Friday, August 10, 2012

খ্রিষ্টধর্ম শিক্ষা for PEC Exam

খ্রিষ্টধর্ম শিক্ষা
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য:-ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:
১x১০ = ১০
ক. ঈশ্বর মোশীর সঙ্গে আরোনকে (হারোনকে) দিলেন, কারণ আরোন ছিলেন—
১) ভালো যোদ্ধা ২) খুব মেধাবী
৩) খুব সাহসী ৪) ভালো বক্তা
খ. এস্থার (ইস্টের) কার পালিত কন্যা ছিলেন—
১) আশেরো ২) আবিহাইল
৩) ভাশতি ৪) মোরদেকাই
গ. যীশুর অনুসারী লোকেরা—
১) ঈশ্বরের ইচ্ছা পূরণকরে বলেন
২) ধর্মকে সবার ওপর প্রাধান্য দিতে হবে
৩) রাষ্ট্রের আইন মানতে উৎসাহ দেন
৪) মা মেরীর ইচ্ছা পালন করে চলেন
ঘ. যারা অন্যায় কাজ করে, ঈশ্বর কেন তাদের তাৎক্ষণিক শাস্তি দেন না?
১) ঈশ্বর ভালো হওয়ার সুযোগ দেন
২) ঈশ্বর যথাসময়ে তাদের শাস্তি দেবেন
৩) ঈশ্বর সবই দেখেন এবং মনে রাখেন
৪) একমাত্র ঈশ্বরই জানেন কখন এবং কাকে শাস্তি দেওয়া হবে
ঙ. বিপদের মুখে ঈশ্বর ইসরায়েলিদের রক্ষা করেছিলেন, আমরাও বিপদ হতে রক্ষা পেতে যা করব—
১) মানুষের দয়া কামনা
২) ঈশ্বরের কাছে প্রার্থনা
৩) প্রবক্তাদের কাছে প্রার্থনা
৪) পবিত্র আত্মার কাছে প্রার্থনা
চ. প্রকৃত সুখী মানুষ হলো তাঁরা—
১) যাদের অনেক ক্ষমতা আছে
২) যাদের প্রচুর ধনসম্পদ আছে
৩) যারা প্রভুর ইচ্ছা পালন করে
৪) যারা অনেক কষ্ট সহ্য করতে পারে
ছ. নিনিভে (নীনবী) নগরের লোকদের পাপ ক্ষমার ঘটনার শিক্ষা হলো—
১) ঈশ্বর ক্ষমাশীল
২) পাপীকে ঘৃণা করা উচিত
৩) পাপ করলে ঈশ্বর শাস্তি দেন
৪) পাপ করলে আমাদের হতাশ হওয়া উচিত
জ. আমাদের আত্মা খাবার পায়—
১) খেলাধুলা করে
২) বন্ধুদের সাথে গল্প করে
৩) ঈশ্বরের ধ্যান ও তাঁর চিন্তায়
৪) পরিবারের সাথে সময় কাটিয়ে
ঝ. ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করলে আমরা—
১) পৃথিবীতে নির্যাতিত হব
২) মৃত্যুর পরে স্বর্গে যেতে পারব
৩) পৃথিবীতে সুখেশান্তিতে থাকতে পারব
৪) দুনিয়ায় অনেক অর্থসম্পদের মালিক হতে পারব
ঞ. বিশ্রামবারে আমরা কেন চার্চে গিয়ে প্রার্থনা করি?
১) ঈশ্বর সৃষ্টির সপ্তম দিনে বিশ্রাম নিয়ে দিনটিকে আশীর্বাদ করেছেন
২) চার্চে সংগীত পরিবেশন করতে ভালো লাগে
৩) সবাই চার্চে গিয়ে একত্রে প্রার্থনা করব
৪) চার্চে গেলে অনেক বন্ধুর সাথে দেখা হয়
২। সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো। ২x৫=১০
ক) আব্রাহামের মধ্য দিয়ে ঈশ্বর — জাতিকে আহ্বান করেছিলেন
খ) মনোবল দ্বারা আমরা — সময় দৃঢ় থাকতে পারি।
গ) প্রবক্তা দানিয়েল মৃতদের — সম্পর্কে কথা বলেছেন।
ঘ) পবিত্র আত্মা তাঁদেরকে—দিলেন।
ঙ) ঈশ্বরের রাজ্য বলতে— বোঝায়।
৩। প্রদত্ত বাক্যগুলোকে খাতায় লিখে ‘শুদ্ধ’ উত্তরে ডান পাশে ‘শুদ্ধ’ এবং ‘অশুদ্ধ’ উত্তরে ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ। ২x৫= ১০
ক) সপ্তম দিনে ঈশ্বর বিশ্রাম করলেন।
খ) ঈশ্বর মানুষকে দিয়েছেন দেহ, মন ও আত্মা।
গ) ভাইয়েরা যোসেফকে খুব আদর করত।
ঘ) নিনিভের রাজা চটের কাপড় পরে মাটির ওপর বসলেন।
ঙ) খ্রিষ্টমণ্ডলীর একটি বড় পর্ব হচ্ছে পঞ্চাশত্তমী।
৪। বাঁ পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো: ২x৫ = ১০
ক) ঈশ্বর তাঁর
খ) পূর্ণভাবে সুখী হতে চাইলে
গ) অন্যের সেবা করার মধ্য দিয়ে
ঘ) পরের দ্রব্যে
ঙ) পিতা-মাতাকে লোভ করো না।
সম্মান করবে।
নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন।
সাহায্য করবে।
নিজের সুনাম অর্জন করা।
যীশুকে সেবা করা হয়।
আমাদের ঈশ্বরের ইচ্ছা জানতে হবে।
৫। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো পাঁচটি): ৪x৫=২০
ক) মিসরীয়দের ওপর ঈশ্বরের সবচেয়ে মারাত্মক আঘাতটি কী ছিল?
খ) মানুষের প্রধান সদগুণগুলো কী কী?
গ) ঈশ্বর ছাড়া আর কার পাপ ক্ষমা করার ক্ষমতা আছে?
ঘ) যীশু কেন আশ্চর্য কাজ করেছেন?
ঙ) নোবেল পুরস্কার নেওয়ার সময় মাদার তেরেসা কী বলেছিলেন?
চ) পবিত্র আত্মার দান কয়টি ও কী কী?
ছ) প্রলোভনে পড়লে আমাদের কী করার সম্ভাবনা থাকে?
৬। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৮x৫=৪০
ক) বিশ্রামবার পালন করার অর্থ বুঝিয়ে লেখো।
খ) তুমি কীভাবে ঈশ্বরে ইচ্ছা পালন কর?
গ) ঈশ্বরে দশ আজ্ঞার দ্বিতীয় ভাগের আজ্ঞাগুলো লেখো।
ঘ) যীশু কেন এ জগতে জন্ম নিলেন?
ঙ) আধ্যাত্মিক মৃত্যু কীভাবে হয়?
চ) কীভাবে সৌল দৃষ্টি ফিরে পেলেন?
ছ) পোপ দ্বিতীয় জন পলের ক্ষমার আদর্শ সম্পর্কে লেখো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...