Saturday, August 11, 2012

জেএসসি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ বিজ্ঞান

বহুনির্বাচনী প্রশ্ন
অষ্টাদশ অধ্যায়
বন ও পরিবেশ

১। প্রাকৃতিক বন কোনটি?
ক. রামুর রাবার বন খ. জাতীয় উদ্যান
গ. মিরপুর উদ্যান ঘ. সুন্দরবন
২। ভাওয়াল মধুপুর গড় কোন কোন জেলাজুড়ে অবস্থিত?
ক. ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা
খ. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর
গ. ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল
ঘ. টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা
৩। তেলসুর ও জারুল বৃক্ষ কোন বনাঞ্চলে পাওয়া যায়?
ক. ম্যানগ্রোভ বন খ. বরেন্দ্রভূমি বন
গ. জাতীয় উদ্যান ঘ. পাহাড়ি বন
৪। কোন বনে প্রচুর মধু পাওয়া যায়?
ক. মধুপুর গড়ে খ. রামুর রাবার বনে
গ. পাহাড়ি বনে ঘ. সুন্দরবনে
৫। বাংলাদেশের বেশির ভাগ বনভূমি কোন দিকে অবস্থিত?
ক. দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিকে
খ. উত্তর দিকে
গ. পশ্চিম দিকে
ঘ. পূর্ব দিকে
৬। কোন বনের গাছে শ্বাসমূল বের হয়?
ক. পাহাড়ি বন খ. ম্যানগ্রোভ বন
গ. বরেন্দ্র বন ঘ. শালবন
৭। কোন বনভূমিতে চিরহরিৎ ও পর্ণমোচী উভয় প্রকার বৃক্ষ দেখা যায়?
ক. ম্যানগ্রোভ বন খ. বরেন্দ্র বন
গ. শালবন ঘ. পাহাড়ি বন
৮। সুন্দরবনের মধু সাধারণত সংগ্রহ করা হয়_
ক. এপ্রিল থেকে জুন মাসে
খ. আগস্ট থেকে সেপ্টেম্বর
গ. মার্চ থেকে মে
ঘ. নভেম্বর থেকে ডিসেম্বর
৯। বনের গাছপালা বায়ুমণ্ডল থেকে কী শোষণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. ফ্রেয়ন
১০। কোন বনভূমি দেশের মোট বনভূমির ৫০ শতাংশের বেশি এলাকাজুড়ে রয়েছে?
ক. পার্বত্য ভূমি খ. সুন্দরবন
গ. মধুপুর গড় ঘ. শালবন
১১। গ্রিন হাউস প্রতিক্রিয়া থেকে রক্ষা করে কোনটি?
ক. বনভূমি খ. বায়ু
গ. সমুদ্র ঘ. মাটি
১২। কোন বনের পাতা শীতকালে ঝরে যায়?
ক. রামুর রাবার বনের
খ. ভাওয়াল মধুপুর গড়ের
গ. পার্বত্য বনভূমির
ঘ. সুন্দরবনের
১৩। সিলেটের পেপার অ্যান্ড পাল্প মিলস কোন বনের ওপর নির্ভরশীল?
ক. সুন্দরবন খ. পার্বত্য বনভূমি
গ. রামুর রাবার বন ঘ. ভাওয়াল গড়
১৪। পাহাড়ি বনের উদ্ভিদ হলো_
i. তেলসুর ii. সেগুন iii. পসুর
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ওiii
১৫। বর্তমানে বাংলাদেশে রাবার চাষ করা হয়_
i. সাতক্ষীরা ও গোপালগঞ্জ
ii. ফটিকছড়ি ও মৌলভীবাজার
iii. রামু ও রাউজানে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। বেত ও বাঁশের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে_
i. সিলেটের কুটির শিল্প
ii. চট্টগ্রামের কুটির শিল্প
iii. কক্সবাজারের কুটির শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. ii ও iii
১৭। কর্ণফুলী পেপার মিল গড়ে উঠেছে_
i. এলাকার বনভূমির ওপর ভিত্তি করে
ii. কুটির শিল্পের ওপর ভিত্তি করে
iii. নানা জাতের কীটপতঙ্গের ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
১৮। বনের গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে_
i. বায়ুর অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে
ii. বায়ুর অতিরিক্ত কার্বন মনোক্সাইড শোষণ করে
iii. বায়ুতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i,ii ও iii
১৯। চিরহরিৎ ও পর্ণমোচী উভয় প্রকার বৃক্ষ দেখা যায়?
i. পার্বত্য বনভূমিতে
ii. ম্যানগ্রোভ বনে
iii. বরেন্দ্র ভূমির বনাঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
২০। বনভূমি আমাদের রক্ষা করে_
i. ঝড় থেকে ii. তুফান থেকে
iii. বন্যা থেকে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ.i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...