Thursday, November 1, 2012

Bangla 2nd paper for JSC Exam

১। জর্জ আব্রাহাম গ্রিয়ার্সনের মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. সংস্কৃত খ. মাগধী প্রাকৃত
গ. শৌরসেনী প্রাকৃত ঘ. অপভ্রংশ
২। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?
ক. ব্যাকরণ কৌমুদী খ. ব্যাকরণ মনীষা
গ. অষ্টাধ্যায়ী ঘ. সংস্কৃত ব্যাকরণ
৩। 'হাতেমের শির সন্ধানে আমি যাত্রা করিয়াছি'_ উক্তিটি কার?
ক. কাসেমের খ. খালিদের
গ. নরপতির ঘ. ঘাতকের
৪। কাকে 'প্রিয় দর্শন সুপুরুষ' বলা হয়েছে?
ক. নরপতিকে খ. বাদশাহকে
গ. হাতেমকে ঘ. রণবীরকে
৫। ভদ্রতার প্রথম সোপান কোনটি?
ক. বিনয় খ. সভ্যতা
গ. শিক্ষা ঘ. সংস্কৃতি
৬। জলযোগ শেষ করে রাজা কোথায় যেত?
ক. ছাদে খ. আলিয়ায়
গ. চরাটে ঘ. আকাশে
৭। পিঠে মোম দিয়ে পালকের ডানা লাগিয়ে আকাশে উড়েছিলেন কে?
ক. আলেকজান্ডার খ. জিউস
গ. হিলিয়াস ঘ. ইকারাস
৮. আবুল মনসুর আহমদ রচিত বিখ্যাত ব্যঙ্গাত্মক গল্প গ্রন্থ হলো_
র. আয়না রর. আসমানী পর্দা
ররর. ফুড কনফারেন্স
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. র এবং ররর
৯. শিশু-কিশোরদের জন্য আনিসুজ্জামানের লেখা গ্রন্থ_
র. কত কাল ধরে
রর. কত নদী সরোবর
ররর. রঙের মেলা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১০। দ্বিজেন শর্মা জলজ শৈবাল ক্যারোফাইটা নিয়ে কত বছর কাজ করেছেন?
ক. চার-পাঁচ বছর খ. পাঁচ-ছয় বছর
গ. ছয়-সাত বছর ঘ. সাত-আট বছর
১১। ড. হুইটনির ল্যাবরেটরিতে ভুল করে দু'বার ফিলামেন্ট পোড়ানো হলে_
র. আলো হলো আরও উজ্জ্বল
রর. ফিলামেন্ট স্থায়ী হলো
ররর. কার্বণ বিদায় নিল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর খ. র এবং রর
১২। লাইব্রেরি ঘরের দেয়ালে কয়টি তৈলচিত্র টাঙ্গানো ছিল?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১৩। 'ওরে আমার বাড়ি আজ ডাকাত পড়েছে রে।'_ দু কড়ি দত্ত লাফিয়ে এ কথা বলার সঙ্গে সঙ্গে কোন ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে পলায়ন করেছে?
ক. প্রথম ব্যক্তি খ. দ্বিতীয় ব্যক্তি
গ. তৃতীয় ব্যক্তি ঘ. চতুর্থ ব্যক্তি
১৪। 'কিন্তু সমস্যা হল, ও কথা বলতে পারে না।'_ কে?
ক. মায়া খ. পারমিতা
গ. মেরি ঘ. শিবু
১৫। কোন লোকশিল্পটি আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
ক. কাপড়ের তৈরি পুতুল
খ. মাটির টেপা পুতুল
গ. জামদানি শাড়ি
ঘ. সিলেটের শীতল পাটি
১৬। 'হ্যাঁ, তুমি তো আবার একটু খেতে ভালোবাস।'_ কে একথা বলেছিল?
ক. রুমী খ. জামী গ. ইমন ঘ. বদি
১৭। 'অজম করতে দিমু না, যা থাকে কপালে।'_ উক্তিটি কার?
ক. ওয়াজেদ আলীর খ. শওকতের
গ. ওসমানের ঘ. তোতার
১৮। আয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
ক. ইয়াহিয়া খান
খ. জুলফিকার আলী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মওলানা ভাসানী
১৯। 'হ্যালির ধূমকেতু' কত বছর পরপর দেখা যায়?
ক. পঁচিশ খ. পঁয়ত্রিশ
গ. পঁচাশি ঘ. পঁচাত্তর
২০। মে'জ ব্লসম ফুল গাছগুলো আমাদের দেশের কোন গাছের মতো?
ক. জবা খ. মেহেদী
গ. শিমুল ঘ. রজনীগন্ধা

উত্তর: ১। খ ২। গ ৩। ঘ ৪। গ ৫। ক ৬। গ ৭। ঘ ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। ঘ ১২। গ ১৩। গ ১৪। খ ১৫। ক ১৬। খ ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। খ 


 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...