Thursday, November 1, 2012

Bangla 1st Paper for JSC Exam

১। 'দুই বিঘা জমি' কবিতাটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. সুফিয়া কামাল
২। 'সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি'_ কী?
ক. সোনার খনি খ. সোনায় মোড়া
গ. সোনার বাড়া ঘ. সোনার মাতা
৩। 'হাটে মাঠে বাটে এই মতো কাটে'_ কত বছর কাটে?
ক. বছর নয়-দশ
খ. বছর দশ-এগার
গ. বছর এগার-বার
ঘ. বছর পনের-ষোল
৪। 'প্রাচীরের কাছে এখনও যে আছে'_ কী আছে?'
ক. সেই কাঁঠাল গাছ খ. সেই জাম গাছ
গ. সেই আম গাছ ঘ. সেই তাল
৫। সহসা বাতাস বয়ে গেলে উপেনের কোলের কাছে কয়টি ফল পড়ল?
ক. দুটি খ. একটি
গ. তিনটি ঘ. চারটি
৬। 'প্রহর' বলতে কী বোঝানো হয়?
ক. আধাঘণ্টা কাল খ. একঘণ্টা কাল
গ. দুইঘণ্টা কাল ঘ. তিন ঘণ্টা কাল
৭। বাবু যত বলে পরিষদ দলে_ কত গুণ বলে?
ক. দু'গুণ খ. তিন গুণ
গ. শত গুণ ঘ. হাজার গুণ
৮। মোসাহেবদের সঙ্গে বাবু কী করছিলেন?
ক. মাছ ধরছিলেন
খ. পাখি শিকার করছিলেন?
গ. গল্প-গুজব করছিলেন
ঘ. দাবা খেলছিলেন
৯। 'আমি তো নীরবে দিয়েছি আমার সব' কে দিয়েছে?
ক. পথিক খ. জমিদার
গ. পিয়াদা ঘ. উপেন
১০। 'সমীর' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ললাট খ. রজনী
গ. বাতাস ঘ. সম্মান
১১। 'দুই বিঘা জমি' কী ধরনের কবিতা?
ক. বিষাদ কবিতা খ. কাহিনী কবিতা
গ. পদ্য কবিতা ঘ. শোষণ কবিতা
১২। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. সোনার তরী খ. সোনার বাংলা
গ. গীতাঞ্জলি ঘ. বলাকা
১৩। 'দুই বিঘা জমি' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. কথাকলি খ. মানসী
গ. সোনার তরী ঘ. কথা ও কাহিনী
১৪। 'সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম'_ উক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে_
র. স্মৃতিকাতরতা
রর. ঐতিহাসিকতা
ররর. স্বাভাবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৫। 'মারিয়া করিব খুন।'_ এ কথা কে বলেছে?
ক. উপেন খ. জমিদার
গ. মালী ঘ. পারিষদ
১৬। নিচের কোন পঙ্ক্তিটিতে উপেনের আক্ষেপ প্রকাশিত হয়েছে?
ক. মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
খ. একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা।
গ. স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।
ঘ. তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬.ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ঘ। 


