Saturday, December 8, 2012

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা বাংলা প্রথম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা
বাংলা প্রথম পত্র
চূড়ান্ত পরীক্ষার বহুনির্বাচনীর নমুনা প্রশ্ন :

বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহু নির্বাচনি উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের ব্ত্তৃটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।

প্রতিটি প্রশ্নের মান -১
প্রশ্নপত্রে কোন দাগ/চিহ্ন দেয়া যাবে না।

১.‘তুমি কী জাতী’ কে প্রশ্ন করেছে?
ক) ম্যাজিস্ট্রেট খ) উকিল
গ) ফরিয়াদি ঘ) আসামি
২. বঙ্কিমচন্দ্রের জন্ম
ক) খুলনায় খ) চব্বিশ পরগণায়
গ) রবিশালে ঘ) পশ্চিমবঙ্গে
৩.‘আমি যাহা বুঝি না, তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানো হবে’ উক্তিটি কার
ক) হৈমন্তীর খ) বনমালীর
গ) গৌরীশংকের ঘ) অপুর

৪. নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল একজন উদীয়মান ছাত্রনেতা। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে সে তরুণ সমাজকে আহ্বান জানায়। সমবায় সমিতি, কৃষক সংগঠন নানা কাজে কামাল ব্যস্ত থাকে।
৪. তরুণ সমাজের কারা এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে বলেছেন
র) যার শক্তি অপরিমাণ
রর) যারা পড়াশোনা করে
ররর) বিপুল যার আশা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র, রর ঘ) র, ররর
৫. যৌবনের গান প্রবন্ধ অবলম্বনে বৃদ্ধ হলো
ক) যাদের বয়স ষাট বা তার বেশি খ) যারা জীব হয়েও জড়
গ) চাকরি থেকে যারা অবসর নেয় ঘ) যাদের হৃদয়ে তারুণ্য নেই।
৬.‘রাজেন ঠাকুরের তীর্থযাত্রা’ গ্রন্থটির রচয়িতা
ক) কাজী নজরুল ইসলাম খ) কাজী আবদুল ওদুদ
গ) আবুজাফর শামসুদ্দিন ঘ) সৈয়দ ওয়ালিউল্লাহ
৭. কলিমদ্দি দফাদারের বাড়ির সামনে জমির পরিমাণ কত?
ক) এক বিঘা খ) দুই বিঘা
গ) পাঁচ কাঠা ঘ) তিন বিঘা
৮. টুয়া হল
ক) মাছ ধরার এক ধরনের যন্ত্র খ) ঘরের চালের শীর্ষ
গ) গ্রামের শেষ মাথা ঘ) আঞ্চলিক শব্দ
৯. জহির রায়হান একজন
ক) চলচ্চিত্রকার খ) সাংবাদিক
গ) কথাসাহিত্যি ঘ) সবগুলো

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শরিফ-সেলিনা নতুন দম্পতি। গ্রামের মেঠোপথে হাঁটতে হাঁটতে শরিফ সেলিনাকে কবিতা শোনায়। সেলিনা হেসে বলে আমার স্বামী ডাক্তার না কবি!

১০. শরিফের চরিত্রে ‘একুশের গল্প’ গল্পের অপুর কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক) দেশপ্রেমের খ) কবি
গ) উদাসীন ঘ) রোমান্টিক
১১. সেলিনার ছাপচিত্র ‘একুশে গল্পে’র যে অংশে মিল খুঁজে পাওয়া যায়
ক) রেণুর স্বামীভক্তি খ) রেণুর স্বামীপ্রেম
গ) রেণুর একনিষ্ঠতা ঘ) রেণুর সোহাগ
১২. সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নিচের কোনটি?
ক) তরঙ্গভঙ্গ খ) বিসর্জন
গ) ঝিলিমিলি ঘ) কবর
১৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন
ক) কাব্যের জন্য খ) উপন্যাসের জন্য
গ) সাহিত্যের জন্য ঘ) সংগীতের জন্য
১৪. থার্ড ক্লাস বর্তমানে যে ক্লাস
ক) দশম শ্রেণি খ) অষ্টম শ্রেণি
গ) ৭ম শ্রেণি ঘ) তৃতীয় শ্রেণি
১৫. অর্ধাঙ্গী প্রবন্ধ অনুযায়ী দক্ষিণ বাহুর দৈর্ঘ্য
ক) ত্রিশ ইঞ্চি খ) চব্বিশ ইঞ্চি
গ) ১২ ইঞ্চ ঘ) বত্রিশ ইঞ্চি
১৬. ‘নরকের দুয়ার‘ একটি
ক) উপন্যাস খ) নাটক
গ) চিত্রকমর্ ঘ) কাব্যগ্রন্থ

