বহু নির্বাচনী প্রশ্ন
দ্বিতীয় অধ্যায়
১। অতিরিক্ত জ্বরে হালকা কাপড় পরাতে হয় কেন?
ক. ঘাম শোষণের জন্য
খ. আরামবোধ হওয়ার জন্য
গ. বেশি কাপড়-চোপড় ভালো লাগে না বলে
ঘ. জ্বরের সময় হালকা কাপড় পরানো নিয়ম
২। জ্বরে খাদ্যশক্তির চাহিদা বেশি থাকে কেন?
ক. এই সময় বেশি খাদ্যের প্রয়োজন হয় খ. জ্বরের সময় বেশি খেতে ইচ্ছে করে
গ. জ্বরের কারণে রুচি বেড়ে যায় ঘ. জ্বরে বিপাকক্রিয়া বেড়ে যায়
৩। ধনুষ্টঙ্কার রোগের জীবাণু দেহে প্রবেশ করে_
i. দেহের কোনো অংশ কাটাছেঁড়া থাকলে
ii. ধুলাবালির সঙ্গে iii. হাঁচিকাশির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪। গর্ভবতী মাকে টিটি ভ্যাকসিন দেওয়া হয়। কারণ_
i. শিশুকে পোলিওর হাত থেকে রক্ষা করার জন্য
ii. শিশুকে যক্ষ্মার হাত থেকে রক্ষা করার জন্য
iii. শিশুকে ধনুষ্টঙ্কারের হাত থেকে রক্ষা করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৫। পোলিও রোগে আক্রান্তদের পক্ষাঘাত হওয়ার পূর্ব লক্ষণ দেখা দিলে কোন ব্যবস্থা গ্রহণ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো?
i. রোগীকে আলাদা করে রাখা
ii. দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা
iii. ধৈর্যের সঙ্গে সেবাযত্ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iiও iii ঘ. i, ii ও iii
৬। ছবির বই দেখে শিশু অক্ষরজ্ঞানের সঙ্গে আর কী শিখতে পারে?
ক. বিভিন্ন খেলার নাম
খ. ফলমূল ও পাখির নাম
গ. বিভিন্ন গাছের নাম
ঘ. বিভিন্ন বই-পুস্তকের নাম
৭। শিশুর কল্পনাশক্তির বিকাশে সহায়ক হয় কোন বই পড়লে?
ক. ডিটেকটিভ বই খ. ঐতিহাসিক বই
গ. রূপকথার বই ঘ. ধর্মীয় বই
৮। রেডিওর কোন অনুষ্ঠান শিশুর নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে?
ক. সামাজিক অনুষ্ঠান খ. ধর্মীয় অনুষ্ঠান
গ. পারিবারিক অনুষ্ঠান ঘ. বিতর্ক অনুষ্ঠান
৯। টিভিতে সামাজিক ছবি প্রদর্শিত হয় কেন?
ক. সময় কাটানোর জন্য
খ. বিনোদনের জন্য
গ. নৈতিক গুণাবলি অর্জনের জন্য ঘ. চারিত্রিক গুণাবলি অর্জনের জন্য
১০। সামাজিক ছবি দেখে কিভাবে চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়?
ক. অভিনীত চরিত্রের গুণাবলি অনুসরণ করে
খ. ভালো ছবি দেখে
গ. সামাজিক নাটক দেখে
ঘ. সিনেমা দেখে
১১। শিশুর আগ্রহ সৃষ্টির জন্য খুবই উপযোগী_
ক. পত্রিকার মজার খবর
খ. রঙিন ছবিযুক্ত আকর্ষণীয় বই
গ. পত্রিকার কার্টুন
ঘ. টেলিভিশনের মজার অনুষ্ঠান
১২। 'দেহ ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত।' এই বাক্যটির ক্ষেত্রে কোন উত্তরটি প্রযোজ্য?
ক. মন ভালো না থাকলে কোনো কাজ ভালো লাগে না
খ. মন ভালো না থাকলেও চলে
গ. মন সুস্থ থাকলে শারীরিক বিকাশও সহজে লাভ করা যায়
ঘ. মনের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩, ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণীর ছাত্রী রিমু। স্কুল শেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। অবশ্য বাড়িতে এসেই তার ক্লান্তি দূর হয়ে যায়। কারণ বাড়িতে পত্রিকা, রেডিও এবং টিভি আছে। এসব থেকে অনেক কিছু শেখা যায়।
১৩। রিমুর শরীর ও মনের অবসন্নতা কিভাবে দূর হয়?
ক. অবসর সময়ে অনুষ্ঠানাদি শুনে খ. ঘুমিয়ে
গ. খেলাধুলা করে
ঘ. ভালো ভালো খাবার খেয়ে
১৪। শিশুরা চারপাশের অনেক কিছু দেখেশুনে অভিজ্ঞতা অর্জন করতে পারে। প্রত্যক্ষ অভিজ্ঞতা পাওয়া যায়_
ক. টেলিফোনের মাধ্যমে খ. পত্রিকার মাধ্যমে
গ. রেডিওর মাধ্যমে ঘ. বইয়ের মাধ্যমে
১৫। শিশুর সত্যবাদিতা, সাধুতা ইত্যাদি নৈতিক গুণাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে_
ক. নাটক প্রচার
খ. ছায়াছবি প্রচার
গ. শিক্ষকবৃন্দ
ঘ. টিভিতে প্রচারিত ধর্মীয় অনুষ্ঠান
১। অতিরিক্ত জ্বরে হালকা কাপড় পরাতে হয় কেন?