১. 'মানবধর্ম' কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন
ঘ. লালন শাহ্
২. লালন শাহ কী ধরনের কবি?
ক. মানবতাবাদী মরমি কবি
খ. স্বদেশ প্রেমিক কবি
গ. প্রকৃতি প্রেমিক কবি
ঘ. বিদ্রোহী কবি
৩. লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য-
র. অধ্যাত্ম ভাব
রর. মরমি রস ব্যঞ্জনা
ররর. প্রকৃতি চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. ররর
৪. লালন শাহ্ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কুষ্টিয়ায় খ. কুমিল্লায়
গ. যশোরে ঘ. বরিশালে
৫. লালন শাহ্ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ খ. ১৭৯০
গ. ১৮৭২ ঘ. ১৮৯০
৬. লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
ক. কবি লালন খ. ফকির লালন
গ. গায়ক লালন ঘ. মরমি লালন
৭. 'গর্তে গেলে কূপজল কয়_ 'কূপজল' অর্থ কী?
ক. শীতল জল খ. খালের জল
গ. কুয়োর পানি ঘ. দুর্গদ্ধযুক্ত পানি
৮. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত বলে তুমি মনে কর?
ক. সামাজিক পরিচয়
খ. ধর্মীয় পরিচয়
গ. মানুষ পরিচয়
ঘ. পেশার পরিচয়
৯. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর_
র. কূপের জল
রর. জাতের বড়াই
ররর. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১০. 'কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা।'_ এ কবিতাংশটির মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালনের_
র. ধর্মের প্রতি অবিশ্বাস
রর. অসাম্প্রদায়িক চেতনা
ররর. মানবতা বোধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. ররর
১১. 'সব লোকে কয় লালন কী জাত সংসারে'_ এ গানটিতে লালন শাহ্ মানুষের কোন পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন?
ক. সামাজিক পরিচয় খ. জাত পরিচয়
গ. ঐতিহ্য পরিচয় ঘ. স্বদেশ পরিচয়
১২. লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করে লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন?
ক. শাহবাজ সাঁই খ. করিম সাঁই
গ. সিরাজ সাঁই ঘ. বলকন সাঁই

উত্তর : ১. ঘ ২. ক ৩.গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ

হপাছেলোকে কিছু বলে
১। 'সংশয়' শব্দের অর্থ_
র. দৃঢ় ইচ্ছা রর. সন্দেহ ররর. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. রর এবং ররর
২। 'ম্রিয়মাণ' শব্দের সমার্থক শব্দ হলো_
র. সংশয় রর. নিবারণ ররর. কাতর
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. রর এবং ররর
৩। কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. পাবনা খ. বরিশাল
গ. বগুড়া ঘ. যশোর 

৪। কামিনী রায় কোন কলেজ থেকে বিএ অনার্স পাস করেন?
ক. কলকাতা খ. ঢাকা
গ. বেথুন ঘ. হিন্দু
৫। কামিনী রায় কোন বিষয়ে অনার্সসহ বিএ পাস করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. ফার্সি ঘ. সংস্কৃত
৬। কামিনী রায় রচিত ছোটদের জন্য কবিতা সংগ্রহের নাম কী?
ক. কথাকলি খ. সন্দেশ
গ. গুঞ্জন ঘ. পাতাবাহার
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কামিনী রায়কে কোন স্বর্ণ পদকে ভূষিত করে?
ক. জগজ্জননী খ. জগদ্ধাত্রী
গ. জগত্তারিণী ঘ. জগৎবাসিনী
৮। কামিনী রায়ের জন্ম কোন গ্রামে?
ক. বাসমতি খ. বাসণ্ডা
গ. বাসুকি ঘ. বাসন্তী
৯। কোন কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় কী হয়?
ক. ম্রিয়মাণ খ. মোহগ্রস্ত
গ. দ্বিধাগ্রস্ত ঘ. ব্যতিব্যস্ত
১০। 'মিশে যায় হৃদয়ের তলে'_ কী মিশে যায়?
ক. নয়নের জল ঘ. শুভ্রচিন্তা
গ. দুরন্ত আশা ঘ. লুপ্ত বাসনা
১১। মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকল্প খ. সংকোচ
গ. সংশয় ঘ. সংঘাত
১২। আর্তপীড়িতের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক. সহযোগিতার ভয়ে
খ. ছোট হওয়ার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. মনুষ্যত্ব হারানোর ভয়ে
১৩। পরোপকারিতা সদিচ্ছা থাকা সত্ত্বেও ভীতির কবলে কী মরে?
ক. শক্তি খ. ভক্তি
গ. মুক্তি ঘ. যুক্তি
১৪। অনেক সময় কী আর্তপীড়িতের ব্যথা প্রশমন করতে পারে?
ক. একটি টাকা
খ. একটি হাতের ছোঁয়া
গ. একটি স্নেহের কথা
ঘ. একটি বেদনা নাশক ওষুধ
১৫। মহৎ উদ্দেশ্যে যখন সবাই একসঙ্গে মিলে, তখন সংশয়ের কারণে কবি কী করেন?
ক. মিলে যান সেই দলে
খ. মিলতে চান সেই দলে
গ. মিলতে পারেন না সেই দলে
ঘ. লুকিয়ে যান গৃহকোণে
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
মাহবুব সাহেব নিজ গ্রামের অসহায় নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি সেলাই শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা ভাবলেন। এ উদ্দেশ্যে তিনি নিজ অর্থ ব্যয়ে এলাকায় 'মহিলা সেলাই শিক্ষা কেন্দ্র' স্থাপন করলেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন তার বিরুদ্ধে নানা কুৎসা রটনা ও সমালোচনা শুরু করে। মাহবুব সাহেব কিন্তু তার সংকল্পে অটল থাকলেন।
১৬। উদ্দীপকের মাহবুব সাহেবের কাজে বন্ধু-বান্ধবরা কী করেছিল?
ক. সহযোগিতা খ. রসিকতা
গ. সমালোচনা ঘ. নির্লিপ্ততা
১৭। মাহবুব সাহেবের কর্ম প্রচেষ্টায় কী ছিল?
ক. ভীরুতা খ. সংশয়হীনতা
গ. হতাশা ঘ. সিদ্ধান্তহীনতা

