরতি না দেওয়া

গ. পৃথক করে পড়া ঘ. একত্র করে পড়া

৩০. গুন্নাহ করা কী?

ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নাত ঘ. মুস্তাহাব

৩১. প্রতিদিন কোন সালাতের পর কোরআন তিলাওয়াত উত্তম?

ক. ফজর খ. জোহর গ. আছর ঘ. এশা

৩২. আমরা খারাপ গুণাবলি কী করব?

ক. অর্জন করব খ. বর্জন করব

গ. ভালো করে দেখব ঘ. খেয়াল রাখব না

৩৩. কে আমাদের ভালো বন্ধু?

ক. গাছ খ. মানুষ গ. ভাইবোন ঘ. স্কুলের সহপাঠী

৩৪. আল্লাহ কী পছন্দ করেন?

ক. ঘৃণা খ. ক্ষমা গ. সম্পদ ঘ. দারিদ্র্য

৩৫. মসজিদের আদব কয়টি?

ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ৭টি

৩৬. ইসলামের প্রথম রুকন কোনটি?

ক. ঈমান খ. নামাজ গ. রোজা ঘ. জাকাত

৩৭. সালাতের ওয়াজিব কয়টি?

ক. ১২টি খ. ১৩টি গ. ১১টি ঘ. ১০টি

৩৮. আল্লাহ প্রত্যেক জাতির জন্য কী পাঠিয়েছেন?

ক. মানুষ খ. জিন গ. ফেরেশতা ঘ. নবী-রাসূল

৩৯. ইসলামের রুকন কয়টি?

ক. ৬টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৩টিউত্তরমালা : ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.খ ৩৫.খ ৩৬. ক ৩৭. খ ৩৮.ঘ ৩৯.খ।

No comments:

Post a Comment