Monday, August 13, 2012

ইসলাম শিক্ষা for PEC Exam



৬১. শেষ যামানায় কিয়ামতের পূর্বে পুনরায় দুনিয়ায় আগমন করবেন।
৬২. আরবের সম্ভ্রান্ত হযরত মুহাম্মাদ (স) জন্মগ্রহণ করেন।
৬৩. সারা আরববাসী হযরতের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে তাঁকে নামে ডাকত।
৬৪. মহানবী (স)-এর আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম ঈমান আনেন_।
৬৫. হযরত মুহাম্মদ (স) নামে একটি যুব সংগঠন প্রতিষ্ঠিত করেন।
৬৬. বিনা রক্তপাতে নবীজী (স) মক্কা বিজয় করেন।
৬৭. হিজরী একাদশ সালের আমাদের প্রিয়নবী (স) ইন্তিকাল করেন।
৫। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যে বাক্যটি সত্য তার ডান পাশে 'সত্য' আর যে বাক্য মিথ্যা তার ডান পাশে 'মিথ্যা' লিখ: ২ত্ম৫=১০
[পাঁচটি প্রশ্ন থাকবে। যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে।]
১. আকীদা শব্দের বহুবচন আকাইদ।
২. ইসলামে পাঁচটি সত্মম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে সালাত।
৩. বিশুদ্ধ আকীদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না।
৪. সৌরজগতের সবকিছু আপনা-আপনি সৃষ্টি হয়েছে।
৫. আমরা গাছপালার ছেড়ে দেওয়া অঙ্েিজন গ্রহণ করে বেঁচে তাকি।
৬. আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করলে কোনো ৰতি হয় না।
৭. সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।
৮. সব সৃষ্টিকে আলস্নাহ মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন।
৯. গুণবাচক নামগুলোকে আলস্নাহর সিফাতী নাম বলা হয়।
১০. আলস্নাহ রায্যাক অর্থ আলস্নাহ ধৈর্যশীল।
১১. আমরা গোপনে যা বলি আলস্নাহ তা শোনেন না।
১২. আমরা প্রকাশ্যে ও গোপনে যা কিছু করি আলস্নাহ তা দেখেন।
১৩. রোযা পালন করা রাসূল (স)-এর নির্দেশ।
১৪. মিথ্যা বলা, পরনিন্দা করা মহান আলস্নাহ পছন্দ করেন না।
১৫. ইবাদাতসমূহের মধ্যে সালাতের গুরম্নত্ব সবচেয়ে বেশি।
১৬. সালাতের আহকাম সাতটি।
১৭. মসজিদে জামাআতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি সওয়াব হয়।
১৮. দুনিয়ার সকল মসজিদের মধ্যে দুটি মসজিদের মর্যাদা বেশি।
১৯. মসজিদুল আকসাকে প্রথম কেবলা বলা হয়।
২০. ঈদুল ফিতরের দিন ফিতরা আদায় করা সুন্নাত।
২১. ঈদুল আযহার দিন কুরবানী করা ওয়াজিব।
২২. আকীকা না করলে গুনাহ হবে।
২৩. আলস্নাহ্ তা'আলা আমাদের ওপর যাকাত ফরয করেছেন।
২৪. অভাবী ও দুঃখী মানুষকে সেবা ও সাহায্য করলে আলস্নাহ্ তা'আলা খুশি হন।
২৫. আমরা কার্বন ডাই-অঙ্াইড গ্রহণ করে বেঁচে থাকি।
২৬. গাছ বাতাস থেকে অঙ্েিজন শুষে নেয় এবং কার্বন ডাই-অঙ্াইড ত্যাগ করে।
২৭. অনেক সময় মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে পুণ্যে লিপ্ত হয়।
২৮. মুহাম্মদ (স) তাঁর জন্মভূমি মক্কানগরীকে মনে-প্রাণে ভালবাসতেন।
