Sunday, December 9, 2012

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

১. কিসের সাহায্যে মানুষ মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে?
ক. কণ্ঠধ্বনির সাহায্যে খ. চোখের ইঙ্গিতে
গ. নাচের মাধ্যমে ঘ. অঙ্গ চালানোর মাধ্যমে
২। মনের ভাব প্রকাশের জন্য মানুষ বাগযন্ত্রের সাহায্যে যেসব অর্থবহ ধ্বনি উচ্চারণ করে তাদের সমষ্টিকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. ভাষা ঘ. উপভাষা
৩। কিভাবে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. ভাষাতত্ত্বের মাধ্যমে খ. ভাষা উন্নয়নে
গ. অঞ্চলভেদে ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে
৪। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. এক হাজারের কম খ. সাড়ে তিন হাজারের
গ. চার হাজারের ওপর ঘ. তিন হাজারের ওপর
৫। বাংলাভাষি জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. সপ্তম ঘ. নবম
৬। বাংলা কত কোটি লোকের মুখের ভাষা?
ক. ১০ কোটি খ. ১৫ কোটি
গ. ১৮ কোটি ঘ. প্রায় ২৪ কোটি
৭। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত খ. চর্যাপদ
গ. রামায়ণ ঘ. জঙ্গনামা
৮। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি খ. হিন্দি গ. উড়িয়া ঘ. বঙ্গ-কামরূপী
৯। পৃথিবীর আদি ভাষার নাম কী?
ক. হিন্দু-এশিয়ান খ. ইন্দো-ইউরোপিয়ান
গ. হিন্দু-আফ্রিকান ঘ. হিন্দু-মালয়েশিন
১০। আদি বা প্রাচীন যুগ কোন শতাব্দী পর্যন্ত বিস্তৃত?
ক. অষ্টম থেকে নবম শতক
খ. দশম থেকে একাদশ শতক
গ. দশম থেকে ত্রয়োদশ শতক
ঘ. সপ্তম থেকে দ্বাদশ শতক
১১। ভাষাবিদদের মতে এ উপমহাদেশে কত প্রকার প্রাকৃত ভাষার উদ্ভব ঘটে?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার
১২। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
ক. মধুমালতী খ. সেকান্দারনামা
গ. শ্রীকৃষ্ণ কীর্তন ঘ. বৈষ্ণব পদাবলি
১৩। বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ কোন ভাষায় কথা বলে?
ক. বাংলা খ. হিন্দি গ. আসামি ঘ. উড়িয়া
১৪। প্রাচীন আর্য জাতির ভাষার নাম কী?
ক. ইংরেজি খ. আরবি
গ. বৈদিক/সংস্কৃত ঘ. প্রাকৃত
১৫। আর্যদের আগে কয়টি অনার্য জাতি এ দেশে বাস করত?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৬। অনার্য জাতিদ্বয়ের নাম কী?
ক. দ্রাবিড় ও চীনা খ. কোল ও বঙ্গ
গ. স্প্যানিশ ও কোল ঘ. দ্রাবিড় ও কোল
১৭। বাংলা ভাষার সামগ্রিক সমৃদ্ধির যুগ কোনটি?
ক. আদিযুগ খ. মধ্যযুগ
গ. আধুনিক যুগ ঘ. প্রাচীন যুগ
১৮। মধ্যযুগে ‘ইউসুফ-যোলেখা’ কে রচনা করেন?
ক. শাহ মুহম্মদ সগীর খ. কায়েস
গ. আব্দুল ওদুদ ঘ. ইবনে-সাঈদ
১৯। মঙ্গল কাব্য কোন যুগের নিদর্শন?
ক. মধ্যযুগের খ. আদিযুগের
গ. আধুনিক যুগের ঘ. বর্তমান যুগের
২০। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন?