১৮। মাহবুব সাহেবের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পেছনে কার্যকর ভূমিকা পালন করেছে তার_
র. সাহসহীনতা
রর. দৃঢ় সংকল্প
ররর. আর্থিক সচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. র এবং ররর

উত্তর :১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ।

হ'নারী'
১. 'নারী' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি কী হবে?
ক) আকৃষ্ট খ) সচেতন
গ) শ্রদ্ধাশীল ঘ) দায়িত্ববান
২. 'নারী' কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) জিঞ্জির খ) সাম্যবাদী
গ) অগি্নবীণা ঘ) বিষের বাঁশি
৩. কাজী নজরুল ইসলামের মতে, পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে যার অবদান রয়েছে_
র. শিশুর রর. নারীর ররর. পুরুষের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) রর এবং ররর
৪. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে?
ক) সাপ্তাহিক সওগাত
খ) সাপ্তাহিক বিদ্যুৎ
গ. সাপ্তাহিক বিজলী
ঘ) সাপ্তাহিক ধূমকেতু
৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হলে তার সাহিত্য সাধনায় ছেদ পড়ে?
ক) চলি্লশ খ) একচলি্লশ
গ) বিয়ালি্লশ ঘ) তেতালি্লশ
৬. কাজী নজরুল ইসলামের রচনাবলি কোন চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত?
ক) সাম্প্রদায়িক খ) অসাম্প্রদায়িক
গ) বিদ্রোহী ঘ) সাম্যবাদী
৭. প্রথম মহাযুদ্ধ শেষে কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন?
ক) কলকাতায় খ) ঢাকায়
গ) কুমিল্লায় ঘ) ময়মনসিংহে
৮. 'বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?'_ এখানে কী লিখে রাখার কথা বলা হয়েছে?
ক) দাসীর সেবা খ) বোনের সেবা
গ) বধূর সিঁদুর ঘ) মায়ের স্বপ্ন
৯. 'পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই'_ এই চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্য_
র. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
রর. যেমন কর্ম তেমন ফল
ররর. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
নিচের কোনটি সঠিক?
ক) র এবং রর খ) রর এবং ররর গ) র এবং ররর ঘ) র, রর এবং ররর
১০. ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে কী প্রদান করা হয়?
ক) বাংলাদেশের নাগরিকত্ব
খ) বাংলাদেশের খেতাব
গ) বাংলাদেশের একুশে পদক
ঘ) বিদ্রোহী কবির পদক
১১. 'পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই'_ কাজী নজরুল ইসলামের মতে এটি কী?
ক) যুগের চাহিদা খ) যুগের ধর্ম
গ) যুগের দাবি ঘ) যুগের কথা

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...