Wednesday, August 8, 2012

পরিবেশ পরিচিতি বিজ্ঞান for PEC Exam


সময়- ২ ঘণ্টা, পূর্ণমান-১০০

(দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)


১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×১০=১০

ক) নিচের কোন উদ্ভিদটি বিরুৎ জাতীয়?
১) সেগুন ২) রঙ্গন
৩) সরিষা ৪) তাল
খ) নিচের কোনটি চিকিৎসাক্ষেত্রের প্রযুক্তি?
১) স্টিমার ২) ইসিজি
৩) ড্রামসিডার ৪) ফ্যাক্স
গ) কোন উদ্ভিদটি একবীজপত্রী?
১) আলু খ) জাম
গ) কাঁঠাল ঘ) তাল
ঘ) সুষম খাদ্যের অভাবে শিশু পুষ্টিহীনতায় ভোগে। এর ফলে শিশুর—
ক) বারবার বমি হয়
খ) ঘন ঘন ডায়রিয়া হয়
গ) মাথা ব্যথা ও ঘাম হয়
ঘ) মানসিক বিকাশ সঠিকভাবে হয় না
ঙ) বেশি শর্করা পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো খাবে?
ক) মাংস, দুধ, ডিম
খ) রুটি, ভাত, আলু
গ) আম, পেয়ারা, কমলা
ঘ) বাদাম, ঘি, মাখন
চ) বানর মেরুদণ্ডী প্রাণী। কারণ—
ক) শিকার ধরে খায়
খ) মেরুদণ্ড আছে
গ) আকারে ছোট
ঘ) দেহে ফুসফুস আছে
ছ) বায়ুর মাধ্যমে যে রোগটি ছড়ায়, তা শনাক্ত করো।
ক) আমাশয়
খ) হেপাটাইটিস
গ) যক্ষ্মা
ঘ) এইডস
জ) তোমার ছোট ভাইয়ের ডায়রিয়া হলে তুমি কী করবে?
ক) ঘন ঘন তার মাথায় পানি দেব
খ) তাকে খাওয়ার স্যালাইন খাওয়ানো শুরু করব
গ) তাকে আলো-বাতাসপূর্ণ আলাদা ঘরে রাখব
ঘ) তাকে আমিষ জাতীয় খাবার খাওয়ানো শুরু করব
ঝ) সোহাগের রাতকানা রোগ হয়েছে। তাকে কোন জাতীয় খাদ্য খেতে পরামর্শ দেবে?
ক) আলু ও চিনি
ক) মাখন ও ঘি
গ) মলা ও ঢেলা মাছ
ঘ) আমলকী ও কামরাঙ্গা
ঞ) তোমার বাড়ির আঙিনার ঝাড়ু দেওয়া আবর্জনা তুমি কী করবে?
ক) আগুন দিয়ে পুড়ে ফেলব
খ) আঙিনায় বস্তাবন্দী করে রাখব
গ) বাড়ির কোনায় স্তূপ করে রাখব
ঘ) গর্ত করে মাটি চাপা দেব
২। নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ কর: ২×৫=১০
(ক) পাইনাসের পাতা — মতো।
(খ) মেরু অঞ্চলে প্রায় নয় মাস — থাকে।
(গ) পৃথিবীতে দিন-রাত হয় — গতির ফলে।
(ঘ) টিভির রিমোট কন্ট্রোলে — সংকেত ব্যবহার করা হয়।
(ঙ) কম্পিউটারে যোগাযোগের জন্য একটি — থাকে।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো: ২×৫=১০
(ক) আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।
(খ) শুকনো কাঠ বিদ্যুৎ পরিবাহী।
(গ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।
(ঘ) আদমশুমারি হয় ১০ বছর অন্তর।
(ঙ) কমলালেবু শীতকালীন ফল।
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো ১০টি):
৩×১০=৩০
(ক) শৈবাল ও ছত্রাকের তিনটি পার্থক্য লেখো।
(খ) ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
(গ) তিনটি প্রাণিজ আমিষের নাম লেখো।
(ঘ) চোখের দুটি রোগের নাম লেখো। রাতকানা রোগ কেন হয়?
(ঙ) প্রাথমিক চিকিৎসা কাকে বলে?
(চ) বস্তুর ওজন বলতে কী বুঝ?
(ছ) মৌলিক ও যৌগিক পদার্থের তিনটি পার্থক্য লেখো।
(জ) গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও।
(ঝ) জনসংখ্যার ঘনত্ব বলতে কী বুঝ?
(ঞ) জলবায়ু কাকে বলে? জলবায়ুর দুটি উপাদানের নাম লেখো।
(ট) প্রযুক্তি বলতে কী বুঝ? চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত দুটি প্রযুক্তির নাম লেখো।
(ঠ) ইন্টারনেট ব্যবহারের তিনটি সুবিধা লেখো।
৬। যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও (বর্ণনামূলক): ৮×৪=৩২
(ক) অভিযোজন কাকে বলে? কোন কোন বৈশিষ্ট্যের কারণে সাদা ভালুক মেরু এলাকায় অভিযোজিত হয়েছে উল্লেখ করো।
(খ) এইডস রোগের ভাইরাসটির পুরো নাম কী? কোন কোন উপায়ে একজন ব্যক্তি এইডস রোগে আক্রান্ত হতে পারে, তা লেখো।
(গ) পদার্থের অবস্থা কয়টি ও কী কী? প্রত্যেক অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো।
(ঘ) একটি বিদ্যুৎ কোষ কীভাবে কাজ করে চিত্রসহ বর্ণনা করো।
(ঙ) বায়ুর যে ওজন আছে তা প্রমাণের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করো।
(চ) কম্পিউটারের মৌলিক কাঠামো এঁকে তার বিভিন্ন অংশের কাজের বিবরণ দাও।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...