পাঠ-২:
বাংলা
ভাষায় ব্যবহূত শব্দের পরিচয়
১। বাংলা ভূখণ্ডে কারা প্রথম এসেছে?
ক) অস্ট্রিক খ) দ্রাবিড় গ) আর্য ঘ) কোল
২। যারা বাঙালি জাতির গোড়াপত্তন করেছে তাদেরকে কী বলা হতো?
ক) আর্য খ) বং গ) ঋষি ঘ) অনার্য
৩। আর্যদের প্রমিত কথ্য এবং লেখ্য ভাষা কোনটি?
ক) অসমিয়া খ) উড়িয়া গ) বৈদিক ঘ) প্রাকৃত
৪। বৈদিক থেকে কোন ভাষা গড়ে উঠেছে?
ক) মুন্ডারী খ) সংস্কৃত গ) প্রাকৃত ঘ) অসমিয়া
৫। উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
৬। যে সকল শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদেরকে কী শব্দ বলে?
ক) অর্থতত্সম শব্দ খ) তত্সম শব্দ
গ) তদ্ভব শব্দ ঘ) সংস্কৃত শব্দ
৭। ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
ক) তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি
৮। কোনটি তত্সম শব্দের উদাহরণ?
ক) কুচ্ছিত খ) বেগম গ) গিন্নী ঘ) হস্ত
৯। কথ্য সংস্কৃত ভাষার পরিবর্তিত রূপ কী বলে?
ক) প্রাকৃত খ) পালি গ) বাংলা ঘ) উড়িয়া
১০। প্রাকৃত ভাষাগুলোর কয়টি রূপ ছিল?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি।
১১। বাংলা ভাষা কোন প্রাকৃতের পরিবর্তিত রূপ?
ক) মাগধি প্রাকৃত খ) মহারাষ্ট্রীয় প্রাকৃত
গ) গৌড়ীয় প্রাকৃত ঘ) অর্থ মাগধী প্রাকৃত
১২। বাংলা ভাষার যে শব্দগুলো তত্সম শব্দ থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপ পেয়েছে তাদেরকে কী শব্দ বলা হয়?
ক) অর্ধ-তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) পারিভাষিক
১৩। ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর?
ক) দেশি খ) তত্সম গ) তদ্ভব ঘ) বিদেশি
১৪। তদ্ভব শব্দ কোনটি?
ক) গিন্নি খ) পেট গ) চন্দ্র ঘ) আজ
১৫। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহূত শব্দ কোনটি?
ক) তত্সম শব্দ খ) তদ্ভব শব্দগ
) অর্ধ-তত্সম শব্দ ঘ) দেশি শব্দ
১৬। অর্ধ-তত্সম শব্দ কোনটি?
ক) অদ্য খ) মস্তক গ) হস্ত ঘ) গিন্নি
১৭। বাংলা ভাষায় গৃহীত মুণ্ডা, কোল, প্রভৃতি ভাষার শব্দগুলোকে কী শব্দ বলা হয়?
ক) তত্সম খ) অর্ধ-তত্সম গ) দেশি ঘ) বিদেশি
১৮। অনার্য জাতির ব্যবহূত শব্দকে কী বলে?
ক) দেশি শব্দ খ) বিদেশি শব্দ
গ) তত্সম শব্দ ঘ) বাংলা শব্দ
১৯। কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক) সূর্য খ) কুড়ি গ) চা ঘ) ধর্ম
২০। তামিল ভাষার শব্দ কোনটি?
ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি
২১। মুণ্ডারী ভাষায় শব্দ কোনটি?
ক) কড়ি খ) পেট গ) চুলা ঘ) ডাব
২২। ‘দাম’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি খ) ফরাসি গ) চিনা ঘ) গ্রিক
২৩। আরবি ভাষার শব্দ কোনটি?
ক) বেহশত খ) ঈমান গ) খোদা ঘ) বান্দা
২৪। খোদা, পয়গম্বর, বেহেশত, বেগম, বান্দা, তারিখ, দোকান কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি গ) তুর্কি ঘ) ফরাসি
সঠিকউত্তর:
১ক.২খ.৩গ.৪খ.৫গ.৬খ.৭ক.৮ঘ.৯ক.১০ক.১১গ.১২খ.১৩গ.১৪ঘ.১৫গ.১৬ঘ.১৭গ.১৮ক.১৯খ.২০ক.২১গ.২২ঘ.২৩খ,২৪খ
১। বাংলা ভূখণ্ডে কারা প্রথম এসেছে?
