Saturday, August 11, 2012

বৌদ্ধধর্ম শিক্ষা for PEC Exam


সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য:-ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা ১–১০=১০
(ক) ভগবান বুদ্ধ কোথায় পরিনির্বাণ লাভ করেন?
১. সারনাথ
২. কুশিনগর
৩. বুদ্ধগয়ায়
৪. লুম্বিনীতে
(খ) ভগবান বুদ্ধকে মহাকারুনিক বলা হয়। কারণ—
১. ভগবান বুদ্ধের মৈত্রীময় বাণী মানবজাতিকে শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেছে।
২. বুদ্ধের আহ্বানে বিশ্বের কোটি কোটি মানুষ বুদ্ধের শরণাপন্ন হয়েছেন।
৩. ভগবান বুদ্ধ করুণা করে মানুষকে শান্তির পথ দেখিয়েছেন।
৪. ভগবান বুদ্ধ খুবই কর্মকুশল একজন মহাপুরুষ।
(গ) একজন বৌদ্ধ হিসেবে তুমি কীভাবে ত্রিরত্ন বন্দনা করো?
১. সমবেতভাবে সংঘবদ্ধ হয়ে ত্রিরত্ন বন্দনা আবৃত্তি করব
২. রত্ন পাওয়ার আশায় বুদ্ধের প্রতি যত্নশীল হয়ে প্রার্থনা জানাব
৩. হাত-পা ধুয়ে নিকটবর্তী বৌদ্ধবিহারে গিয়ে প্রার্থনা করব
৪. পবিত্রতার সঙ্গে সশ্রদ্ধ চিত্তে বুদ্ধের সামনে হাঁটু গেড়ে বসে বন্দনা আবৃত্তি করব
(ঘ) ‘সংঘবদ্ধ মিলন সুখকর’—এ কথা দিয়ে কী বোঝানো হয়েছে?
১. স্বজন-পরিজনদের সঙ্গে মিলেমিশে থাকা
২. আত্মীয়-পরিবারের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি করা
৩. সমবেত বন্দনা করলে বুদ্ধ খুব খুশি হন
৪. সম্মিলিতভাবে প্রার্থনা করলে সবার মঙ্গল হয়
(ঙ) ‘পাণাতিপাতা’ শব্দের অর্থ কী?
১. প্রাণী হত্যা
২. প্রাণ বিসর্জন
৩. প্রাণ দান
৪. প্রাণ প্রিয়
(চ) নিচের কোনটি শীলপালনের সুফল?
১. প্রাণী হত্যা থেকে বিরত থাকা
২. সর্বজীবের প্রতি দয়াবান হওয়া
৩. শীলবানেরা অনুভূতিপ্রবণ হয়ে মৃত্যুবরণ করে
৪. শীলবানেরা সর্বদাই নির্ভয় ও সংকোচমুক্ত থাকেন
(ছ) শীলানুশীলনের প্রতি তুমি খুবই শ্রদ্ধাশীল। তুমি পরিমিত আহার ও উপবাস করে ভগবান বুদ্ধের আরাধনা করছ। এতে তুমি খুব তৃপ্ত। নিচের কোন শীলটি তুমি পালন করছ?
১. উপোসথ শীল
২. দশশীল
৩. পঞ্চশীল
৪. প্রব্রজ্যাশীল
(জ) কোন পূর্ণিমা থেকে বর্ষাবাস শুরু হয়?
১. বৈশাখী পূর্ণিমা
২. আষাঢ়ী পূর্ণিমা
৩. মাঘী পূর্ণিমা
৪. ভাদ্র পূর্ণিমা
(ঝ) ভগবান বুদ্ধ কেন তিন মাসব্যাপী অভিধর্ম দেশনা করেন?
