Monday, August 13, 2012

বাংলা-২য় পত্র for JSC Exam



১. 'সারাংশ লিখন' শিৰার উদ্দেশ্য কী?
ক) বক্তব্য সংৰেপণ খ) বক্তব্য বিশেস্নষণ
গ) বক্তব্য সংযোজন ঘ) বক্তব্য সংমিশ্রণ
২. 'ন্যায়' শব্দের বিশেষণ কী?
ক) ন্যায়িক খ) ন্যায্য
গ) ন্যায়সঙ্গত ঘ) ন্যায়কৃত
৩. প্রবন্ধে কী থাকবে?
ক) বাগাড়ম্বর খ) যুক্তিহীন বক্তব্য
গ) ভূমিকা ও উপসংহার ঘ) শুধু ভূমিকা
৪. এক কথায় কী হবে_ যে উপকারীর উপকার স্বীকার করে না।
ক) কৃতঘ্ন খ) কৃতজ্ঞ
গ) অকৃতজ্ঞ ঘ) অকৃতার্থ
৫. 'উপবাস' শব্দটিতে 'উপ' উপসর্গটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সদৃশ অর্থে খ) ৰুদ্র অর্থে
গ) বিশেষ অর্থে ঘ) সমীপে অর্থে
৬. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
ক) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড খ) উইলিয়াম কেরী
গ) রাজা রামমোহন রায় ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৭. প্রবন্ধ রচনার সময় কয়টি বিষয় সম্পর্কে অবহিত থাকতে হয়?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৮. 'বাঁ' হাতের কাজ'_ বাগধারাটির অর্থ কী?
ক) অপকর্ম করা খ) ঘুষ খাওয়া
গ) মোলাকাত করা ঘ) কঠিন কাজ করা
৯. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণটি কেমন হয়?
ক) স্ত্রীবাচক হয় খ) পুরম্নষবাচক হয়
গ) নিত্য পুরম্নষবাচক হয় ঘ) নিত্য স্ত্রীবাচক হয়
১০. সংলাপ লিখনে ভাষা কেমন হওয়া বাঞ্ছনীয়?
ক) প্রাঞ্জল ও সুললিত খ) সহজ সরল নিজের ভাষা
গ) সুনির্দিষ্ট ব্যাকরণের ভাষা ঘ) কোন ধরাবাঁধা নিয়ম নেই
১১. 'লবণ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোন্টি?
ক) লব + অন খ) লে + অন
গ) লো + অন ঘ) লৌ + অন
১২. 'অংশ'-এর সমোচ্চারিত কোন শব্দের অর্থ কাঁধ?
ক) অংষ খ) অংশু
গ) অংস ঘ) অঙ্গসু
১৩. অমধরহংঃ ধ ৎধরহু ফধু_এর যথার্থ বঙ্গানুবাদ কোন্টি?
ক) প্রতীৰিত সময়ের জন্য খ) সঠিক সময়ের জন্য
গ) বর্ষাকালের জন্য ঘ) দুর্দিনের জন্য
১৪. প্রাপকের নাম ও ঠিকানা কোথায় লিখতে হয়?
ক) চিঠির ডান দিকে খ) খামের বাম দিকে
গ) খামের ডান দিকে ঘ) চিঠির বাম দিকে
১৫. প্রবন্ধ শব্দের ব্যবহারিক অর্থ কী?
ক) কোন বিষয় সম্পর্কে গদ্য রচনা
খ) কোন বিষয় নিয়ে চিনত্মা করা
গ) কোন বিষয়ের অবতারণা করা
ঘ) কোন বিষয় নিয়ে যুক্তিতর্ক ও চিনত্মার মাধ্যমে নাতিদীর্ঘ গদ্য রচনা
১৬. চলিত ভাষা রীতির ৰেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক) পরিবর্তনশীল খ) গুরম্নমম্ভীর
গ) কৃত্রিম ঘ) তৎসম শব্দবহুল
১৭. বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোন্টি?
ক) কাঠামো অপরিবর্তনীয় খ) পদবিন্যাস সুনির্দিষ্ট
গ) আভিজাত্যপূর্ণ ঘ) কৃত্রিমতাবর্জিত
১৮. গস্নাস>গেলাস, দর্শন>দরিশন_ এগুলো কিসের উদাহরণ?
ক) অপিনিহিতি খ) আদি স্বরাগম
গ) মধ্য স্বরাগম ঘ) অনত্ম্য স্বরাগম
১৯. কোন্টি 'নিপাতনে সিদ্ধ' সন্ধির উদাহরণ?
ক) সম্রাট খ) ষড়যন্ত্র
গ) আশ্চর্য ঘ) তত্ত্ব
২০. 'পুসত্মিকা' শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়?
ক) ৰুদ্রার্থে খ) বৃহদার্থে
গ) লিঙ্গ অর্থে ঘ) বিশেষ অর্থে
২১. 'হাসাহাসি' কোন সমাসের উদাহারণ?
ক) কর্মধারয় খ) বহুুব্রীহি
