Monday, November 5, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:

বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্ন থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়ের ওপর। প্রতিটিতে নম্বর ২, প্রশ্ন থাকবে ৫টি।

অধ্যায়-১

১। জবা, গোলাপ, লেবু গুল্ম-জাতীয় উদ্ভিদ।
উত্তর: জবা, গোলাপ, লেবু গুল্ম-জাতীয় উদ্ভিদ। — শুদ্ধ
২। আম, কাঁঠাল, সেগুন, মেহগনি বৃক্ষ-জাতীয় উদ্ভিদ।
উত্তর: আম, কাঁঠাল, সেগুন, মেহগনি বৃক্ষ-জাতীয় উদ্ভিদ। — শুদ্ধ
৩। মুকুল আমের ফুল।
উত্তর: মুকুল আমের ফুল। — শুদ্ধ
৪। আমের মুকুল থেকে আম হয় না।
উত্তর: আমের মুকুল থেকে আম হয় না। — অশুদ্ধ
৫। আম, বরই, নারকেলের বীজ ফলের ভেতরে থাকে।
উত্তর: আম, বরই, নারকেলের বীজ ফলের ভেতরে থাকে। — শুদ্ধ
৬। সাইকাস, পাইনাস নগ্নবীজী উদ্ভিদ।
উত্তর: সাইকাস, পাইনাস নগ্নবীজী উদ্ভিদ। — শুদ্ধ
৭। শিম, ছোলা ও মটর বীজে দুটি বীজপত্র থাকে।
উত্তর: শিম, ছোলা ও মটর বীজে দুটি বীজপত্র থাকে। — শুদ্ধ
৮। ধান, গম, ভুট্টা বীজের বীজপত্র একটি।
উত্তর: ধান, গম, ভুট্টা বীজের বীজপত্র একটি। — শুদ্ধ
৯. ধানবীজে দুটি বীজপত্র থাকে।
উত্তর: ধানবীজে দুটি বীজপত্র থাকে। —অশুদ্ধ
১০. গম একবীজপত্রী উদ্ভিদ।
উত্তর: গম একবীজপত্রী উদ্ভিদ। —শুদ্ধ
১১. ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ।
উত্তর: ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ। —অশুদ্ধ
১২. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ।
উত্তর: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ। —অশুদ্ধ
১৩. ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে।
উত্তর: ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে। —শুদ্ধ
১৪. উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার।
উত্তর: উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার। —অশুদ্ধ
১৫. বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে।
উত্তর: বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে। —শুদ্ধ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...