২৯. রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা দরকার
৩০. খলীফার কাজ হলো আলস্নাহ্ তা'আলার প্রতিনিধিত্ব করা।
৩১. সততা মানুষকে সব সময় সৎ কাজের দিকে নিয়ে যায়।
৩২. সততা মানুষকে পাপ ও অন্যায় কাজে প্রলুব্ধ করে।
৩৩. ইসলামী রাষ্ট্রের প্রথম খলীফা ছিলেন হযরত উমার (রা)।
৩৪. মাতা-পিতা খুশি থাকলে আমাদের প্রতি আলস্নাহ খুশি হবেন।
৩৫. মায়ের দু'আ আলস্নাহ্ তা'আলা কবুল করেন না।
৩৬. কুরআন মাজীদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব।
৩৭. আলস্নাহ ফেরেশতা হযরত ইসরাফীল (আ)-এর মাধ্যমে এ কিতাব নাযিল করেন।
৩৮. মহান আলস্নাহ মানুষকে সুন্দর ও সঠিক পথ দেখানোর জন্য কুরআন মাজীদ নাযিল করেছেন।
৩৯. পূর্ববতী নবী-রাসূল ও তাঁদের উম্মাতদের কথা কুরআন মাজীদে পাওয়া যায় না।
৪০. কুরআন মাজীদ আরবি ভাষায় নাযিল হয়নি।
৪১. আরবি ভাষায় মোট ২৯টি হরফ আছে।
৪২. আরবি ২৯টি হরফ মুখের ১৬টি স্থান থেকে উচ্চারিত হয়।
৪৩. মুখের খালি জায়গা থেকে মাদ্দের হরফ উচ্চারিত হয়।
৪৪. নাসিকামূল থেকে গুন্নাহ উচ্চারিত হয়।
৪৫. দুই নিঃশ্বাসের মধ্যবতর্ী বিরতির সময়কে গুন্নাহ বলে।
৪৬. বিরামহনিভাবে কোনো কাজ করলে সে কাজ সুন্দরমতো হয়।
৪৭. 'ওয়াক্ফ তাম' অর্থ পূর্ণ বিরতি।
৪৮. ওয়াক্ফ লাযিম অর্থ আবশ্যিক বিরতি।
৪৯. কুরআন মাজীদ তিলাওয়াতে পারদশর্ী ক্বারীগণ গুন্নাহ করাকে ফয়যে কেফায়া বলেছেন।
৫০. কুরআন মাজীদ সহীহ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য ইদগাম জানা খুবই প্রয়োজন।
৫১. নবী-রাসূলগণ আমাদের শিৰক ছিলেন।
৫২. আলস্নাহ রাব্বুল আলামীন এক ও অদ্বিতীয়।
৫৩. আলস্নাহ তা'আলা অহংকারীকে পছন্দ করেন।
৫৪. হযরত আদম (আ) পৃথিবীর প্রথম মানুষ ও শেষ নবী।
৫৫. ইবলীস আমাদের চিরশত্রম্ন।
৫৬. আলস্নাহ তা'আলার আদেশ পেয়ে হযরত নূহ (আ) একটি বিশাল জাহাজ তৈরি করলেন।
৫৭. হযরত নূহ (আ) ছিলেন সত্য ও ন্যায় প্রচারে একনিষ্ঠ।
৫৮. মুসলিম একমাত্র আলস্নাহকে ছাড়া আর কাউকে ভয় করে না।
৫৯. হযরত দাঊদ (আ)-এর ওপর প্রসিদ্ধ কিতাব 'যাবূর' নাযিল হয়।
৬০. হযরত ঈসা (আ) ফিলিসত্মিনের বাইতুল লাহাম স্থানে জন্মগ্রহণ করেন।
৬১. হযরত ঈসা (আ)-এর ওপর বিখ্যাত আসমানী কিতাব 'ইনজীল' নাযিল হয়।
৬২. মদীনা থেকে ৭০ মাইল দৰিণে বদর নামক স্থানে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
হিন্দু ধর্ম শিৰা

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (যেকোনো পাঁচটি) : ৮ত্ম৫=৪০
[আটটি প্রশ্ন থাকবে। যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে।]
১। 'ঈশ্বর সকল জীবের মধ্যে আছেন।' কথাটি বুঝিয়ে লেখ।
২। উপাসনার যন্ত্রটি সরলার্থসহ লেখ।
৩। শ্রীশ্রীচ-ী থেকে একটি শেস্নাক সরলার্থসহ লেখ।
৪। দেবী দুর্গার বর্ণনা দাও। কখন দুর্গা পূজা করা হয়?
