Sunday, November 11, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা মডেল প্রশ্ন

মডেল প্রশ্ন
পূর্ণমান - ১০০        সময় : ২ ঘণ্টা
১। বহু নির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)       ১ ´ ১০ = ১০
১. নিচের কোনটি বিস্ময়বোধক চিহ্ন
ক) ।     খ) ? গ) !ঘ) :
২। বাংলাদেশকে বলতে পারি —
ক) প্রকৃতির অবিরল লীলাভূমি খ) প্রকৃতির রূপসী কন্যা গ) রূপসী বন্যার দেশ ঘ) রূপসী কন্যার দেশ।
৩। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
ক) ১৯১০                         খ) ১৯১২
গ) ১৯১৩                         ঘ) ১৯১৪
৪। ‘বেঢপ’ শব্দের অর্থ কি?
ক) বেমানান বা বিশ্রী            
খ) সুশ্রী ও বেমানান  
গ) বেঁটে ও লম্বা ঘ) সুশ্রী ও বিশ্রী
৫।         বুড়ি বলার পর দুখু পুকুরে কতটি ডুব দিয়েছিল?
ক) ২          খ) ৩       গ) ৪  ঘ) ৫
৬। ১৯৭১ সালের ‘২৫ মার্চকে’ আমরা নিচের কোনটি বলতে পারি?
ক) সাদা রাত          খ) কালো রাত গ) কালরাত ঘ) যুদ্ধের রাত
৭। মতান্তরে শহীদ তিতুমীরের জন্মস্থান কোন গ্রামে?
ক) চাঁদপুর             খ) বেতালপাড়া
গ) হিংগারপাড়া       ঘ) হায়দারপুর
৮। ১০.৬৭ মিটার বলতে ‘মহাস্থানগড়ে একদিন’ গল্পে কত ফুটকে বোঝানো হয়েছে—
ক) ৩৫ খ) ৩৬     গ) ৩৭  ঘ) ৩৯
৯। ‘শিয়াল পণ্ডিতের পাঠশালা’ গ্রন্থটির লেখক কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) জসীম উদ্দীন
গ) বিপন্ন বাউলা ঘ) বন্দে আলী মিয়া
১০। মওলানা ভাসানী ‘লংমার্চ’ কত সালে পরিচালনা করেন?
ক) ১৯৭৬             খ) ১৯৭৭
গ) ১৯৮১             ঘ) ১৯৮২
২।         কবিতা ও কবির নামসহ ‘আষাঢ়’ অথবা ‘শিক্ষা গুরুর মর্যাদা’ কবিতার প্রথম আট লাইন লেখ। ১+১+৮
৩। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখ (যে কোনো একটি)     ৫
ক) ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের মরুকরণ শুরু হয়।
খ) দেশের জন্য/ সবকিছু দিয়ে/ বাঁচার রাত্রিদিন
৪।         নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও          ৪´৩ = ১২
ক) আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?
খ) ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’— কথাটির অর্থ বুঝিয়ে লেখ।
গ) জসীম কে? কারা, কীভাবে তাকে হত্যা করেছিলো?
ঘ) ‘আমরা তাদের ভুলব না’— কাদের ভুলব না, কেন ভুলব না?
ঙ) জেনে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো?
৫।নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যে কোনো পাঁচটি)                        ১´৫=৫
মোহর, নমি, মুক্তিকামী, অস্তাচল, প্লাইউড, জীবনাচরণ
৬।        প্রদত্ত অনুচ্ছেটিতে বিরাম চিহ্ন বসাও:                     ৫
জেলের কথা শুনে দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল কী আমি মিথ্যা কথা বলছি এই জালার মধ্যে আমি থাকতে পারি না বেশ  মরার আগে জেনে যাও দৈত্য মিথ্যা কথা বলে না
৭।         প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরি করো:
২৫শে মার্চ মাঝরাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ দেশের বুদ্ধিজীবীদের, নিরীহ মানুষদের। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর সহযোগিতায় এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে।
৮।        নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো:
(যে কোনো ৫টি)       ১´৫=৫
ঞ্জ,         গ্ন,          ণ্ড, স্ফ, ষ্ঠ,ত্ত্ব,         ম্ম
৯। বিপরীত শব্দ লেখো: (যে কোনো ৫টি)                             ১´৫=৫
পূর্ব, আকর্ষণ, যশ,বিষাদ,         মুগ্ধ,বিক্রি
১০। এক কথায় প্রকাশ করো: (যে কোনো ৫টি)                                   ১´৫=৫
ভাবা যায় না এমন, প্রহরা দেয় যে, আকাশে চরে যে, অনেকের মধ্যে একজন, ছোট নদী, দেশকে ভালোবাসেন যিনি।
১১।        প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিতরূপ লেখ :
(যে কোনো ৫টি)                   ১´৫=৫
ক) আফ্রিকার গহীন জঙ্গলে এরা বসবাস করিয়া থাকে।
খ) ভাবিয়া পাই না।
গ) বিড়ালটি দাঁড়াইয়া গোঁফ নাড়াচাড়া করছে।
ঘ) বঙ্গবন্ধু বলিয়াছেন—‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।
ঙ) যেনো প্রকৃতির হাতে সাজানো হইয়াছে আমাদের দেশ।
চ) কষ্ট না করলে সফল হইবে না।
১২।        সংক্ষেপে উত্তর লেখো:
(যে কোনো ৪টি)                   ২´৪=৮
ক) নদী, খাল, বিল ও সাগরে পাওয়া যায় এমন চারটি মাছের নাম লেখো।
খ) বীর ডুবুরি কী করে?
গ) তিনটি ভেষজ উদ্ভিদের নাম লেখ।
ঘ) ‘ভাসানচরের মওলানা’ কার নাম, কারা দেয় নামটি?
ঙ) এ দেশ নিয়ে আমরা গর্ব করি কেন?
চ) ঘূর্ণিঝড়ে পশুপাখির কী অবস্থা হয়?
১৩।       ‘সংকল্প’ অথবা ‘কে’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ।৮
১৪।        ১৫০ শব্দের মধ্যে নিচের যে কোনো ১টি বিষয়ের উপর রচনা লেখ:  ১২
বিদায় হজ, তোমার প্রিয় শিক্ষক, মানুষের বন্ধু গাছপালা, শহীদ তিতুমীর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...