ক. ঘাম শোষণের জন্য
খ. আরামবোধ হওয়ার জন্য
গ. বেশি কাপড়-চোপড় ভালো লাগে না বলে
ঘ. জ্বরের সময় হালকা কাপড় পরানো নিয়ম
২। জ্বরে খাদ্যশক্তির চাহিদা বেশি থাকে কেন?
ক. এই সময় বেশি খাদ্যের প্রয়োজন হয় খ. জ্বরের সময় বেশি খেতে ইচ্ছে করে
গ. জ্বরের কারণে রুচি বেড়ে যায় ঘ. জ্বরে বিপাকক্রিয়া বেড়ে যায়
৩। ধনুষ্টঙ্কার রোগের জীবাণু দেহে প্রবেশ করে_
i. দেহের কোনো অংশ কাটাছেঁড়া থাকলে
ii. ধুলাবালির সঙ্গে iii. হাঁচিকাশির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪। গর্ভবতী মাকে টিটি ভ্যাকসিন দেওয়া হয়। কারণ_
i. শিশুকে পোলিওর হাত থেকে রক্ষা করার জন্য
ii. শিশুকে যক্ষ্মার হাত থেকে রক্ষা করার জন্য
iii. শিশুকে ধনুষ্টঙ্কারের হাত থেকে রক্ষা করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৫। পোলিও রোগে আক্রান্তদের পক্ষাঘাত হওয়ার পূর্ব লক্ষণ দেখা দিলে কোন ব্যবস্থা গ্রহণ করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো?
i. রোগীকে আলাদা করে রাখা
ii. দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা
iii. ধৈর্যের সঙ্গে সেবাযত্ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iiও iii ঘ. i, ii ও iii
৬। ছবির বই দেখে শিশু অক্ষরজ্ঞানের সঙ্গে আর কী শিখতে পারে?
ক. বিভিন্ন খেলার নাম
খ. ফলমূল ও পাখির নাম
গ. বিভিন্ন গাছের নাম
ঘ. বিভিন্ন বই-পুস্তকের নাম
৭। শিশুর কল্পনাশক্তির বিকাশে সহায়ক হয় কোন বই পড়লে?
ক. ডিটেকটিভ বই খ. ঐতিহাসিক বই
গ. রূপকথার বই ঘ. ধর্মীয় বই
৮। রেডিওর কোন অনুষ্ঠান শিশুর নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে?
ক. সামাজিক অনুষ্ঠান খ. ধর্মীয় অনুষ্ঠান
গ. পারিবারিক অনুষ্ঠান ঘ. বিতর্ক অনুষ্ঠান
৯। টিভিতে সামাজিক ছবি প্রদর্শিত হয় কেন?
ক. সময় কাটানোর জন্য
খ. বিনোদনের জন্য
গ. নৈতিক গুণাবলি অর্জনের জন্য ঘ. চারিত্রিক গুণাবলি অর্জনের জন্য
১০। সামাজিক ছবি দেখে কিভাবে চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়?
ক. অভিনীত চরিত্রের গুণাবলি অনুসরণ করে
খ. ভালো ছবি দেখে
গ. সামাজিক নাটক দেখে
ঘ. সিনেমা দেখে
১১। শিশুর আগ্রহ সৃষ্টির জন্য খুবই উপযোগী_
ক. পত্রিকার মজার খবর
খ. রঙিন ছবিযুক্ত আকর্ষণীয় বই
গ. পত্রিকার কার্টুন
ঘ. টেলিভিশনের মজার অনুষ্ঠান
১২। 'দেহ ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত।' এই বাক্যটির ক্ষেত্রে কোন উত্তরটি প্রযোজ্য?
ক. মন ভালো না থাকলে কোনো কাজ ভালো লাগে না
খ. মন ভালো না থাকলেও চলে
গ. মন সুস্থ থাকলে শারীরিক বিকাশও সহজে লাভ করা যায়
ঘ. মনের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩, ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণীর ছাত্রী রিমু। স্কুল শেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। অবশ্য বাড়িতে এসেই তার ক্লান্তি দূর হয়ে যায়। কারণ বাড়িতে পত্রিকা, রেডিও এবং টিভি আছে। এসব থেকে অনেক কিছু শেখা যায়।
১৩। রিমুর শরীর ও মনের অবসন্নতা কিভাবে দূর হয়?
ক. অবসর সময়ে অনুষ্ঠানাদি শুনে খ. ঘুমিয়ে
গ. খেলাধুলা করে
ঘ. ভালো ভালো খাবার খেয়ে
১৪। শিশুরা চারপাশের অনেক কিছু দেখেশুনে অভিজ্ঞতা অর্জন করতে পারে। প্রত্যক্ষ অভিজ্ঞতা পাওয়া যায়_
ক. টেলিফোনের মাধ্যমে খ. পত্রিকার মাধ্যমে
গ. রেডিওর মাধ্যমে ঘ. বইয়ের মাধ্যমে
১৫। শিশুর সত্যবাদিতা, সাধুতা ইত্যাদি নৈতিক গুণাবলি অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে_
ক. নাটক প্রচার
খ. ছায়াছবি প্রচার
গ. শিক্ষকবৃন্দ
ঘ. টিভিতে প্রচারিত ধর্মীয় অনুষ্ঠান
No comments:
Post a Comment