৫। কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত? এ মন্দিরে কোন বিগ্রহ প্রতিষ্ঠিত? মন্দিরটির বর্ণনা দাও।
৬। তীর্থ কত প্রকার ও কী কী? প্রতিটি সম্পর্কে লেখ।
৭। গান্ধারীর পূর্বজন্মের কাহিনীটি সংৰেপে লেখ।
৮। রামায়ণের আদি কা- ও অযোধ্যা কা-ের বিষয়বস্তু সংৰেপে লেখ।
৯। রামায়ণের সুন্দর কা-ের বিষয়বস্তু সংৰেপে লেখ।
১০। মহাভারতের কয়টি পর্ব আছে? প্রতিটি পর্বের নাম লেখ।
১১। রাজা যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের বর্ণনা দাও।
১২। পরিষ্কার-পরিচ্ছন্নতা বলতে কী বুঝায়?
১৩। 'সুস্থ দেহে সুস্থ মন' এর অর্থ বুঝিয়ে বল।
১৪। '্উদারতা একটি মহৎ গুণ'_ কিভাবে? সংৰেপে বুঝিয়ে দাও।
১৫। 'শিষ্টাচার' কাকে বলে? আমরা শিষ্টাচার এর অনুশীলন করব কেন?
১৬। নচিকেতা তার পিতাকে কেন তাকে দান করার কথা বলেছিলেন?
১৭। ধর্মব্যাধের কাহিনী সংৰেপে বর্ণনা কর।
১৮। 'প্রতিজ্ঞা রৰা করাও ধর্ম'_ কথাটি বুঝিয়ে বল।
১৯। 'বিদুলার দেশপ্রেম' গল্পটি সংৰেপে বল।
২০। প্রহ্লাদ কীভাবে সত্যরৰা করেছিলেন?
২১। ধমর্ীয় সাম্য রৰা করে চললে কী উপকার হবে?
২২। অবতার বলতে কী বুঝায়? অবতারকে প্রধানত কয় ভাগ করা যায় ও কী কী? সংৰেপে বর্ণনা কর।
২৩। 'নীতি' ও 'নীতিশিৰা' কাকে বলে?
২৪। ভার- পাখির দ্বিতীয় মুখের হিংসার ফলে কী ঘটেছিল?
২৫। 'হিংসার ফল' গল্পটি সংৰেপে বল।
২৬। কৌরব ও পা-বদের মধ্যে কেমন সম্পর্ক ছিল? কৌরবরা পা-বদের বিরম্নদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল?
২৭। ভীম ও বক রাৰসের যুদ্ধের সংৰিপ্ত বর্ণনা দাও।
২৮। রাজা কী বিচার করলেন?
২৯। হাতির দল বন ছেড়ে হ্রদের পাশে এসেছিল কেন? সেখানে তারা থেকে গেল কেন?
৩০। 'ছোট মাথায় বড় বুদ্ধি' গল্পটি সংৰেপে বল।
২। সংৰেপে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ৫ত্ম৬=৩০
[নয়টি প্রশ্ন থাকবে। যে কোনো ছয়টির উত্তর দিতে হবে।]
১। ঈশ্বরকে স্বয়ম্ভু বলা হয় কেন?
২। 'সর্বভূতে ঈশ্বর'_এ কথাটির অর্থ কী?
৩। জীবকে সেবা করলে কার সেবা করা হয়?
৪। অযাচক ব্রত কি?
৫। উপাসনা শব্দের অর্থ কী?
৬। নিরাকার উপাসনা কাকে বলে?
৭। উপাসনা ও প্রার্থনার প্রয়োজনীয়তা কী?
৮। মন্ত্র ও শেস্নাকে কার কথা বলা হয় এবং কেন বলা হয়?
৯। লক্ষ্মী কীসের দেবতা?
১০। সরস্বতী কীসের দেবতা?
