Saturday, December 1, 2012

সাধারণ বিজ্ঞান

অধ্যায়-১ (বিজ্ঞান জগৎ)

১। বিজ্ঞানের কোন শাখা জড় বিজ্ঞানের অন্তর্ভুক্ত
ক. ইলেকট্রনিক্স খ. প্রজনন বিদ্যা
গ. উদ্ভিদ বিদ্যা ঘ. চিকিৎসা বিদ্যা
২। কত গ্রামে এক কুইন্টাল
ক. ১,০০০ খ. ১০,০০০
গ. ১,০০,০০০ ঘ. ১০,০০০,০০০
৩। আমাদের আশপাশের বস্তুজগৎ সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞানকে কী বলা হয়?
ক. সমাজ খ. পরিবেশ
গ. বিজ্ঞান ঘ. বাস্তুবিদ্যা
৪। যে কোনো দেশ ও জাতির উন্নতির চাবিকাঠি কোনটি?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি
খ. শিল্প কারখানা
গ. কৃষি
ঘ. উন্নত যোগাযোগ
৫। বিজ্ঞানের প্রধান শাখা কয়টি?
ক. ৪টি খ. ২টি গ. ৫টি ঘ. ৭টি
৬। জড় বিজ্ঞানের মৌলিক শাখা কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৭। কত গ্রামে এক মেট্রিক টন
ক. ১,০০,০০০ খ. ১০,০০০
গ. ১০০০ ঘ. ১০,০০,০০০
৮। কত কিলোগ্রামে এক কুইন্টাল
ক. ১০০ খ. ১০০০
গ. ১০,০০০ ঘ. ১,০০,০০০
৯। এসআই পদ্ধতিতে ভরের একক কোনটি?
ক. লিটার খ. কিলোগ্রাম
গ. মিটার ঘ. পাউন্ড
১০। কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটে
ক. ইংল্যান্ড খ. জাপান
গ. হল্যান্ড ঘ. জার্মানি
১১। কত ঘন সেন্টিমিটারে এক লিটার
ক. ১০ খ. ১০০
গ. ১০০০ ঘ. ১০,০০০
১২। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাকে কী বলে?
ক. প্রকল্প খ. অনুকল্প
গ. পরিকল্পনা ঘ. সিদ্ধান্ত
১৩। প্রযুক্তিবিদ কে?
ক. চিকিৎসক খ. প্রকৌশলী
গ. আবহাওয়া বিজ্ঞানী ঘ. সব

উত্তর : ১. ক ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ।

অধ্যায়-২ (জনসংখ্যা ও পরিবেশ)

১। বাংলাদেশের জনসংখ্যার মধ্যে কোন বয়সের মানুষ বেশি?
ক. ১০-২০ বছর খ. ০-৬ বছর
গ. ০-৮ বছর ঘ. ০-১০ বছর
২। স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহারের পার্থক্যকে কী বলে?
ক. বার্ষিক জন্মহার
খ. স্বাভাবিক জন্মহার
গ. স্বাভাবিক বৃদ্ধিহার
ঘ. স্বাভাবিক মৃত্যুহার
৩। প্রতি বছর কী পরিমাণ ঈঙ২ বাতাসে মেশে?
ক. ১,০০০ কোটি টন
খ. ১২,০০০ কোটি টন
গ. ১,৫০০ কোটি টন
ঘ. ১,৮০০ কোটি টন
৪। আল্ট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
ক. চর্মরোগ খ. এইডস
গ. ব্লাড ক্যান্সার ঘ. ব্রেইন টিউমার
৫। বাংলাদেশের নির্ভরশীলতার অনুপাত কত?
ক. ৫০ঃ৫০ খ. ১ঃ৫২
গ. ৩০ঃ৬৪ ঘ. ১ঃ৩
৬। এইডস সর্বপ্রথম কত সালে আবিষ্কার হয়?
ক. ১৯৮২ খ. ১৯৮৪
গ. ১৯৮০ ঘ. ১৯৮১
৭। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
ক. ১৯৭৮ খ. ১৯৭৪
গ. ১৯৮১ ঘ. ১৯৯১
৮। জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা কোনটি
ক. টঘঅওউঝ খ. টঘউচ
গ. টঘওঈঊঋ ঘ. টঘঊঝঈঙ
৯। ১৯৭৪ সালে বাংলাদেশের বনের পরিমাণ কত ছিল?
ক. ১০ ভাগ খ. ১৯ ভাগ
গ. ৯ ভাগ ঘ. ১৭ ভাগ

No comments:

Post a Comment