সময় : ২.০০ ঘণ্টা পূর্ণমান : ১০০
[ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১x১০ = ১০
(ক) সাইকাস কোন ধরনের উদ্ভিদ ?
(i )আবৃতবীজী উদ্ভিদ (ii ) নগ্নবীজী উদ্ভিদ
(iii ) শৈবাল (iv ) অপুষ্পক উদ্ভিদ
(খ) কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ?
(i )কাক (ii ) মাছ (iii ) গরু (iv ) সাপ
(গ) তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
(i ) ভিটামিস ‘এ’ (ii ) ভিটামিন ‘বি’
(iii ) ভিটামিন ‘সি’ (iv ) ভিটামিন ‘ডি’
(ঘ) স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি ?
(i ) পানি (ii ) খাবার লবণ (iii ) গুড় (iv ) লেবুর রস
(ঙ) বর্তমানে মোট মৌলিক পদার্থের সংখ্যা কতটি ?
(i ) ৯২ (ii ) ৭২টি (iii ) ১১০টি (iv ) ১১২টি
(চ) কোন মৌলিক পদার্থটি এক পরমাণু বিশিষ্ট অণু গঠন করে ?
(i ) কার্বন (ii ) নিয়ন (iii ) অকি্রজেন (iv ) হাইড্রোজেন
(ছ) চুম্বকের বিপরীত ধর্মী মেরু পরস্পরকে কী করে ?
(i ) আকর্ষণ করে (ii ) বিকর্ষণ করে
(iii ) কিছুই করে না (iv ) নিষ্ক্রিয় করে
(জ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু চাপের কী পরিবর্তন হয় ?
(i ) কমে যায় (ii ) বেড়ে যায়
(iii ) স্থির থাকে (iv ) কখনো বাড়ে, কখনো কমে।
(ঝ) পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি ?
(i ) ২১ মার্চ (ii ) ২১ জুন
(iii ) ২৩ সেপ্টেম্বর (iv ) ২১ ডিসেম্বর
(ঞ) পৃথিবী তার নিজ অক্ষের উপর কোন দিক থেকে
কোন দিকে ঘুরছে ?
(i ) পূর্ব থেকে পশ্চিমে (ii ) পশ্চিম থেকে পূর্বে
(iii ) উত্তর থেকে দক্ষিণে (iv ) দক্ষিণ থেকে উত্তরে
২। নিচের বাক্যগলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর : ২x৫ = ১০
(ক) মেরুদন্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে_____বলে।
(খ) মাছ,মাংস, ডিম ইত্যাদি_____আমিষ।
(গ) যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম _____।
(ঘ) বর্তমান যুগ বিজ্ঞান ও _____যুগ।
(ঙ) ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায়_____ কোটি।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডানপাশে “শুদ্ধ”এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে “অশুদ্ধ” লিখ। ২x৫ = ১০
(ক) আমলকিতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়।
(খ) বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোন আকার নেই, তবে আয়তন ও ওজন আছে।
(গ) পানি একটি মৌলিক পদার্থ।
(ঘ) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
(ঙ) তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
৪। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর এবং উত্তরপত্র লিখ : ২x৪=৮
বামপাশ ডানপাশ
(১) আমিষের অভাবে
(২) ভিটামিন ‘বি’ এর অভাবে
(৩) ভিটামিন ‘কে’
(৪) আয়োডিনযুক্ত লবণের অভাবে (১) ঠোট ও জিহ্বা ঘা হয়
(২) কোয়াশিয়রকর রোগ হয়
(৩) গলগন্ড রোগ হয়
(৪) রক্ত জমাট বাঁধতে সহায়তা করে
(৫) সর্দিকাশি হয়
(৬) শিশুদের রিকেটস রোগ হয়
৫। সংক্ষেপে উত্তর দাও ঃ (যেকোনো ১০টি) ৩x১০=৩০
(ক) সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখ।
(খ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লিখ। এগুলো আমাদের কী ক্ষতি করে ?
(গ) কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।
(ঘ) উভচর প্রাণী কাকে বলে ? ব্যাঙের বৈশিষ্ট্যগুলো লিখ।
(ঙ) রিকেটস রোগের লক্ষণগুলো লেখ।
(চ) বিদ্যুতায়িত বস্তু থেকে তড়িতাহত ব্যক্তিকে কীভাবে আলাদা করা যায় ?
(ছ) কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কয়েকটি উদাহারণ দাও।
(জ) মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে ? উদাহরণ দাও।
(ঝ) বায়ু কেন একটি পদার্থ ?
(ঞ) চুম্বকের মেরু কয়টি ও কী কী ? চুম্বকের ৫টি ব্যবহার উল্লেখ কর।
(ট) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ।
(ঠ) পরিবেশ দূষণের ৫টি কারণ লেখ।
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও । ৮x৪=৩২
(ক) ভিটামিন কী ? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটা তালিকা তৈরি কর।
(খ) জন্ডিস রোগীর যত্ন কীভাবে নিতে হয় লেখ।
(গ) পরিবেশ সংরক্ষণে/দূষণমুক্ত রাখতে অমাদের কী কী করা উচিত ?
(ঘ) লোডশেডিং কী ? বিদ্যুত্ শক্তির অপচয় তুমি কীভাবে রোধ করবে ?
(ঙ) বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে ?
(চ) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা কর।
[ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ : ১x১০ = ১০
(ক) সাইকাস কোন ধরনের উদ্ভিদ ?
