Monday, August 13, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-2012 নমুনা প্রশ্ন ইসলাম শিক্ষা


বহুনির্বাচনী প্রশ্ন

[সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান]

১। "মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী"_ এটি কোন সূরার অংশ-বিশেষ?
ক. সূরা নাহল খ. সূরা নূর
গ. সূরা মুনাফিকুর ঘ. সূরা কদর
২। 'আল্্-আসমাউল হুসনা' অর্থ কী?
ক. সুন্দরতম নামসমূহ খ. উচ্চতম পর্বতসমূহ
গ. কঠিনতম পাথরসমূহ ঘ. অন্যতম গুণসমূহ
৩। নিসাব পরিমাণ মাল থাকলে (একজন মুসলিম ব্যক্তিকে) যাকাত দিতে হয়। এ যাকাতের অনত্মভর্ুক্ত হবে_
অশস্নীলতার কুফল ব্যাখ্যা কর।
র. অলঙ্কার
রর. ব্যবসায়ী সামগ্রী
ররর. ঘরবাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র ও ররর
৪। রিসালাত অর্থ_
ক. সংবাদ বহন খ. সংবাদ প্রেরণ
গ. সংবাদ বাহক ঘ. সংবাদ গ্রহণ
৫। 'আশরাফুল মাখলুকাত' শব্দের অর্থ_
ক. সৃষ্টির সেরা মানুষ খ. সৃষ্টির সেরা ফুল
গ. সৃষ্টির সেরা সৃষ্টি ঘ. সৃষ্টির সেরা জীব
৬। দ্বিমুখীভাব পোষণকারীকে কী বলে?
ক. মুনাফিক খ. মুশরিক
গ. ফাসিক ঘ. কাফির
৭। "আমি অবশ্যই ৰমাশীল তার প্রতি, যে তওবা করে ঈমান আনে, সৎ কাজ করে ও সৎ পথে অবিচল থাকে"_ এটি কার বাণী?
ক. আলস্নাহ তাআলার খ. মহানবীর (স)
গ. ইমাম বুখারীর ঘ. ফেরেশতার
৮. প্রকৃত ঈমান হচ্ছে_
র.অনত্মরে বিশ্বাস করা
রর. মুখে স্বীকার করা
ররর. বিশ্বাস অনুযায়ী কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৯। সবচেয়ে বড় জিহাদ হলো_
ক. কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা
খ. শত্রম্নর সাথে জিহাদ করা
গ. কাফিরদের সঙ্গে জিহাদ করা
ঘ. অমুসলিমদের সাথে জিহাদ করা
১০। গুরম্নত্বের দিক দিয়ে ইসলামের কোন রম্নকনের পরে যাকাতের অবস্থান?
ক. সালাতের খ. সাওমের
গ. কালিমার ঘ. হাজ্জের
১১। যে ব্যক্তি সকালে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে_
র. আলস্নাহ তার জন্যে ৭০ হাজার পেরেশতা নিয়োগ করবেন
রর. সে মারা গেলে তার শহীদের মৃতু্য নসিব হবে
ররর.আলস্নাহ তার সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. র ও ররর ঘ. রর ও ররর
১২। "তোমরা সালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর"_ এটি কার বাণী?
ক. আলস্নাহ তাআলার খ. মহানবী (স)-এর
গ. ফেরেশতাগণের ঘ. আদম (আ)-এর
১৩। আলস্নাহর নিকট মুনাজাত করতে হয়, কারণ_
র.দুনিয়া-আখিরাতের ভালোমন্দ আলস্নাহর হাতে
রর.মুনাজাত একটি অংশ
ররর.এতে আলস্নাহর সন্তুষ্টি হাসিল ও গুনাহ মাফ হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৪। মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ধারা বইছে_ এ পানির ধারার নাম কী?
