বাংলা
১। -ৈকার ব্যবহার করে ৫টি শব্দ লিখ : উত্তর : বৈশাখ, বৈঠা, বৈমানিক, বৈচিত্র, বৈকাল।
২। বিপরীত শব্দ লিখ :
উত্থান = পতন উদয় = অসত্ম
গরম = ঠা-া আকাশ = পাতাল বর = কনে।
৩। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন কর :
দ্যাবিলয় = বিদ্যালয় জফেহা = হাফেজ
কবিচার = বিচারক শৎর = শরৎ
তোকায়াকা = কাকাতোয়া।
৪। বাক্য রচনা কর :
আযান = ভোরে আযান শুনে ঘুম ভাঙে।
নীল = আকাশের রঙ নীল।
মরম্ন = আমাদের দেশে কোন মরম্নভূমি নেই।
সরল = সরল অংক সরল নয়।
৫। কোন পাখি ডিম পাড়ে না উত্তর : বাদুর।
৬। স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর : সাভারে।
৭। বাংলাদেশে সবচেয়ে বড় সেতুর নাম কি? উত্তর : বঙ্গবন্ধু যমুনা সেতু।
৮। নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি কর।
(ক) আ, চ, না, লো = আলোচনা
(খ) ণ, ন, গ, জ = জনগণ
(গ) ন, ন, বা, হ, যা = যানবাহন
(ঘ) নী, রা, ধা, জ= রাজধানী
(ঙ) তা, এ, রা, ক= একতারা
৯। বিপরীত শব্দ লিখ :
মুক্ত = বন্দী সুনাম = দুর্নাম
আশা = নিরাশা শিৰক =শিৰিকা
১০। মাত্রা ছাড়া স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো লিখ :
মাত্রাবিহীন স্বরবর্ণ ৪টি = এ, ঐ, ও, ঔ
মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ ৭টি = ঙ, ঞ, ৰ, ৎ, ং, ঃ
১১। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর :
স্বাধীনতা = স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।
মৌমাছি = মৌমাছি মধু আহরণ করে।
নদী = বাংলাদেশ নদীমাতৃক দেশ।
গরম = আজ খুব গরম পড়েছে।
মেলা = আমাদের গ্রামে বৈশাখি মেলা হয়।
১২। নিচের চিহ্নগুলো দিয়ে একটি করে পশুর নাম লিখ :
ি= বিড়াল, ু = কুকুর, া = আমরা
ে= কেয়া, ূ = ময়ূর
১৩। শূন্যস্থান পূরণ কর :
ক) ঘোড়া গাড়ি টানে। খ) মলিস্নকা একটি ফুলের নাম।
গ) তোমার বাবার ভাই তোমার চাচা হন ঘ) দোয়েলকে জাতীয় পাখি বলা হয়।
ঙ) কুকুর ডাকে ঘেউ ঘেউ করে।
ইংরেজি
১। নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি কর :
(Re-arrage the words and make sentence).
Deep river a the is Meghna
Ans : The Meghna is a deep river.
A father your is teacher.
Ans : Your father is a teacher.
Are friend my you.
Ans : You are my friend.
Name is what your?
Ans : What is your name?
2| `vM †U‡b `yÕc‡ÿi kã wgjvI :
(Match the following by drawing lines).
Milk Sister
School Capital
Shoe Teacher
Dhaka Feet
River White
Brother water
3| cÖ‡kœi DËi †jL : (Answer the question).
Who is our national poet, Ans : Kaby Kazi Nazrul Islam.
4| Bs‡iwR‡Z †jL : (Translate in to English)
a. †m Lye Ajm Ans : He is very lazy
b. AvMvgxKvj ïµevi Ans : Tomorrow will be friday.
c. Mvwf Avgv‡`i `ya †`q The cow gives us milk.
d. Zgv nvm‡Q Ans : Tama is laughing.
