Wednesday, August 8, 2012

Model Test:ইসলাম শিক্ষা for PEC Exam

ইসলাম শিক্ষা
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০

(দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০=১০
১) হজরত আদম (আ.) তাঁর সন্তানদের কী শিক্ষা দিয়েছিলেন?
(ক) আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রভু নাই
(খ) জীবনযাপনের জন্য কৃষিকাজ করা
(গ) আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক না করতে
(ঘ) প্রার্থনার জন্য একটি জায়গা তৈরি করতে
২) হজরত নূহ (আ.)-কে আল্লাহতাআলা কেন পাঠিয়েছিলেন?
(ক) বন্যা থেকে পৃথিবীর জীবজন্তু রক্ষা করতে
(খ) হযরত আদম (আ.)-কে কাজে সাহায্য করতে
(গ) বিভ্রান্ত মানুষকে সঠিক পথ দেখাতে
(ঘ) অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
৩) হজরত ইব্রাহিম (আ.)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল?
(ক) তিনি মিসর ভ্রমণ করেছিলেন
(খ) তিনি পুত্রকে ‘কোরবাণি’ করতে চেয়েছিলেন
(গ) তিনি কাবাগৃহ পুনর্নির্মাণ করেছিলেন
(ঘ) তিনি পুরোহিতের কাজ করেছিলেন
৪) আমরা হজ পালন করি কেন?
ক) কীভাবে নামাজ পড়তে হয় তা শিখতে
খ) গরিবকে দান করার শিক্ষা নিতে
গ) আল্নাহ তাআলার দরবারে হাজির হতে
ঘ) ইসলামের ইতিহাস জানতে
৫) হজরত ইব্রাহিম (আ.) জনগণকে কী শিক্ষা দিয়েছিলেন?
ক) গল্প না করা
খ) ঝগড়া না করা
গ) সত্য কথা বলা
ঘ) মূর্তিপূজা না করা
৬) পবিত্র কোরআন শরিফ পূর্ণাঙ্গ রূপ নিতে ২২ বছর লেগেছিল। কারণ—
(ক) পবিত্র গ্রন্থটি অনেক বড়, তাই সময় লেগেছিল
(খ) দীর্ঘ সময় ধরে কোরআন শরিফ নাজিল হয়েছিল
(গ) সে সময় আরবি ভাষার বর্ণমালা ছিল না
(ঘ) সে সময় লেখার কোনো কাগজ ছিল না
৭) হজরত দাউদ (আ.) ছিলেন
(ক) নবী ও বাদশা
(খ) ভোজনপ্রিয়
(গ) ভ্রমণপ্রিয়
(ঘ) একজন সাধারণ মানুষ
৮) মানুষ কোনটি তৈরি করতে পারে?
(ক) রকেট
(খ) চন্দ্র
(গ) সূর্য
(ঘ) গ্রহ
(৯) ‘ইদগাম’ শব্দের অর্থ কী?
(ক) নাসিকা অনুসরণ
(খ) যুক্ত উচ্চারণ
(গ) উচ্চারণ পদ্ধতি
(ঘ) মুক্ত পদ্ধতি
১০) মৃত্যুর পর প্রথম কী সাওয়াল করা হবে?
(ক) মান রাব্বুকা
(খ) মা দীনুকা
(গ) মান হাযার রাজুলু
(ঘ) রাব্বি আল্লাহ
২। উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো:২×৫=১০
(ক) চিরস্থায়ী সুখের স্থান হলো —।
(খ) হজের ফরজ —টি।
(গ) — দেশের লোক কন্যাসন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে রাখত।
(ঘ) কোরআন মাজিদ আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ — কিতাব।
(ঙ) আরবি হরফ —টি।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি অশুদ্ধ সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো: ২×৫=১০
(ক) ইসলামের তৃতীয় রুকন হলো হজ
(খ) চরিত্রের মন্দ দিক হচ্ছে মিথ্যা কথা বলা
(গ) কোরআন মাজিদ হিফাজতকারী হলো মানুষ
(ঘ) হজরত ঈসা (আ.) মক্কায় জন্মগ্রহণ করেন
(ঙ) সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না
৪। বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো:
২×৫=১০
বাম পাশ
(ক) হজ শব্দের অর্থ
(খ) খাতামুন্নাবিয়ীন
(গ) সালাতের আহকাম
(ঘ) পানির অপর নাম
(ঙ) সাহূ শব্দের অর্থ

ডান পাশ
(ক) ৭টি
(খ) জীবন
(গ) ইচ্ছা করা
(ঘ) হজরত আদম (আ.)
(ঙ) ৫টি
(চ) ভুল
(ছ) হজরত মুহাম্মদ (সা.)
৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও: ৪×৫=২০
(ক) আকাইদ বলতে কী বুঝ?
(খ) সালাতের আরকান কয়টি ও কী কী?
(গ) আশরাফুল মাখলুকাত বলতে কী বুঝ?
(ঘ) কোরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
(ঙ) হজরত আদম (আ.) তাঁর সন্তানকে কী শিক্ষা দিয়েছিলেন?
(চ) সূরা আল কাওসার উচ্চারণ বাংলায় লেখো?
(ছ) জীবে দয়া সম্পর্কে হাদিসে উল্লিখিত মহিলার ঘটনাটি উল্লেখ করো?
৬। নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও: ৮×৫=৪০
(ক) জান্নাত ও জাহান্নামের বিবরণ দাও।
(খ) ইবাদত কাকে বলে? সালাতের ফজিলত কী কী উল্লেখ করো।
(গ) গাছ আমাদের বন্ধু—ব্যাখ্যা করো।
(ঘ) বদরের যুদ্ধের ঘটনা বর্ণনা করো।
(ঙ) হিজরত কী? মহানবী (সা.) কোথায় ও কেন হিজরত করেছিলেন?
(চ) চার রাকাআত ফরজ নামাজ আদায়ের ধারাবাহিক বর্ণনা দাও।
(ছ) নামাজের ওয়াজিবসমূহ লেখো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...