ক. রহমত কূপ খ. সুন্দর কূপ
গ. যমযম কূপ ঘ. উত্তম কূপ
১৫। হাজ্জের ফরয কয়টি?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
নিচের অনুচ্ছেদের আলোকে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
আরিফিন সাহেবের বাসায় হাবিবা কাজ করে। সামান্য ভুলের কারণে হাবিবাকে বাড়ির সকলে অপমানপূর্বক বকাঝকা করে। তাকে নিম্নমানের খাবার খেতে দেয় এবং কম মূল্যের কাপড় পরায়।
১৬। বিদায় হাজ্জের ভাষণে মহানবী (স)-এর শিৰা অনুযায়ী আরিফিন সাহেবের উচিত হাবিবাকে_
র.তারা যে খাবার খায় সে খাবার দেয়া
রর.তারা যে মানের পোশাক পরে সে মানের পোশাক পরানো
ররর.অমার্জনীয় অপরাধ করলে মারধর করবে।
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. রর ও ররর
১৭। হাবিবাকে অপমানপূর্বক বকাঝকা করা ইসলামে_
ক. যায়েজ খ. হারাম
গ. মাকরম্নহ ঘ. মুবাহ
১৮। 'আখ্্লাক' শব্দের অর্থ কী?
ক. আলস্নাহভীতি খ. সত্যবাদিতা
গ. চরিত্র বা স্বভাব ঘ. মিথ্যাচার
১৯। ইসলামী বিধানের দ্বিতীয় উৎস কোনটি?
ক. কুরআন খ. ইজমা
গ. হাদীস ঘ. কিয়াস
২০। ধৈর্য মানবজীবনের_
র.একটি মহৎ গুণ
রর. সফলতার চাবিকাঠি
ররর.সকল বিপদের মহৌষধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. ররর ঘ. রর ও ররর
২১। কুরআন মাজীদের সূরা সংখ্যা_
ক. ১১৩ খ. ১১৪
গ. ১১৫ ঘ. ১১৬
২২. সর্বপ্রথম কোন সূরা ওহী হিসেবে নাযিল হয়?
ক. সূরা ফাতিয়া খ. সূরা বাকারাহ
গ. সূরা আলাক ঘ. সূরা ক্বাফিরম্নন
২৩। কোন গ্রন্থ নাযিল হয়েছে সমগ্র বিশ্বের, সর্বকালের সকল মানুষের হিদায়াতের জন্যে?
ক. বুখারী শরীফ খ. ফিকহ শাস্ত্র
গ. কুরআন মাজীদ ঘ. দর্শন শাস্ত্র
২৪। নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই_ এই আয়াত দ্বারা বুঝানো হয়েছে_
র. ঔরসজাত ভ্রাতৃত্ব
রর. বিশ্বভ্রাতৃত্ব
ররর. ইসলামী ভ্রাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র, রর ও ররর
২৫। মাদানী সুরার অনত্মর্গত বিষয়সমূহ কোনগুলো?
ক. তাওহীদ, হালাল, হারাম
খ. কিয়ামত, হালাল, হারাম
গ. ইবাদাত, হাজ্জ, যাকাত
ঘ. সমরনীতি, রাষ্ট্রনীতি, রিসালাত
২৬. সুদ একটি_
ক. শোষণের হাতিয়ার খ. মুনাফা
গ. লাভের উপায় ঘ. বৈধ পন্থা
নিচের অনুচ্ছেদের আলোকে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
৮ম শ্রেণীর ছাত্র রাসেল প্রায়ই মিথ্যা বলে। কোনো জিনিস তার কাছে রাখলে ফেরত দিতে চায় না। সোহেল তার এই স্বভাব পছন্দ করে না।
২৭। রাসেলের স্বভাবে কোন চরিত্র ফুটে উঠেছে?
ক. মুনাফিকী খ. ফাসেকী
গ. বদী ঘ. জালেমী
২৮। সোহেল রাসেলকে কীভাবে সংশোধন করতে পারে?