১. অভিধর্মে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আলোচিত হয়েছে
২. বৌদ্ধধর্মে অভিধর্ম পিটক অত্যন্ত গুরুত্বপুর্ণ
৩. অভিধর্ম চিত্তবৃত্তির সুষম দিকগুলো নিয়ে আলোচনা করে
৪. অভিধর্মের সূক্ষ্ম বিষয়গুলোর বিশ্লেষণ সাধারণ মানুষের কাছে পরিষ্কার না থাকা
(ঞ) একদিন তুমি ক্ষুধার্ত অবস্থায় স্কুল থেকে বাড়ি ফিরছিলে। পথে কিছু খাবার সংগ্রহ করে খাওয়ার সময় একজন অন্ধ ভিখারি খাবার চাইল। এ অবস্থায় তোমার কী করা উচিত?
১. তোমার খাবারটুকু ভিক্ষুকটিকে দিয়ে দেবে
২. ভিক্ষুককে এড়িয়ে চলে যাবে
৩. তাকে তোমার বাসায় যেতে বলবে
৪. ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবে
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো
২–৫=১০
(ক) যে বৃক্ষমূলে বসে সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করলেন, তার নাম হলো —।
(খ) অনিত্য ভাবনা লোভ, —, মোহ দূর করে।
(গ) অভিধর্ম পিটক হলো ত্রিপিটকের — অংশ।
(ঘ) কুশল কর্ম —।
(ঙ) বুদ্ধগণের মধ্যে — শ্রেষ্ঠ।
৩. বাক্যটি উত্তরপত্রে লিখে তার ডান পাশে শুদ্ধ হলে ‘শুদ্ধ’ আর অশুদ্ধ হলে ‘অশুদ্ধ’ লেখো। ২–৫=১০
(ক) বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী।
(খ) পঞ্চশীল গৃহীদের নিত্যপালনীয় শিক্ষাপদ।
(গ) সংস্কৃত ভাষায় বুদ্ধ গাথাগুলো বলেছেন।
(ঘ) সব জীব কর্মের অধীন।
(ঙ) বৌদ্ধধর্মে চার প্রকার বাণিজ্য নিষিদ্ধ।
৪. বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো
২–৫=১০
বাঁ ডান
(ক) ভগবানের ধর্ম অন্যতম হলো কঠিন চীবর দান।
(খ) গাথার প্রচলন যথার্থ সাধনার দরকার।
(গ) ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে সুব্যাখ্যাত।
(ঘ) জ্ঞানীরা সব সময় প্রাচীনকাল থেকে।
(ঙ) বিমুক্তি লাভ করতে হলে কায়, বাক্য ও মন।
কুশল কর্ম করেন।
মন পবিত্র হয়।
৫. সংক্ষেপে উত্তর দাও (যেকোনো পাঁচটি)।
৪–৫=২০
(ক) চার নিমিত্ত কী কী?
(খ) ‘দান’ শব্দের অর্থ কী? দান কাকে বলে?
(গ) ত্রিপিটক কয় খণ্ডে বিভক্ত ও কী কী?
(ঘ) কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখো।
(ঙ) কুশল কর্ম কী? কর্মের পথ কয়টি ও কী কী?
(চ) পাঁচটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থানের নাম লেখো।
(ছ) বিশাখাকে ‘মিগারমাতা’ বলা হয় কেন?
৬. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
৮–৫=৪০
(ক) সিদ্ধার্থ কখন ও কীভাবে সংসার ত্যাগ করলেন?
(খ) বন্দনার উপকারিতা সংক্ষেপে আলোচনা করো।
(গ) শীল পালনের পাঁচটি সুফল বর্ণনা করো।
(ঘ) প্রব্রজ্যা ও উপসম্পদার মধ্যে পার্থক্য কী?
(ঙ) কুশল কর্মের কাহিনিটি নিজের ভাষায় লেখো।
(চ) বুদ্ধ ও বোধিসত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
(ছ) ইতিহাসপ্রসিদ্ধ সোমপুর বিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...