১১। বিষ্ণু কীসের দেবতা?
১২। ঢাকেশ্বরী মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের নাম কী?
১৩। লাঙ্গলবন্দে কখন অষ্টমী স্নানের মেলা হয়?
১৪। আত্মার স্বরূপ কী?
১৫। কর্ম কত প্রকার ও কী কী? শাস্ত্রে কোন কর্মকে শ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে?
১৬। কর্মফলের সঙ্গে পুনর্জন্মের সম্পর্ক কিরূপ?
১৭। গান্ধারী কে? কোন যুদ্ধে তাঁর শতপুত্র নিহত হয়েছিল?
১৮। উপনিষদ কাকে বলে?
১৯। ভীষ্ম কী প্রতিজ্ঞা করেছিলেন?
২০। অজর্ুন যুদ্ধ করতে চাইলেন না কেন?
২১। 'ভীষ্মের শরশয্যা' বলতে কী বোঝায়? সংৰেপে বুঝিয়ে লেখ।
২২। মনের শুচিতা মানে কী?
২৩। সরলতা কাকে বলে?
২৪। আমরা কেন পিতা-মাতা ও গুরম্নজনদের ভক্তি-শ্রদ্ধা করব?
২৫। শাস্ত্রে পিতা সম্পর্কে কী বলা হয়েছে?
২৬। ধর্মব্যাধ কৌশিককে কী উপদেশ দিয়েছিলেন?
২৭। কর্ণ কীভাবে প্রতিজ্ঞা রৰা করেছিলেন?
২৮। সত্য রৰা করলে কী হয়?
২৯। 'যত মত, তত পথ'_কথাটি কে বলেছেন?
৩০। অবতার কাকে বলে?
৩১। ঈশ্বর যুগে যুগে কেন পৃথিবীতে অবতীর্ণ হন?
৩২। নৃসিংহরূপী ভগবান কীভাবে হিরণ্যকশিপুকে বধ করেন?
৩৩। ভগবান কখন কল্কিরূপে আবিভর্ূত হবেন?
৩৪। ভার- পাখিটির বিশেষ বৈশিষ্ট্য কী ছিল?
৩৫। ভীম কে ছিলেন? তাঁর পরিচয় দাও।
৩৬। বণিকের ছেলে ফিরে না আসার কারণ হিসেবে বণিককে জীর্ণধন কী বলেছিলেন?
৩৭। 'বিশ্বাসঘাতক বণিকের গল্প'-এর উপদেশ কী?
৩৮। 'ছোট মাথায় বড় বুদ্ধি' গল্পটি অবলম্বনে কী উপদেশ পাওয়া যায়?
৩। শুদ্ধ উত্তরটি উত্তরপত্রে লেখ ২ত্ম৫=১০
[পাঁচটি প্রশ্ন থাকবে। পাঁচটিরই উত্তর দিতে হবে।]
১। ঈশ্বরের লীলার একটা উদ্দেশ্য_
১. ঐশ্বর্য প্রকাশ করা ২. আনন্দ উপভোগ করা
৩. দুঃখ ভোগ করা ৪. ৰমতা প্রকাশ করা
২। অযাচক ব্রত কে পালন করেন?
১. রাজা দশরথ ২. রামচন্দ্র
৩. রাজা রনত্মিদেব ৪. লক্ষ্মণ
৩। উপাসনা করলে কী হয়?
১.দেহ ও মন পবিত্র হয় ২. ধনদৌলত বৃদ্ধি পায়
৩. মানসম্মান বাড়ে ৪. বিদ্যার্জন হয়
৪। ঈশ্বরের সাকার রূপ কী?
১. ভগবান ২. গ্রহ
৩. দেবদেবী ৪. নৰত্র
৫। আমাদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে_
১. বেদ ২. রামায়ণ
৩. মহাভারত ৪. পুরাণ
৬। দুর্গা কীসের দেবী?
১. বিদ্যার ২. ধন-সম্পদের
৩. সৃষ্টির ৪. শক্তির
৭। লক্ষ্মী কীসের দেবতা?