(i )আবৃতবীজী উদ্ভিদ (ii ) নগ্নবীজী উদ্ভিদ
(iii ) শৈবাল (iv ) অপুষ্পক উদ্ভিদ
(খ) কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ?
(i )কাক (ii ) মাছ (iii ) গরু (iv ) সাপ
(গ) তাপে কোন ভিটামিন নষ্ট হয় ?
(i ) ভিটামিস ‘এ’ (ii ) ভিটামিন ‘বি’
(iii ) ভিটামিন ‘সি’ (iv ) ভিটামিন ‘ডি’
(ঘ) স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি ?
(i ) পানি (ii ) খাবার লবণ (iii ) গুড় (iv ) লেবুর রস
(ঙ) বর্তমানে মোট মৌলিক পদার্থের সংখ্যা কতটি ?
(i ) ৯২ (ii ) ৭২টি (iii ) ১১০টি (iv ) ১১২টি
(চ) কোন মৌলিক পদার্থটি এক পরমাণু বিশিষ্ট অণু গঠন করে ?
(i ) কার্বন (ii ) নিয়ন (iii ) অকি্রজেন (iv ) হাইড্রোজেন
(ছ) চুম্বকের বিপরীত ধর্মী মেরু পরস্পরকে কী করে ?
(i ) আকর্ষণ করে (ii ) বিকর্ষণ করে
(iii ) কিছুই করে না (iv ) নিষ্ক্রিয় করে
(জ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু চাপের কী পরিবর্তন হয় ?
(i ) কমে যায় (ii ) বেড়ে যায়
(iii ) স্থির থাকে (iv ) কখনো বাড়ে, কখনো কমে।
(ঝ) পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি ?
(i ) ২১ মার্চ (ii ) ২১ জুন
(iii ) ২৩ সেপ্টেম্বর (iv ) ২১ ডিসেম্বর
(ঞ) পৃথিবী তার নিজ অক্ষের উপর কোন দিক থেকে
কোন দিকে ঘুরছে ?
(i ) পূর্ব থেকে পশ্চিমে (ii ) পশ্চিম থেকে পূর্বে
(iii ) উত্তর থেকে দক্ষিণে (iv ) দক্ষিণ থেকে উত্তরে
২। নিচের বাক্যগলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর : ২x৫ = ১০
(ক) মেরুদন্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে_____বলে।
(খ) মাছ,মাংস, ডিম ইত্যাদি_____আমিষ।
(গ) যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম _____।
(ঘ) বর্তমান যুগ বিজ্ঞান ও _____যুগ।
(ঙ) ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায়_____ কোটি।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডানপাশে “শুদ্ধ”এবং অশুদ্ধ বাক্যটির ডানপাশে “অশুদ্ধ” লিখ। ২x৫ = ১০
(ক) আমলকিতে প্রচুর ভিটামিন ‘এ’ পাওয়া যায়।
(খ) বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোন আকার নেই, তবে আয়তন ও ওজন আছে।
(গ) পানি একটি মৌলিক পদার্থ।
(ঘ) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
(ঙ) তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
৪। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর এবং উত্তরপত্র লিখ : ২x৪=৮
বামপাশ ডানপাশ
(১) আমিষের অভাবে
(২) ভিটামিন ‘বি’ এর অভাবে
(৩) ভিটামিন ‘কে’
(৪) আয়োডিনযুক্ত লবণের অভাবে (১) ঠোট ও জিহ্বা ঘা হয়
(২) কোয়াশিয়রকর রোগ হয়
(৩) গলগন্ড রোগ হয়
(৪) রক্ত জমাট বাঁধতে সহায়তা করে
(৫) সর্দিকাশি হয়
(৬) শিশুদের রিকেটস রোগ হয়
৫। সংক্ষেপে উত্তর দাও ঃ (যেকোনো ১০টি) ৩x১০=৩০
(ক) সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখ।
(খ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লিখ। এগুলো আমাদের কী ক্ষতি করে ?
(গ) কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।
(ঘ) উভচর প্রাণী কাকে বলে ? ব্যাঙের বৈশিষ্ট্যগুলো লিখ।
(ঙ) রিকেটস রোগের লক্ষণগুলো লেখ।
(চ) বিদ্যুতায়িত বস্তু থেকে তড়িতাহত ব্যক্তিকে কীভাবে আলাদা করা যায় ?
(ছ) কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কয়েকটি উদাহারণ দাও।
(জ) মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে ? উদাহরণ দাও।
(ঝ) বায়ু কেন একটি পদার্থ ?
(ঞ) চুম্বকের মেরু কয়টি ও কী কী ? চুম্বকের ৫টি ব্যবহার উল্লেখ কর।
(ট) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ।
(ঠ) পরিবেশ দূষণের ৫টি কারণ লেখ।
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও । ৮x৪=৩২
(ক) ভিটামিন কী ? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটা তালিকা তৈরি কর।
(খ) জন্ডিস রোগীর যত্ন কীভাবে নিতে হয় লেখ।
(গ) পরিবেশ সংরক্ষণে/দূষণমুক্ত রাখতে অমাদের কী কী করা উচিত ?
(ঘ) লোডশেডিং কী ? বিদ্যুত্ শক্তির অপচয় তুমি কীভাবে রোধ করবে ?
(ঙ) বায়ুপ্রবাহ আমাদের কী কাজে লাগে ?
(চ) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা কর।
No comments:
Post a Comment