Saturday, August 11, 2012

Science for JSC Exam

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
পলাশ কারখানায় কাজ করে। বেশ কিছুদিন ধরে তার শরীর খুব দুর্বল। খুসখুসে কাশি হয় এবং কাশির সঙ্গে রক্ত পড়ে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে তিনি তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন।
প্রশ্ন: ক. রক্তসংবহনতন্ত্র কাকে বলে?
প্রশ্ন: খ. শ্বেতরক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন?
প্রশ্ন: গ. এ রোগে পলাশের দেহে আর কী কী লক্ষণ দেখা দিতে পারে? ব্যাখ্যা করো।
প্রশ্ন: ঘ. পলাশের প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।
উত্তর: ক. রক্তসংবহনতন্ত্র: যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। হূৎপিণ্ড, রক্ত ও রক্তনালির সমন্বয়ে রক্ত সংবহনতন্ত্র গঠিত।
উত্তর: খ. দেহে কোনো রোগজীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেতকণিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে। এ ছাড়া শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে এবং হিস্টামিন নিঃসৃত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ কারণে শ্বেতরক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়। 
        

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...