১. সৃষ্টির ২. শক্তির
৩. ধন-সম্পদের ৪. বিদ্যার
৮। ঈশ্বর যে রূপে পালন করেন তাঁর নাম_
১. দুর্গা ২. বিষ্ণু
৩. শিব ৪. লক্ষ্মী
৯। বিষ্ণুর চক্রের নাম কী?
১. সুলোচন ২. সুবর্ণ
৩. সুদর্শন ৪. সুভাষণ
১০। বিষ্ণুর উপাসকদের কী বলে?
১. বৈষ্ণব ২. শাক্ত
৩. শৈব ৪. গাণপত্য
১১। শিবের উপাসকদের কী বলে?
১. বৈষ্ণব ২. শাক্ত
৩. শৈব ৪. গাণপত্য
১২। ঢাকেশ্বরী মন্দিরে আছে_
১. সরস্বতী মূর্তি ২. দুর্গামূর্তি
৩. বিষ্ণুমূর্তি ৪. কালীমূর্তি
১৩। কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত?
১. ঢাকায় ২. নারায়ণগঞ্জে
৩. দিনাজপুরে ৪. রংপুরে
১৪। মেহের কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সিদ্ধসাধক_
১. রামানন্দ ২. হরিপদ ঠাকুর
৩. সর্বানন্দ ঠাকুর ৪. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। শ্রেষ্ঠ কর্ম হচ্ছে_
১. সকাম কর্ম ২. নিষ্কাম কর্ম
৩. কামনাযুক্ত কর্ম ৪. সকল কর্ম
১৬। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
১. বেদ ২. উপনিষদ
৩. পুরাণ ৪. মহাভারত
১৭। হিন্দুদের মূল গ্রন্থসমূহ কোন ভাষায় রচিত?
১. বাংলা ২. হিন্দি
৩. সংসৃ্কত ৪. পালি
১৮। রামায়ণ কয়টি কা-ে বিভক্ত?
১. চার ২. পাঁচ
৩. ছয় ৪. সাত
১৯। দশরথ কাকে দুটি বর দিতে চেয়েছিলেন?
১. কৌশল্যাকে ২. কৈকেয়ীকে
৩. সুমিত্রাকে ৪. মন্থরাকে
২০। সমুদ্রের ওপর ভাসমান সেতু কে নির্মাণ করেছিল?
১. রাম ২. সুগ্রীব
৩. নল ৪. হনুমান
২১। রাবণের বিমানের নাম কী ছিল?
১. আকাশরথ ২. পুষ্পক
৩. দ্রম্নতক ৪ পঙ্খীরাজ
২২। সীতা কোথায় প্রবেশ করেছিলেন?
১. নগরে ২. বনে
৩. পাতালে ৪. পর্বতের গুহায়
২৩। মহাভারতে কয়টি পর্ব রয়েছে?
১. দশ ২. বার
৩. ষোল ৪. আঠার
২৪। কে জন্মান্ধ ছিলেন?
১. পা-ু ২. শানত্মনু
৩. ধৃতরাষ্ট্র ৪. ভীষ্ম
২৫। কৌরব ও পা-বদের যুদ্ধ কোথায় হয়েছিল?
১. ইন্দ্রপ্রস্থে ২. খা-প্রস্থে
৩. কুরম্নৰেত্রে ৪. হসত্মিনাপুরে
২৬। কর্ণ কার হাতে নিহত হয়েছিলেন?
১. অজর্ুনের ২. ভীমের
৩. নকুলের ৪. সহদেবের
২৭। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুনত্মী কীভাবে মারা গিয়েছিলেন?
১. বার্ধক্যে ২. দাবানলে
৩. জলে ডুবে ৪. রোগে ভুগে
২৮। ধর্মশাস্ত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে বলা হয়েছে
১. অশুচিতা ২. শুচিতা
৩. অপবিত্রতা ৪. সততা
২৯। দেহ ও মন পবিত্র না থাকলে ভগবানের উপাসনা
১. হয় ২. হয় না
৩. মোটেই হয় না ৪. মাঝে মাঝে হয়
৩০। দধীচি মুনির হাড় দিয়ে কী বানানো হয়েছিল?
