Sunday, August 12, 2012

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলা

পাঠ-১:শব্দ ও শব্দের গঠন

১। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?
ক) বর্ণ    খ) পদ    গ) শব্দ      ঘ) প্রত্যয়
২। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক) বর্ণ  খ) স্বরবর্ণ   গ) ব্যঞ্জনবর্ণ            ঘ) ধ্বনি
৩। শব্দ গঠনের প্রথম উপায় কোনটি?
ক) উপসর্গ যোগ       খ) প্রত্যয় যোগ
গ) অনুসর্গ যোগ       ঘ) বর্ণের সঙ্গে বর্ণ যোগ।
৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার  খ) ফলা  গ) মাত্রা      ঘ) রেফ
৫। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) কার   খ) ফলা   গ) মাত্রা    ঘ) রেফ
৬। কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই?
ক) অ      খ) আ     গ) ঋ      ঘ) এ
৭। ‘র’-এর সংক্ষিপ্ত ‘রূপ’ কয়টি?
ক) একটি  খ) দুটি   গ) তিনটি  ঘ) চারটি
৮। পদ হতে গেলে শব্দের সঙ্গে কী যুক্ত থাকতেই হবে?
ক) বিভক্তিখ) উপসর্গগ) প্রত্যয়   ঘ) অনুসর্গ
৯। বাক্যে ব্যবহূত বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
ক) প্রকৃতি   খ) প্রত্যয়   গ) ধাতু ঘ) পদ
১০। পদের গঠনে কয়টি অর্থযুক্ত অংশ থাকে?
ক) একটি  খ) দুটি   গ) তিনটি  ঘ) চারটি
১১। শব্দের বা পদের মূল অর্থময় অংশকে কী বলে?
ক) বিভক্তিখ) উপসর্গগ) প্রকৃতিঘ) প্রত্যয়
১২। প্রকৃতি কয় প্রকার?
ক) দুই প্রকার          খ) তিন প্রকার
গ) চার প্রকার         ঘ) পাঁচ প্রকার
১৩। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
ক) উপসর্গ খ) অনুসর্গ গ) প্রত্যয়             ঘ) ধাতু
১৪। কোনটি নাম প্রকৃতির অন্তর্ভুক্ত নয়?
ক) বিশেষ্য খ) সর্বনাম গ) ক্রিয়া ঘ) অব্যয়
১৫। দুটি শব্দের মধ্যে যুক্ত অংশকে কী বলা হয়?
ক) আদ্যাগম           খ) মধ্যাগম
গ) মধ্যগত            ঘ) পরাগম
১৬। শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলা হয়?
ক) প্রকৃতিখ) প্রত্যয় গ) উপসগ   র্ঘ) বিভক্তি
১৭। শব্দের শেষে যুক্ত অংশ কয় প্রকার?
ক) দুই   খ) তিন   গ) চার      ঘ) পাঁচ
১৮। নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি শেষে যে ধ্বনি বা ধ্বসিসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কী বলে?
ক) উপসর্গখ) অনুসর্গগ) বিভক্তিঘ) প্রত্যয়
১৯। বিভক্তি কয় প্রকার?
ক) দুই     খ) তিন      গ) চার ঘ) পাঁচ
২০। নাম প্রকৃতির সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে তাকে কী বলে?
ক) ধাতু   খ) প্রত্যয়
গ) শব্দবিভক্তি         ঘ) ক্রিয়াবিভক্তি
২১। শব্দ বিভক্তিকে আর কী বলা হয়?
ক) ক্রিয়া বিভক্তি     খ) কারক বিভক্তি
গ) সমাস বিভক্তি     ঘ) কোনটি নয়
২২। ক্রিয়া বা ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে কী বলে?
ক) শব্দ বিভক্তি       খ) কারক বিভক্তি
গ) ক্রিয়া বিভক্তি      ঘ) প্রত্যয়
সঠিকউত্তর:
১গ.২ঘ.৩ঘ.৪ক.৫খ.৬ক.৭খ.৮ক.৯ঘ.১০খ.১১গ.১২ক.১৩ঘ.১৪গ.১৫খ.১৬গ.১৭ক.১৮গ.১৯ক.২০গ.২১খ.২২গ.২৩ক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...