গ) অলুক দ্বন্দ্ব ঘ) তৎপুরম্নষ
২২. বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ আছে?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
২৩. 'নিদাঘ্' শব্দটির 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিষেধ খ) নিশ্চয়
গ) অভাবে ঘ) আতিশয্য
২৪. 'পাউরম্নটি' শব্দটি কোন্ ভাষায়?
ক) পতর্ুগিজ খ) ফরাসি
গ) গুজরাটি ঘ) পাঞ্জাবি
২৫. 'পঙ্কজ' শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়। তাই শব্দটি_
ক) যোগরূঢ় শব্দ খ) বিদেশি শব্দ
গ) প্রাতিপদিক শব্দ ঘ) বিভক্তিযুক্ত শব্দ
২৬. 'বুলুবিতে ধান খেয়েছে' কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তায় সপ্তমী খ) কর্মে সপ্তমী
গ) করণে সপ্তমী ঘ) কর্তায় দ্বিতীয়া
২৭. 'কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে'-এখানে 'কাঁচা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) কাল খ) অপরিপক্ব
গ) অপরিণত ঘ) অদগ্ধ
২৮. 'ব্যাঙের আধুলি' বাগ্ধারাটির অর্থ কী?
ক) অসম্ভব ঘটনা খ) অস্থায়ী বস্তু
গ) দুঃসাধ্য বস্তু ঘ) সামান্য সম্পদ
২৯. ইংরেজি রফরড়স, ঢ়যৎধংব ইত্যাদির বঙ্গানুবাদ কেমন হবে?
ক) আৰরিক অনুবাদ হবে
খ) বাংলার ব্যঞ্জনাময় শব্দের অনুবাদ হবে
গ) অনুবাদকের অভিরম্নচি অনুযায়ী হবে
ঘ) বাংলায় নিজস্ব প্রবাদ-প্রবচনে অনুবাদ হবে
৩০. ঘবৎড় ভরফষবং যিরষব জড়সব নঁৎহং. _এর সঠিক অনুবাদ কী?
ক) গুরম্ন মেরে জুতো দান
খ) কারও পৌষ মাস, কারও সর্বনাশ
গ) ঝোপ বুঝে কোপ মারা
ঘ) রোম জ্বলছে নীরম্ন বাঁশি বাজাচ্ছে
৩১. মূলের ভাব সম্প্রসারণে কিসের সাহায্য নিতে হয়?
ক) যুক্তি ও বিচারবুদ্ধির খ) আবেগের
গ) ভাষাজ্ঞানের ঘ) প্রেরণার
৩২. ভাব সম্প্রসারণে কোন্টি আশা করা যায়?
ক) বাহুল্য কথা খ) অত্যাবশ্যকীয় দৈর্ঘ্য
গ) অনাবশ্যকীয় স্বল্পতা ঘ) অযৌক্তিক উপমা
৩৩. ভাব সম্প্রসারণে বর্জনীয় কোন্ বিষয়টি?
ক) বাসত্মব ও প্রাসঙ্গিক বিষয়
খ) প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়
গ) অবাসত্মব ও অপ্রাসঙ্গিক বিষয়
ঘ) যুক্তিতর্কপূর্ণ বিষয়
৩৪. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কী?
ক) সরকারি পত্র খ) আবেদনপত্র
গ) ব্যক্তিগত পত্র ঘ) অভিযোগে পত্র
৩৫. সরকারি অনুমোদন সাপেৰে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?
ক) আবেদনপত্র খ) দলিলপত্র
গ) বিজ্ঞপ্তি পত্র ঘ) চুক্তিপত্র
৩৬. 'বিচ্ছেদ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কী?
ক) বিচ্ + ছেদ ঘ) বিচ্ছে + দ
গ) বি + ছেদ ঘ) বি + চ্ছেদ
৩৭. কোন্টি ঐকদেশিক অধিকরণ কারকের উদাহরণ?
ক) গাঁয়ে মানে না আপনি মোড়ল খ) তিলে তৈল আছে
গ) বনে বাঘ আছে ঘ) এ বাড়িতে কেউ নেই
৩৮. 'একটি প্রত্যৰ দুর্ঘটনা' কোন ধরনের রচনা?
ক) বর্ণনামূলক খ) ঘটনামূলক
গ) কাহিনীমূলক ঘ) চিনত্মামূলক
৩৯. 'সোনালী শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোন্টি?
ক) শুন্ + আলী খ) সোনা + আলী
গ) সোন্ + আলি ঘ) সুন্ + আলী
৪০. প্রবন্ধের ৰেত্রে গুরম্নত্বপূর্ণ নয় কোন্টি?
ক) আবেগের প্রাধান্য খ) চিন্তার প্রাধান্য
গ) তথ্যের প্রাধান্য ঘ) তত্ত্বের প্রাধান্য

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...