১. ত্রিশূল ২. বজ্র
৩. খ্তগ ৪. তরবারি
৩১। আমরা শিষ্টাচারের অনুশীলন করব কেন?
১. অনেক টাকা পাব বলে
২. অনেক দিন বাঁচব বলে
৩. শিষ্টাচার ধর্মের অঙ্গ বলে
৪. সকলের চেয়ে শক্তিশালী হব বলে
৩২। পিতা-মাতাকে প্রণাম করলে তা কোথায় পেঁৗছে যায়?
১. স্বর্গে ২. ঈশ্বরের কাছে
৩. আকাশে ৪. ঠাকুরঘরে
৩৩। ধর্মব্যাধ কাদের সেবা করতেন?
১. শিৰকের ২. পিতা-মাতার
৩. দেবতার ৪. মানুষের
৩৪। নিচের কোন দুটি জিনিসসহ কর্ণ জন্মগ্রহণ করেছিলেন?
১. মালা ও বালা ২. কবচ ও কু-ল
৩. তরবারি ও খ্তগ ৪. মুকুট ও হার
৩৫। কে দেশপ্রেমের জন্য বিখ্যাত হয়ে আছেন?
১. কুনত্মী ২. দ্রৌপদী
৩. বিদুলা ৪. গান্ধারী
৩৬। সত্য রৰা করলে ঈশ্বর কী হন?
১. সুখী ২. দুঃখী
৩. রেগে যান ৪. কাঁদেন
৩৭। 'যত মত, তত পথ'_কথাটি কে বলেছেন?
১. রামকৃষ্ণ পরমহংসদেব ২. স্বামী বিবেকানন্দ
৩. স্বামী স্বরূপানন্দ ৪. শঙ্করাচার্য
৩৮। পুরাণমতে ভগবান বিষ্ণু কয়টি অবতারে প্রকাশ পেয়েছেন?
১. সাতটি ২. আটটি
৩. নয়টি ৪. দশটি
৩৯। 'হিংসার ফল' গল্পটি পড়ে কী উপদেশ পেলে?
১. কাউকে ভালোবাসব না ২. কাউকে দয়া করব না
৩. কাউকে হিংসা করব না ৪. কাউকে ৰমা করব না
৪০। বক রাৰসকে কে হত্যা করেছিলেন?
১. যুধিষ্ঠির ২. অজর্ুন
৩. সহদেব ৪. ভীম
৪১। বিশ্বাস ভঙ্গ করলে কী হয়?
১. মহাপাপ ২. পুণ্য
৩. আনন্দ ৪. সুনাম
৪২। খরগোশেরা কীভাবে বিপদ থেকে মুক্ত হয়েছিল?
১. শক্তির জোরে ২. বুদ্ধির জোরে
৩. অন্যদের সহায়তায় ৪. চন্দ্রদেবের কৃপায়
৪। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর: ২ত্ম৫=১০
[পাঁচটি প্রশ্ন থাকবে। পাঁচটিরই উত্তর দিতে হবে।]
১. সকল সৃষ্টির মূলে রয়েছেন।
২. তাঁর ভালোবসলে ঈশ্বরকেই ভালোবাসা হবে।
৩. খল্বিদং ব্রহ্ম।
৪. সকল জীবের মধ্যে ঈশ্বর।
৫. নিয়মিত উপাসনা করা আমাদের ।
৬. প্রার্থনা করার সময়ও দেহ ও মন থাকা প্রয়োজন।
৮. সবিতা নো রাসতাং।
৯. বিষ্ণুকর্তা।
১০. ঈশ্বর যে রূপে সৃষ্টিকে পালন করেন তাঁর নাম।
১১. সকল দেবতার পূজার শুরম্নতেপূজা করতে হয়।
১২. দেবতারা মন্দিরে অবস্থান করেন, তাই মন্দিরও।
১৩. রাণীদৰিণেশ্বরে কালীমন্দির স্থাপন করেন।
১৪. কুম্ভযোগে হরিদ্বারে গঙ্গাস্নান করলেপ্রাপ্তি হয়।
১৫. প্রত্যেক প্রাণী বা জীবের মধ্যে আছে।
১৬. সকল কর্মই কর্ম।
১৭. হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ।
১৮. ঋষি বাল্মীকি মূল রামায়ণভাষার রচনা করেছেন।