ক. কাহ্নপা খ. বড় চণ্ডীদাস
গ. বেদব্যাস ঘ. কাশীরামদাস
২১। মধ্যযুগের স্থায়িত্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
ক. ১৩০০ থেকে ১৮০০ পর্যন্ত
খ. ১৫০০ থেকে ১৮০০ পর্যন্ত
গ. ১৬০০ থেকে ১৭০০ পর্যন্ত
ঘ. ১৭০০ থেকে ১৮০০ পর্যন্ত
২২। প্রাচীন যুগে কোনো গানে বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায়?
ক. সারি ও জারি গান
খ. শ্রীকৃষ্ণ কীর্তনে
গ. পল্লীগীতি ও মুর্শিদী গানে
ঘ. বৌদ্ধ ও দোহা গানে
২৩। ভাষার মৌখিক রীতি কোনটি?
ক. কথা বলার রীতি খ. লেখার রীতি
গ. বলা ও লেখার রীতি ঘ. লেখ্য ভাষা
২৪। কোন ভাষাকে বলা ও লেখার ভাষা হিসেবে সার্বজনীন স্বীকৃতি দেয়া সুবিধাজনক নয়?
ক. সাধু ভাষা খ. আঞ্চলিক ভাষা
গ. লেখ্য ভাষা ঘ. চলিত ভাষা
২৫। বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলের জনগণ কোনো ভাষায় কথা বলে?
ক. সাধু ভাষায় খ. আঞ্চলিক ভাষায়
গ. চলিত ভাষায় ঘ. কোনোটি নয়
২৬। পৃথিবীর কয়টি ভাষার উপভাষা আছে?
ক. ৮টি ভাষার খ. ১২টি ভাষার
গ. ১৬টি ভাষার ঘ. সব ভাষারই
২৭। ভাষার লিখিত রূপকে কী বলা হয়?
ক. কথ্য রূপ খ. লেখ্য রূপ
গ. মৌলিক রূপ ঘ. মিশ্র রূপ
২৮। লেখ্য ভাষার রূপ দুটির নাম কী?
ক. সাধু ও আঞ্চলিক খ. সাধু ও চলিত
গ. চলিত ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
২৯। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোনো পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া ঘ. বিশেষণ ও ক্রিয়া
৩০। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা কোন দোষে দুষ্ট হয়?
ক. মিশ্র দোষ খ. গুরুচণ্ডালী
গ. বিপ্রকর্ষ ঘ. কোনোটি নয়
৩১। বাংলা ভাষার কোনো রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?
ক. কথ্য রীতির খ. সাধু রীতির
গ. আঞ্চলিক রীতির ঘ. কোনোটি নয়
৩২। কোন ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী?
ক. চলিত ভাষা খ. সাধু ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. কোনোটি নয়
৩৩। প্রাচীন বাংলা গদ্য কোন ভাষায় রচিত?
ক. সাধু ভাষায় খ. চলিত ভাষায়
গ. আঞ্চলিক ভাষায় ঘ. কোনোটি নয়
৩৪। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি দেখা যায়?
ক. চলিত রীতিতে খ. সাধু রীতিতে
গ. আঞ্চলিক রীতিতে ঘ. কোনটি নয়
৩৫। নিচের কোনটি কথ্য ভাষায় রচিত হয়?
ক. মঙ্গল কাব্য খ. মহাভারত
গ. চর্যাপদ ঘ. রামায়ণ
উত্তরগুলো মিলিয়ে নাও
১। ক, ২। খ, ৩। ঘ, ৪। খ, ৫। ক, ৬। ঘ। ৭। খ, ৮। ঘ, ৯। খ, ১০। ঘ, ১১। ঘ, ১২। গ, ১৩। ঘ, ১৪। গ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। গ, ১৮। ক, ১৯। ক, ২০। ঘ, ২১। ক, ২২। ঘ, ২৩। ঘ, ২৪। খ, ২৫। খ, ২৬। ঘ, ২৭। খ, ২৮। খ, ২৯। খ, ৩০। খ, ৩১। খ, ৩২। খ, ৩৩। ক, ৩৪। খ, ৩৫। গ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...