র. রাসেলের সঙ্গ ত্যাগ করে
রর. নিফাকের কুফল বুঝিয়ে
ররর. সামাজিক অসম্মানের কথা বলে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. রর ও ররর
২৯। সকল নবী নিজ নিজ জাতিকে কীসের শিৰা দিয়েছেন?
ক. ন্যায়বিচারের খ. সুখ-শানত্মির
গ. উত্তম চরিত্রের ঘ. ব্যবসায়
৩০। মহানবী (স) মদীনার প্রত্যেক সম্প্রদায়ের লোকদের একত্রিত করে একটি সনদ সম্পাদন করেন পরস্পরের মধ্যে_
র. শানত্মি বজায় রাখার জন্যে
রর. সম্প্রীতি বজায় রাখার জন্যে
ররর. শৃঙ্খলা বজায় রাখার জন্যে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র, রর ও ররর
৩১। "মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারতস্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে।" _এটি কার বাণী?
ক. আলস্নাহর খ. মহানবী (স)-এর
গ. ফেরেশতার ঘ. আলিমদের
৩২। নারী-পুরম্নষের মধ্যে কোন বৈষম্য না করে নারীকে পুরম্নষের সমমর্যাদা দেয়া হয়েছে কোন ধর্মে?
ক. ইসলাম খ. ইয়াহুদী
গ. খ্রিস্ট ঘ. বৌদ্ধ
৩৩। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগানত্মকারী ঘটনা। এ যুদ্ধ ছিল_
র. সত্যের সাথে মিথ্যার লড়াই
রর. আধিপত্য বিসত্মারের লড়াই
ররর. হকের সাথে বাতিলের লড়াই
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. রর ও ররর
৩৪। বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন_
ক. হযরত মূসা (আ) খ. হযরত সুলায়মান (আ)
গ. হযরত ঈসা (আ) ঘ. মিসরের বাদশা ওলীদ
৩৫। কে 'কালীমুলস্নাহ'উপাধিতে ভ্থষিত হয়েছিলেন?
ক. হারম্নন (আ) খ. ইব্রাহীম (আ)
গ. শুআইব (আ) ঘ. মূসা (আ)
৩৬. মহানবী (স) বিদায় হাজ্জের ভাষণ দিয়েছিলেন_
ক. মুয্্দালিফায় খ. মিনায়
গ. আরাফাত ময়দানে ঘ. হেরার পাদদেশে
৩৭। আলস্নাহ কোনটিকে সুলাইমান (আ)-এর বশীভূত করে দিয়েছিলেন?
ক. পানি খ. খাদ্য
গ. মেঘবৃষ্টি ঘ. বাতাস
৩৮। হযরত আয়িশা (রা) কতটি হাদীস বর্ণনা করেছেন?
ক. ২,১২২টি খ. ২,৫৩০টি
গ. ২,২১০টি ঘ. ১,২১০টি
নিচের অনুচ্ছেদের আলোকে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
হাবিবা একজন চাকরিজীবী। মাসের শেষে বেতনের টাকা তার স্বামীর হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের কিংবা সংসারের কাজে স্বামীর হুকুম ছাড়া খরচ করতে পারেন না। অথচ আলস্নাহ বলেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরম্নষদের।
৩৯। আলস্নাহর বাণীর অর্থ হচ্ছে_
র. নারী-পুরম্নষ সমান মর্যাদার অধিকারী
রর. নারী-পুরম্নষ বিশেষ ৰেত্রে সমান মর্যাদার অধিকারী
ররর. পুরম্নষ নারীদের চেয়ে বেশি মর্যাদার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র, রর ও ররর
৪০। হাবিবার অর্থ ব্যয় সংক্রানত্ম বিষয়টি_
র. নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে
রর. নারীর অধিকার ৰুণ্ন হয়েছে
ররর. নারী-পুরম্নষ উভয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও ররর

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...