Sunday, August 5, 2012

পরিবেশ পরিচিতি সমাজ for PEC Exam

পরিবেশ পরিচিতি সমাজ
সময়- ২ ঘণ্টা, পূর্ণমান-১০০

(দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০=১০
(ক) টিউবয়েলের আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে নিচের কোন রোগ হতে পারে ?
(১) যক্ষ্মা (২) চর্মরোগ (৩) ডায়রিয়া (৪) সর্দি-কাশি
(খ) নিচের কোনটি সামাজিক পরিবেশগত সমস্যা?
(১) পানিদূষণ (২) তাপমাত্রা বৃদ্ধি
(৩) বস্তি সমস্যা (৪) জলাবদ্ধতা
(গ) বৃক্ষরোপণের উপযুক্ত সময় কোনটি?
(১) গ্রীষ্মকাল (২) বর্ষাকাল
(৩) শীতকাল (৪) বসন্তকাল
(ঘ) বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষমেলার আয়োজন করলে দেশের যে উপকার হবে—
(১) বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে
(২) শিক্ষার্থীরা গাছের সৌন্দর্য উপভোগ করবে
(৩) শিক্ষার্থীরা মেলায় অনেক মজা করবে
(৪) শিক্ষার্থীরা বৃক্ষরোপণে উৎসাহিত হবে
(ঙ) মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাঙালি স্বেচ্ছায় জীবন দান করেছিলেন কেন?
(১) গৌরব ও বীরত্ব প্রকাশ করতে
(২) বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য
(৩) রাজাকারদের অত্যাচার থেকে বাঁচতে
(৪) হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করতে
(চ) বেগম রোকেয়াকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাঁর—
(১) ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য
(২) সংগীতের ক্ষেত্রে অবদান রাখায়
(৩) নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করায়
(৪) মানবকল্যাণে অবদান রাখায়
(ছ) শিশুশ্রম বন্ধ হলে কী হবে?
(১) শিশু পাচার বন্ধ হবে (২) দেশের আয় বৃদ্ধি পাবে
(৩) শিশুদের অধিকার রক্ষা হবে
(৪) কলকারখানার উৎপাদন বাড়বে
(জ) তোমার দুই সহপাঠীর মধ্যে কথাকাটাকাটি হচ্ছে। বিষয়টি তুমি কীভাবে মীমাংসা করবে?
(১) প্রধান শিক্ষককে অবহিত করব
(২) মধ্যস্থতা করে উভয়কে বুঝিয়ে
(৩) অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে
(৪) শ্রেণী শিক্ষককে অবহিত করার মাধ্যমে
(ঝ) তুমি বাড়ির নিকটবর্তী মাঠে খেলতে যাওয়ার পথে দেখলে এলাকার লোকজন মিলে রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
(১) রাস্তা মেরামতের কাজ দেখব
(২) অন্য রাস্তা দিয়ে খেলতে যাব
(৩) রাস্তা মেরামতের কাজে অংশগ্রহণ করব
(৪) মেরামতের কাজে অন্যকে সাহায্য করতে বলব
(ঞ) বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে, রাস্তার পাশে একটি চারাগাছ ছাগলে খাচ্ছে। তুমি কী করবে?
(১) ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করব
(২) ছাগলটিকে তাড়িয়ে দেব
(৩) বিষয়টি বন্ধুদের জানাব
(৪) বিষয়টি প্রধান শিক্ষককে জানাব
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো:- ২×৫=১০
(ক) মানচিত্র এক ধরনের —।
(খ) সিপাহি বিদ্রোহকে — প্রথম সংগ্রামও বলা হয়।
(গ) ঈশ্বরচন্দ্র খুবই — ছিলেন।
(ঘ) ১৪ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।
(ঙ) ইউরোপ ও এশিয়া মহাদেশ — ভূখণ্ডে অবস্থিত।
৩। নিচের বাক্যগুলো শুদ্ধ হলে ’শুদ্ধ’ এবং অশুদ্ধ হলে ’অশুদ্ধ’ লেখো। ২×৫=১০
(ক) বিদ্যালয়ে সবার সঙ্গে সদাচরণ করা উচিত।
(খ) বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব।
(গ) বাংলাদেশের শরণার্থীরা মুক্তিযুদ্ধ চলাকালে ভুটানে আশ্রয় নেয়।
(ঘ) বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।
(ঙ) খনিজ তেল বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ।
৫। অল্প কথায় উত্তর দাও (যেকোনো ১০টি): ৩×১০=৩০
(ক) এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?
(খ) সদাচরণ কাকে বলে?
(গ) নাগরিকের কেন কর প্রধান করা উচিত?
(ঘ) আমদানি বলতে কী বোঝায়?
(ঙ) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
(চ) ‘দ্বৈত শাসন’ বলতে কী বুঝ?
(ছ) মধ্যযুগে বাংলার কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হতো?
(জ) মহাস্থানগড়ের ব্রাহ্মীলিপি থেকে কী জানা যায়?
(ঝ) কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়?
(ঞ) খাসিয়াদের প্রধান খাদ্য কী কী?
(ট) ইউরোপ মহাদেশের অবস্থান লেখো?
(ঠ) বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৮×৪=৩২
(ক) সমাজে মানবাধিকার বিরোধী কয়েকটি কাজ উল্লেখ করো। এদের মধ্যে যেকোনো একটির বর্ণনা দাও।
(খ) বাংলাদেশের একটি মানচিত্র এঁকে এতে প্রধান তিনটি নদীর অবস্থান দেখাও।
(গ) জাতীয় পরিবেশ নীতির উল্লেখযোগ্য দিকগুলো কী? পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখো।
(ঘ) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো।
(ঙ) পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
(চ) ইউনিসেফ কী? বাংলাদেশে ইউনিসেফ কী কী কাজ করে?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...