নিচের উদ্দীকপটি পড় এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

যে জন বঙ্গেতে জন্মি হিংষে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥
১৭. উদ্দীপকে বর্ণিত চেতনা ‘বঙ্গভাষা’ কবিতার যে চেতনাকে সমর্থন করে
র) দেশ প্রেম
রর) ভাষা প্রেম
রর) সাহিত্য প্রেম
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) রর, ররর ঘ) র, ররর
১৮.উদ্দীপকের ‘বঙ্গ’ বঙ্গভাষা কবিতার কোনটির সাথে সঙ্গতিপূর্ণ
ক) বাংলাদেশ খ) অবিভক্ত বাংলাদেশ
গ) পশ্চিমবঙ্গ ঘ) পূর্ববঙ্গ
১৯.‘জীবনবন্দনা’ কবিতাটি রচিত
ক)মাত্রাবৃত্ত ছন্দে খ) অক্ষরবৃত্ত ছন্দে
গ) স্বরবৃত্ত ছন্দে ঘ) সুক্তল ছন্দে
২০.‘ ধ্বনি ল’এর সমার্থক শব্দ
ক) শব্দ করিল খ) বাজলি
গ) আওয়াজ হল ঘ) শব্দ
২১. অমিয় চক্রবর্তী মৃত্যু বরণ করেন
ক) ১৯৮২ সালে খ) ১৯৮৬ সালে
গ) ১৯৮৩ সালে ঘ) ১৯৮৪ সালে
২২.‘ওরা কারা বুনো দল ঢোকে’ এখানে ‘ওরা’ কারা
ক) রাজাকার বাহিনী খ) পাকিস্তানি বাহিনী
গ) মুক্তিবাহিনী ঘ) আলবদর বাহিনী
২৩. কবর কবিতায় বৃদ্ধের পুত্রবধূর মৃত্যু ঘটে
ক) সাপের কামড়ে খ) বিষপানে
গ) জ্বরে ঘ) স্বাভাবিকভাবে।
২৪. কবর কবিতার বৃদ্ধ দাদুর মেয়ে মারা যায় যখন সে
ক) শাপলার হাটে ছিল খ) গজনার হাটে
গ) উজানের হাটে ঘ) ফসলের মাঠে
২৫. সুফিয়া কামালের জন্ম হয়
ক) বরিশাল জেলায় খ) বরিশাল জেলার শায়েস্তাবাদে
গ) বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামে ঘ) বরিশাল বিভাগের পিরোজপুরে
২৬. পাথার শব্দের অর্থ হল
ক) পাথর খ) সাগর
গ) দিগন্ত ঘ) বিস্তর
২৭.‘ সহসা সচকিত’ কাব্যগ্রন্থের রচয়িতা
ক) শামসুর রাহমান খ) সৈয়দ আলী আহসান
গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) সুফিয়া কামাল
২৮. তিনটি ফুল আর........... শূন্যস্থানে বসবে
ক) অনেক পাতা নিয়ে খ) অনেক গাছ লতাপাতা
গ) অজস্র ফুলের বন্যা ঘ) কদম্ব তরুর।
২৯. নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ?
ক) একটি নীল পদ্ম খ) রাত্রি শেষে
গ) পূর্বাভাস ঘ) নিজ বাসভূমে

৩০. নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুসা ইব্রাহীম ও মুহিত এভারেস্ট জয় করেন।
বাঙালি জাতির জন্য এ এক পরম গৌরব। জীবনের আশঙ্কা নিয়ে তারা পাহাড়ে চড়েন। তুষার ঝড়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন নির্ভীকভাবে।

৩০. মুসা ইব্রাহীম ও মুহিত ‘আঠারো বছর বয়স’ কবিতার যে লাইন কে স্মরণ করিয়ে দেয়
র) পদাঘাতে চায় ভাঙতে পথের বাধা
রর) তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
রর) পথে প্রান্তরে ছোটায় বহু তুফান
সঠিক উত্তর কোনটি
ক) র খ) রর
গ) রর, ররর ঘ) র,ররর
৩১. উদ্দীপকের শেষ বাক্য আঠারো বছর কবিতার কোন লাইন অনুসরণ করে
ক) পথ চলতে এ বয়স যায় না থেমে
খ) বাষ্পের বেগে স্টিমারের মতো চলে
গ) এ বয়স জানে রক্তদানের পুণ্য
ঘ) বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
৩২. শামসুর ছিলেন একজন
ক) কবি খ) সাংবাদিক
গ) সম্পাদক ঘ) উপরের সবগুলো
৩৩. একটি ফটোগ্রাফ কবিতাটি
র) সংলাপধর্মী
রর) স্মৃতিচারণমূলক
রর) শোকধর্মী
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) রর, রর ঘ) র, ররর
৩৪. শামসুর রাহমানের জন্ম
ক) ১৯২৫ খ) ১৯২৯
গ) ১৯৩২ ঘ) ১৯২২
৩৫. একটি ফটোগ্রাফ কবিতায় একটি ঋতুর কথা বলা হয়েছে সেটি হল
ক) শরৎকাল খ) বর্ষাকাল
গ) গ্রীষ্মকাল ঘ) হেমন্তকাল
৩৬. পাঞ্জেরি একটি
ক) ইসলামি কবিতা খ) রূপক কবিতা
গ) ভক্তিমূলক কবিতা ঘ) ইতিহাসমূলক কবিতা
৩৭. কর্মজীবনে ফররুখ আহমেদ ছিলেন একজন
ক) সাংবাদিক খ) করণিক
গ) স্টাফরাইটার ঘ) ঢাকা বেতারের কর্মচারী
৩৮. পাঞ্জেরি কবিতাটি রচিত
ক) মুক্তছন্দে খ) স্বরবৃত্ত ছন্দে
গ) অক্ষরবৃত্ত ছন্দে ঘ) মাত্রাবৃত্ত ছন্দে
৩৯. দুটি ধর্মগ্রন্থের নাম উল্লেখ আছে কোন কবিতায়?
ক) জীবনবন্দনা খ) বাংলাদেশ
গ) কবর ঘ) পাঞ্জেরি
৪০. খরপরশা কী?
ক) একটি কাব্যগ্রন্থ
খ) একটি ধারালো অস্ত্র
গ) একটি নাটক
ঘ) একটি স্রোতের নাম

উত্তর : ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.গ ৮.খ ৯.ঘ ১০.খ ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.খ ২১.ক ২২.খ ২৩.খ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.ক ২৯.ক ৩০.ঘ ৩১.গ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...