5| wecixZ kã †jL : (Write opposite words)
Good = Bad Black = White
Small = Big Night = Day
Hate = Love
6| kãv_© wjL :
West = cwðg, Yellow = njy`, Sparrow = PoyB
Magpie = †`v‡qj, Marigold= Muv`vdzj|
7| Bs‡iwR‡Z Abyev` Ki :
emšÍKvj = Spring e„wó = Rain
Ajm = Idle Lvwj = Empty ivRavbx = Capital
8| Bs‡iwR‡Z 4wU dz‡ji bvg †jL :
Rose, Tube-rose, Marigold, Sunflower, Tulip.
9| wgj Ki :
Pen Food Cow
Ink Man Gas
Car Grass
Ans : Pen = Ink, Cow = Grass, Man = Food, Car = Gas
10| a) †k‡l ir Av‡Q Ggb `ywU kã wjL : Ans : Chair, Air
b) †k‡l Ck Av‡Q Ggb `ywU kã wjL : Ans : Check, quack
গণিত
১। তোমার কাছে ২১ টাকা আছে। তোমার ভাই রনির কাছে ১০ টাকা থাকলে তোমার কত টাকা আছে?
উত্তর : ২১-১০ = ১১ টাকা।
২। তোমার কাছে ১ ডজন কলা আছে তা থেকে ছোট ভাইকে যদি ৬টি কলা দিয়ে দাও তাহলে কয়টি কলা থাকবে?
উত্তর : ১২-৬=৬টি কলা
৩। ৩৬, ২৫, ১৮, ৫০, ৪৫, ৩১ সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাও।
উত্তর : ৫০, ৪৫, ৩৬, ৩১, ২৫, ১৮।
৪। ১টি গরম্ন, একজন মানুষ ও ১টি মুরগির মোট কয়টি পা আছে?
উত্তর : ৪+২+২=৮টি পা আছে।
৫। এক গজে কত ফুট?
উত্তর : ৩ ফুট।
৬। জোড় ও বিজোড় সংখ্যাগুলো আলাদা করে লিখ :
১২৭, ১৩৮, ১৫০, ২৩৩, ৩৫২, ৪৭, ৩১, ১১০, ২০০
জোড় সংখ্যা : ১১০, ১৩৮, ১৫০, ২০০, ৩৫২
বিজোড় সংখ্যা : ৪৭, ৩১, ১২৭, ২৩৩
৭। খালি ঘরে যথার্থ সংখ্যা বসাও :
ক) ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০
খ) ৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬, ৪২, ৪৮, ৫৪, ৬০
৯। '৭'-এর নামতা লিখ :
উত্তর :
১০। তোমার কাছে ৫০ টাকা আছে। তুমি কেক, আইসক্রীম ও চকলেট কিনলে তোমার কাছে কত টাকা থাকবে? [একটি কেক=১০ টাকা, ১টি চকলেট=৫, ১টি আইসক্রীম = ১২]
সমাধান, মোট টাকা = ১০+১২+৫=২৭ টাকা।
আমার কাছে থাকবে = (৫০-২৭) টাকা = ২৩ টাকা। উত্তর : ২৩ টাকা থাকবে।
১১। তোমার ৩ জোড়া জুতা আছে। তোমার মোট জুতা কয়টি?
আমরা জানি, ১ জোড়া = ২টি
৩ জোড়া = ৩ ২=৬টি। উত্তর : আমার কাছে ৬টি জুতা আছে।
১২। শূন্যস্থান পূরণ কর :
ক) ৭, ১৪ ২১ ২৮ ৩৫
খ) ১ ঘণ্টা=৩৬০০ সেকেন্ড
গ) ৬+ ১০ =১৬
১৩। তোমার জন্মদিনে তুমি ২৭টি পুতুল পেলে। তোমার বোনকে ১০টি দিলে। তোমার নানা তোমাকে আরও ৫টি পুতুল দিলেন। এখন তোমার কয়টি পুতুল হল।
উত্তর : ২৭-১০=১৭+৫=২২টি উত্তর : ২২টি পুতুল আছে।
১৪। একটি ক্লাসে ৬০ জন ছাত্রী ছিল। একদিন ৪৩ জন ছাত্রী উপস্থিত ছিল। ঐ স্কুলে কতজন ছাত্রী অনুপস্থিত ছিল?
উত্তর : ৬০-৪৩=১৭ জন। উত্তর : ১৭ জন ছাত্রী অনুপস্থিত ছিল।
No comments:
Post a Comment