(নৈর্ব্যক্তিক অভীক্ষা)
সময়: ৫০ মিনিট পূর্ণমান: ৫০
(দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোত্কৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা টিক্ চিহ্ন কর। প্রতিটি প্রশ্নের মান-০১
১। ভাষা-ভাষীর জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?
(ক) চতুর্থ (খ) ষষ্ঠ
(গ) অষ্টম (ঘ) দশম
২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) কথ্যভাষা (খ) উপভাষা
(গ) সাধু ভাষা (ঘ) চলিত ভাষা
৩। ধ্বনির মূল উত্স কী?
(ক) নাক (খ) স্বরতন্ত্রী
(গ) ফুসফুস (ঘ) মুখবিবর
৪। ব্যাকরণকে ভাষার কি বলা হয়?
(ক) নিয়মের বই (খ) আইনের বই
(গ) সংবিধান (ঘ) স্বাভাবিক প্রকাশ
৫। ‘যার কোনো মূল্য নেই’- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
(ক) উড়নচণ্ডী (খ) তুলসী বনের বাঘ
(গ) তামার বিষ
(ঘ) আমড়া কাঠের ঢেঁকি
৬। ‘কারক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) কৃ+রক(খ) কার+অক্
(গ) কৃচ+ ণক(ঘ) কৃ+ ণক্
৭। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
(ক) বিশেষ্য ও বিশেষণ
(খ) সর্বনাম ও অব্যয়
(গ) সর্বনাম ও ক্রিয়া
(ঘ) ক্রিয়া ও বিশেষ্য
৮। ‘রাজপথ’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) রাজার পথ (খ) পথের রাজা
(গ) রাজপুত্রদের পথ
(ঘ) রাজাদের পথ
৯। নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ?
(ক) ই, উ (খ) ঐ, ঔ
(গ) ই, ঔ (ঘ) ও, এ
১০। ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি?
(ক) দিল্লীশ্বর (খ) রবীন্দ্র (গ) পরীক্ষা (ঘ) অতীত
১১। ‘Agenda’- এর পরিভাষা কী হবে?
(ক) একাডেমি (খ) কর্মপরিকল্পনা
(গ) আলোচ্যসূচি (ঘ) শব্দবিন্যাস
১২। ‘পবন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পৌ+অন (খ) পো+বন
(গ) পো+অন (ঘ) পব+অন
১৩। ‘ণ-ত্ব ও ষ-ত্ব’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে (খ) রূপতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) অর্থতত্ত্বে
১৪। ‘অগ্র-পশ্চাত্ না ভেবে কাজ করে যে’- এর এক কথায় প্রকাশ কি হবে?
(ক) কিংকর্তব্যমিমূঢ় (খ) দিগিবদিক জ্ঞানশূন্য
(গ) অজ্ঞাতসারে (ঘ) অবিমৃষ্যকারী
১৫। নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ?
(ক) বাঁশি (খ) পাঞ্জাবি
(গ) পঙ্কজ (ঘ) মধুর
১৬। কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?
(ক) তারুণ্য (খ) জনতা
(গ) শয়ন (ঘ) গীতাঞ্জলি
১৭। ধ্বন্যাত্নক অব্যয়ের আরেক নাম কী?
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) ঋণাত্নক অব্যয়
(গ) সংকেতমূলক অব্যয়
(ঘ) অনুকার অব্যয়
১৮। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায়
কোন সমাসে?
(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়
১৯। সাহেব শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবান (খ) সাহেবকুল
(গ) সাহেবমণ্ডলী (ঘ) সাহেবসমূহ
২০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
(ক) রাষ্ট্রপতি (খ) ধনবান
(গ) পৃথিবী (ঘ) শ্রীমান
২১। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহূত হয়েছে?
(ক) ঘোড়াকে চাবুক মার (খ) ডাক্তার ডাক
(গ) গাড়ি স্টেশন ছেড়েছে (ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে
২২। পুরুষ কয় প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
২৩। প্রধানত কয়ভাবে পদ পরিবর্তন করা যায়?
(ক) দুই(খ) তিন (গ) চার(ঘ) পাঁচ
২৪। লেন-দেন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কী?
(ক) ব্যবসা সংক্রান্ত পত্র
(খ) চুক্তিপত্র
(গ) বায়নাপত্র (ঘ) চুক্তিনামা
২৫। খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
(ক) ১৮টি (খ) ১৯টি
(গ) ২০টি (ঘ) ২১টি
২৬। অনুসর্গকে কী বলা হয়?
(ক) উপসর্গ (খ) সমাস
(গ) কর্মপ্রবচনীয় (ঘ) বিভক্তি
২৭। ‘ঈদৃশ’- এর বিপরীত শব্দ কোনটি?
(ক) সদৃশ (খ) এরকম
(গ) তাদৃশ (ঘ) সাদৃশ
উত্তর: ১। ক ২। খ ৩। গ ৪। গ ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। খ ৯। খ ১০। গ ১১। গ ১২। গ ১৩। ক ১৪। ঘ ১৫। ঘ ১৬। গ ১৭। ঘ ১৮। গ ১৯। ক ২০। ক ২১। ক ২২। খ ২৩। ক ২৪। ক ২৫। ঘ ২৬। গ ২৭। গ
সময়: ৫০ মিনিট পূর্ণমান: ৫০
(দ্রষ্টব্য: সরবরাহকৃত নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তরপত্রে ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোত্কৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা টিক্ চিহ্ন কর। প্রতিটি প্রশ্নের মান-০১
১। ভাষা-ভাষীর জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?