১৯. রাম বছরের জন্য বনে যাবে।
২০. দাঁত পরিষ্কার না করলে মুখে হয়।
২১. পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক মানুষের সুন্দর পরিচায়ক।
২২. দেহ-মনকে পবিত্র রাখতে হলেঅপরিহার্য।
২৩. সরলতা একটি মহৎ।
২৪. সরলতার দ্বারালাভ করা যায়।
২৫. উদারতাঅঙ্গ।
২৬. শিষ্টাচার মানুষের বড়।
২৭. পিতরি প্রীতিমাপন্নে প্রীয়নত্মে।
২৮. প্রাচীনকালেনামে একজন ঋষি ছিলেন।
২৯. পিতার কথা রৰার জন্য যমের কাছে গিয়েছিলেন।
৩০. ধর্মব্যাধ তাঁর জীবনেরবলে দিয়েছেন।
৩১. প্রতিজ্ঞা পালন বা রৰা করাও মানুষের একটি।
৩২. দেশপ্রেমওঅঙ্গ।
৩৩. ছিলেন সৌবীর রাজ্যের মহারাণী।
৩৪. রৰা করাও ধর্ম।
৩৫. রাজা প্রহ্লাদ আবারও সত্য রৰা করে নিজের রৰা করলেন।
৩৬. সনাতন অর্থ ।
৩৭. কোনো ধর্মকেইকরা উচিত নয়।
৩৮. একজন অবতার পুরম্নষ আমাদের জন্য জীবনত্ম।
৩৯. কলিযুগের বৈশিষ্ট্য হলো ও ।
৪০. নীতিশিৰাঅঙ্গ।
৪১. আমরা নীতিবাক্য শিখব এবং জীবনে সেগুলো করে চলব।
৪২. পরোপকার করাওঅঙ্গ।
৪৩. এই বণিক বন্ধুটি ছিল ।
৪৪. তবেজন্য বণিককে জরিমানা দিতে হলো।
৪৫. বন থেকে কিছুটা দূরে একটাছিল।
৪৬. আমি স্বয়ং চন্দ্রদেবের।
৫। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যে বাক্যটি সত্য তার ডান পাশে 'সত্য' আর যে বাক্য মিথ্যা তার ডান পাশে 'মিথ্যা' লিখ : ২ত্ম৫=১০
[পাঁচটি প্রশ্ন থাকবে। যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে।]
১. শ্রীশ্রীচ-ীতে আছে শক্তিদেবী বা মাতৃভক্তির কথা।
২. কৃত্তিদাস সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন।
৩. মন্থরা কৈকেয়ীকে কুপরামর্শ দিয়েছিল।
৪. দশরথ কৈকেয়ীকে কুপরামর্শ দিয়েছিল।
৫. হনুমান সীতার কাছে নিজেকে রাবণের দূত হিসেবে পরিচয় দিয়েছিল।
৬. প্রজাদের কল্যাণ সাধনই ছিল রামের জীবনের ব্রত।
৭. বীর কর্ণ কবচ ও কুন্ডলসহ জন্মগ্রহণ করেছিলাম।
৮. সূর্যদেব ছিলেন পা-বদের পৰে।
৯. ইন্দ্র কর্ণের কাছে সোনার হরিণের ছদ্মবেশে এসেছিলেন।
১০. বিদুলা ছিলেন সিন্ধুদেশের রাণী।
১১. বিদুলা সঞ্জয়কে যুদ্ধ করে হারানো রাজ্য উদ্ধার করার জন্য উৎসাহিত করেছিলেন।
১২. সত্যের চেয়ে বড় ধর্ম আর নেই।
১৩. সত্য ঈশ্বরতুল্য।
১৪. সুধন্বা প্রহ্লাদের পুত্র।
১৫. বিরোচন কখনও রাগ করতেন না।
১৬. ঈশ্বরই ধর্মের মূল।
১৭. নিজ ধর্মে অনুগত থাকা শাস্ত্রের নির্দেশ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...