ক) অস্ট্রিক খ) দ্রাবিড় গ) আর্য ঘ) কোল
২। যারা বাঙালি জাতির গোড়াপত্তন করেছে তাদেরকে কী বলা হতো?
ক) আর্য খ) বং গ) ঋষি ঘ) অনার্য
৩। আর্যদের প্রমিত কথ্য এবং লেখ্য ভাষা কোনটি?
ক) অসমিয়া খ) উড়িয়া গ) বৈদিক ঘ) প্রাকৃত
৪। বৈদিক থেকে কোন ভাষা গড়ে উঠেছে?
ক) মুন্ডারী খ) সংস্কৃত গ) প্রাকৃত ঘ) অসমিয়া
৫। উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
৬। যে সকল শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদেরকে কী শব্দ বলে?
ক) অর্থতত্সম শব্দ খ) তত্সম শব্দ
গ) তদ্ভব শব্দ ঘ) সংস্কৃত শব্দ
৭। ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
ক) তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি
৮। কোনটি তত্সম শব্দের উদাহরণ?
ক) কুচ্ছিত খ) বেগম গ) গিন্নী ঘ) হস্ত
৯। কথ্য সংস্কৃত ভাষার পরিবর্তিত রূপ কী বলে?
ক) প্রাকৃত খ) পালি গ) বাংলা ঘ) উড়িয়া
১০। প্রাকৃত ভাষাগুলোর কয়টি রূপ ছিল?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি।
১১। বাংলা ভাষা কোন প্রাকৃতের পরিবর্তিত রূপ?
ক) মাগধি প্রাকৃত খ) মহারাষ্ট্রীয় প্রাকৃত
গ) গৌড়ীয় প্রাকৃত ঘ) অর্থ মাগধী প্রাকৃত
১২। বাংলা ভাষার যে শব্দগুলো তত্সম শব্দ থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত রূপ পেয়েছে তাদেরকে কী শব্দ বলা হয়?
ক) অর্ধ-তত্সম খ) তদ্ভব গ) দেশি ঘ) পারিভাষিক
১৩। ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর?
ক) দেশি খ) তত্সম গ) তদ্ভব ঘ) বিদেশি
১৪। তদ্ভব শব্দ কোনটি?
ক) গিন্নি খ) পেট গ) চন্দ্র ঘ) আজ
১৫। সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপ ব্যবহূত শব্দ কোনটি?
ক) তত্সম শব্দ খ) তদ্ভব শব্দগ
) অর্ধ-তত্সম শব্দ ঘ) দেশি শব্দ
১৬। অর্ধ-তত্সম শব্দ কোনটি?
ক) অদ্য খ) মস্তক গ) হস্ত ঘ) গিন্নি
১৭। বাংলা ভাষায় গৃহীত মুণ্ডা, কোল, প্রভৃতি ভাষার শব্দগুলোকে কী শব্দ বলা হয়?
ক) তত্সম খ) অর্ধ-তত্সম গ) দেশি ঘ) বিদেশি
১৮। অনার্য জাতির ব্যবহূত শব্দকে কী বলে?
ক) দেশি শব্দ খ) বিদেশি শব্দ
গ) তত্সম শব্দ ঘ) বাংলা শব্দ
১৯। কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক) সূর্য খ) কুড়ি গ) চা ঘ) ধর্ম
২০। তামিল ভাষার শব্দ কোনটি?
ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি
২১। মুণ্ডারী ভাষায় শব্দ কোনটি?
ক) কড়ি খ) পেট গ) চুলা ঘ) ডাব
২২। ‘দাম’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি খ) ফরাসি গ) চিনা ঘ) গ্রিক
২৩। আরবি ভাষার শব্দ কোনটি?
ক) বেহশত খ) ঈমান গ) খোদা ঘ) বান্দা
২৪। খোদা, পয়গম্বর, বেহেশত, বেগম, বান্দা, তারিখ, দোকান কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি গ) তুর্কি ঘ) ফরাসি
সঠিকউত্তর:
১ক.২খ.৩গ.৪খ.৫গ.৬খ.৭ক.৮ঘ.৯ক.১০ক.১১গ.১২খ.১৩গ.১৪ঘ.১৫গ.১৬ঘ.১৭গ.১৮ক.১৯খ.২০ক.২১গ.২২ঘ.২৩খ,২৪খ
No comments:
Post a Comment