(ক) চতুর্থ (খ) ষষ্ঠ
(গ) অষ্টম (ঘ) দশম
২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
(ক) কথ্যভাষা (খ) উপভাষা
(গ) সাধু ভাষা (ঘ) চলিত ভাষা
৩। ধ্বনির মূল উত্স কী?
(ক) নাক (খ) স্বরতন্ত্রী
(গ) ফুসফুস (ঘ) মুখবিবর
৪। ব্যাকরণকে ভাষার কি বলা হয়?
(ক) নিয়মের বই (খ) আইনের বই
(গ) সংবিধান (ঘ) স্বাভাবিক প্রকাশ
৫। ‘যার কোনো মূল্য নেই’- তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
(ক) উড়নচণ্ডী (খ) তুলসী বনের বাঘ
(গ) তামার বিষ
(ঘ) আমড়া কাঠের ঢেঁকি
৬। ‘কারক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) কৃ+রক(খ) কার+অক্
(গ) কৃচ+ ণক(ঘ) কৃ+ ণক্
৭। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
(ক) বিশেষ্য ও বিশেষণ
(খ) সর্বনাম ও অব্যয়
(গ) সর্বনাম ও ক্রিয়া
(ঘ) ক্রিয়া ও বিশেষ্য
৮। ‘রাজপথ’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) রাজার পথ (খ) পথের রাজা
(গ) রাজপুত্রদের পথ
(ঘ) রাজাদের পথ
৯। নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ?
(ক) ই, উ (খ) ঐ, ঔ
(গ) ই, ঔ (ঘ) ও, এ
১০। ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি?
(ক) দিল্লীশ্বর (খ) রবীন্দ্র (গ) পরীক্ষা (ঘ) অতীত
১১। ‘Agenda’- এর পরিভাষা কী হবে?
(ক) একাডেমি (খ) কর্মপরিকল্পনা
(গ) আলোচ্যসূচি (ঘ) শব্দবিন্যাস
১২। ‘পবন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পৌ+অন (খ) পো+বন
(গ) পো+অন (ঘ) পব+অন
১৩। ‘ণ-ত্ব ও ষ-ত্ব’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে (খ) রূপতত্ত্বে
(গ) বাক্যতত্ত্বে (ঘ) অর্থতত্ত্বে
১৪। ‘অগ্র-পশ্চাত্ না ভেবে কাজ করে যে’- এর এক কথায় প্রকাশ কি হবে?
(ক) কিংকর্তব্যমিমূঢ় (খ) দিগিবদিক জ্ঞানশূন্য
(গ) অজ্ঞাতসারে (ঘ) অবিমৃষ্যকারী
১৫। নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ?
(ক) বাঁশি (খ) পাঞ্জাবি
(গ) পঙ্কজ (ঘ) মধুর
১৬। কোনটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ?
(ক) তারুণ্য (খ) জনতা
(গ) শয়ন (ঘ) গীতাঞ্জলি
১৭। ধ্বন্যাত্নক অব্যয়ের আরেক নাম কী?
(ক) সমুচ্চয়ী অব্যয়
(খ) ঋণাত্নক অব্যয়
(গ) সংকেতমূলক অব্যয়
(ঘ) অনুকার অব্যয়
১৮। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায়
কোন সমাসে?
(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) রূপক কর্মধারয়
(ঘ) উপমান কর্মধারয়
১৯। সাহেব শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবান (খ) সাহেবকুল
(গ) সাহেবমণ্ডলী (ঘ) সাহেবসমূহ
২০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
(ক) রাষ্ট্রপতি (খ) ধনবান
(গ) পৃথিবী (ঘ) শ্রীমান
২১। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহূত হয়েছে?
(ক) ঘোড়াকে চাবুক মার (খ) ডাক্তার ডাক
(গ) গাড়ি স্টেশন ছেড়েছে (ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে
২২। পুরুষ কয় প্রকার?
(ক) দুই প্রকার (খ) তিন প্রকার
(গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার
২৩। প্রধানত কয়ভাবে পদ পরিবর্তন করা যায়?
(ক) দুই(খ) তিন (গ) চার(ঘ) পাঁচ
২৪। লেন-দেন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কী?
(ক) ব্যবসা সংক্রান্ত পত্র
(খ) চুক্তিপত্র
(গ) বায়নাপত্র (ঘ) চুক্তিনামা
২৫। খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
(ক) ১৮টি (খ) ১৯টি
(গ) ২০টি (ঘ) ২১টি
২৬। অনুসর্গকে কী বলা হয়?
(ক) উপসর্গ (খ) সমাস
(গ) কর্মপ্রবচনীয় (ঘ) বিভক্তি
২৭। ‘ঈদৃশ’- এর বিপরীত শব্দ কোনটি?
(ক) সদৃশ (খ) এরকম
(গ) তাদৃশ (ঘ) সাদৃশ
উত্তর: ১। ক ২। খ ৩। গ ৪। গ ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। খ ৯। খ ১০। গ ১১। গ ১২। গ ১৩। ক ১৪। ঘ ১৫। ঘ ১৬। গ ১৭। ঘ ১৮। গ ১৯। ক ২০। ক ২১। ক ২২। খ ২৩। ক ২৪। ক ২৫। ঘ ২৬। গ ২৭। গ
No comments:
Post a Comment