Wednesday, August 15, 2012

পরিবেশ পরিচিতি সমাজসঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ For PEC Exam

 অধ্যায়-১২
১৮. এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন।
উত্তর: এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।
১৯. মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়।
উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।
২০. সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —।
উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
২১. হোসেনশাহি যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
উত্তর: হোসেনশাহি যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
২২. প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —।
উত্তর: প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।
২৩. শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার — আমলেই শুরু হয়।
উত্তর: শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।
অধ্যায়-১৩
১. ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন —।
উত্তর: ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।
২. ইংরেজ বণিকদের — সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
৩. ১৭৬৪ সালে — যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।
উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।
৪. ১৭৫৭ সাল থেকে — সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানি শাসন চলে।
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানি শাসন চলে।
৫. কোম্পানির প্রথম শাসনকর্তা হন —।
উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লড ক্লাইভ।
৬. লর্ড কর্নওয়ালিস—বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।
উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
৭. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এ দেশে—বিলোপ করেন।
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন।
৮. —উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।
উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।
৯. সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘—’ পাস হয়।
উত্তর: সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়।
১০. ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো—।
উত্তর: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো ভাইসরয়।
১১. আন্দোলনের চাপে অবশেষে — সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।
উত্তর: আন্দোলনের চাপে অবশেষে ১৯৪৭ সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।
১২. দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ — পেয়েছিলেন।
উত্তর: দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ ধনসম্পত্তি পেয়েছিলেন।
১৩. ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেযে বড় প্রতিবাদ ওঠে — সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।
উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেযে বড় প্রতিবাদ ওঠে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।
১৪. সিপাহি বিপ্লবকে — প্রথম সংগ্রামও বলা হয়।
উত্তর: সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।
১৫. ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল, যেখানে এখন — অবস্থিত।
উত্তর: ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল, যেখানে এখন বাহাদুর শাহ পার্ক অবস্থিত।
১৬. ১৮৫৯-৬০ সালে বাংলায় — বিদ্রোহ হয়।
উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়।
১৭. সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়—।
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়া অ্যাসোসিয়েশন।
১৮. ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় —’ প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।
১৯. ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘—’-এর জন্ম হয়।
উত্তর: ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘মুসলিম লীগ’-এর জন্ম হয়।
২০. মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস — আন্দোলন শুরু করে।
উত্তর: মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে।
২১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী — পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।
২২. ১৯৪০ সালে মুসলিম লীগের — অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।
উত্তর: ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।
২৩. ইংরেজরা প্রায় — উপমহাদেশ শাসন করে।
উত্তর: ইংরেজরা প্রায় দু শ বছর উপমহাদেশ শাসন করে।
২৪. শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে — করে বেশি।
উত্তর: শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে শোষণই করে বেশি।

অধ্যায়-১৫
১। ১৯৭১ সালে — মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
উত্তর: ১৯৭১ সালে নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
২। পাকিস্তানে — সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।
উত্তর: পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।
৩। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম — সংগ্রাম।’
উত্তর: ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’
৪। পাকিস্তানি সেনারা — মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
৫। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে — বলা হয়।
উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে কালরাত বলা হয়।
৬। ২৬ মার্চ আমাদের — দিবস।
উত্তর: ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
৭। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর — সেনাপতি পদে নিযুক্ত করা হয়।
উত্তর: জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি পদে নিযুক্ত করা হয়।
৮। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে — ভাগে ভাগ করা হয়।
উত্তর: মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি ভাগে ভাগ করা হয়।
৯। একাত্তরের মুক্তিযুদ্ধে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া — গ্রাম।
উত্তর: একাত্তরের মুক্তিযুদ্ধে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া কামালপুর গ্রাম।
১০। একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের — নম্বর সেক্টর।
উত্তর: একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর।
১১। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় — মাসের মধ্যে।
উত্তর: মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে।
১২। ১৪ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।
উত্তর: ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।
১৩। প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় — দিবস উদ্যাপন করি।
উত্তর: প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করি।
১৪। স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে — লাখ মানুষ শহীদ হয়েছেন।
উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন।
১৫। দুই লাখ মা-বোন হয়েছেন —।
উত্তর: দুই লাখ মা-বোন হয়েছেন নির্যাতিতা।
অধ্যায়-১৬
১। আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে — বন্ধনে আবদ্ধ হব।
উত্তর: আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হব।
২। সকল জাতির মানুষকে—করব।
উত্তর: সকল জাতির মানুষকে শ্রদ্ধা করব।
৩। গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান—।
উত্তর: গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান উপজাতি।
৪। সিলেটের চা-বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক — বাস করে।
উত্তর: সিলেটের চা-বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক গারো বাস করে।
৫। পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয়—।
উত্তর: পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।
৬। গারোদের গায়ের রং—। উত্তর: গারোদের গায়ের রং ফর্সা।
৭। গারোদের সমাজ—। উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।
৮। গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা—।
উত্তর: গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা আকৃতির।
৯। গারোরা সাধারণত—করে জীবিকা নির্বাহ করে।
উত্তর: গারোরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
১০। গারোদের ধর্মের নাম—। উত্তর: গারোদের ধর্মের নাম সংসারেক।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...