বাংলা
১. বনে বাস করে না, এমন ৫টি পশুর নাম লেখ।
২. শূন্যস্থান পূরণ করে দেশের নাম তৈরি কর।
ক. বা ... লাদে ...
খ. শ্রী ... কা
গ. নে ... ল
ঘ. নিউ ... ল্যান্ড
ঙ. পাকি ... ন
৩. তোমার বিদ্যালয় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
৪. এক কথায় উত্তর দাও।
ক. আদর্শ খাবার কোনটি?
খ. ২০১০ বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
গ. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
ঘ. জাতীয় সংসদের প্রতীক কী?
ঙ. কোন ঋতুতে খেজুরের রস পাওয়া যায়?
৫. কাকে কী বলে লেখ।
ক. যিনি গরু চরান-
খ. যিনি কবিতা লেখেন-
গ. যিনি উড়োজাহাজ চালান-
ঘ. যিনি রোগীর চিকিৎসা করেন-
ঙ. যিনি জমি চাষ করেন-
৬. নিচের চিহ্নগুলো ব্যবহার করে দুটি করে শব্দ লেখ।
া =, ি =, ে া =, ু =, ৈ =।
৭. যেটি ছোট সেটিতে গোল দাগ দাও।
ক. সূর্য/চাঁদ/তারা/পৃথিবী
খ. বাস/ট্রেন/জাহাজ/উড়োজাহাজ
গ. শাপলা/বেলি/গোলাপ/সূর্যমুখী
ঘ. চীন/ভারত/রাশিয়া/বাংলাদেশ
ঙ. তালগাছ/গোলাপগাছ/
বটগাছ/ধানগাছ
৮. ভুল বানান শুদ্ধ করে লেখ।
মাকরসার জাল, ওলকপী, ইদগাহ, ছাড়পোকা, পুরষ্কার
৯. ‘শ’ দিয়ে তিন অক্ষরের পাঁচটি শব্দ লেখ।
১০. পাঁচটি টক ফলের নাম লেখ।
উত্তরপত্র:
১. গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া।
২. ক. বাংলাদেশ খ, শ্রীলংকা
গ. নেপাল, ঘ. নিউজিল্যান্ড,
ঙ. পাকিস্তান।
৩. ক. আমার বিদ্যালয়কে আমি ভালোবাসি।
খ. আমার বিদ্যালয় খুব সুন্দর।
গ. আমার বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে।
ঘ. আমার বিদ্যালয়ের শিক্ষকরা খুব ভালো।
ঙ. আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই।
৪. ক. দুধ, খ. স্পেন,
গ. জাপানকে,
ঘ. শাপলা,
ঙ. শীত ঋতুতে।
৫. ক. রাখাল, খ. কবি,
গ. পাইলট, ঘ. ডাক্তার,
ঙ. কৃষক।
৬. া = কাজল, কাকা,
ি = শিমুল, বিকাল,
ে া = কোদাল, গোলাপ
ু= কুকুর, ছুটি,
ৈ = শৈবাল, বৈশাখ।
৭. যে শব্দগুলোতে গোল দাগ দিতে হবে সেগুলো হলো :
ক. চাঁদ, খ. বাস,
গ. বেলি, ঘ. বাংলাদেশ,
ঙ. ধানগাছ।
৮. মাকড়সার জাল, ওলকপি,
ঈদগাহ, ছারপোকা, পুরস্কার।
৯. শালিক, শৈবাল, শামুক, শৃগাল,
শকুন।
১০. তেঁতুল, বরই, জলপাই, আমড়া, কামরাঙ্গা।
১. বনে বাস করে না, এমন ৫টি পশুর নাম লেখ।
২. শূন্যস্থান পূরণ করে দেশের নাম তৈরি কর।
ক. বা ... লাদে ...
খ. শ্রী ... কা
গ. নে ... ল
ঘ. নিউ ... ল্যান্ড
ঙ. পাকি ... ন
৩. তোমার বিদ্যালয় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
৪. এক কথায় উত্তর দাও।
ক. আদর্শ খাবার কোনটি?
খ. ২০১০ বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
গ. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
ঘ. জাতীয় সংসদের প্রতীক কী?
ঙ. কোন ঋতুতে খেজুরের রস পাওয়া যায়?
৫. কাকে কী বলে লেখ।
ক. যিনি গরু চরান-
খ. যিনি কবিতা লেখেন-
গ. যিনি উড়োজাহাজ চালান-
ঘ. যিনি রোগীর চিকিৎসা করেন-
ঙ. যিনি জমি চাষ করেন-
৬. নিচের চিহ্নগুলো ব্যবহার করে দুটি করে শব্দ লেখ।
া =, ি =, ে া =, ু =, ৈ =।
৭. যেটি ছোট সেটিতে গোল দাগ দাও।
ক. সূর্য/চাঁদ/তারা/পৃথিবী
খ. বাস/ট্রেন/জাহাজ/উড়োজাহাজ
গ. শাপলা/বেলি/গোলাপ/সূর্যমুখী
ঘ. চীন/ভারত/রাশিয়া/বাংলাদেশ
ঙ. তালগাছ/গোলাপগাছ/
বটগাছ/ধানগাছ
৮. ভুল বানান শুদ্ধ করে লেখ।
মাকরসার জাল, ওলকপী, ইদগাহ, ছাড়পোকা, পুরষ্কার
৯. ‘শ’ দিয়ে তিন অক্ষরের পাঁচটি শব্দ লেখ।
১০. পাঁচটি টক ফলের নাম লেখ।
উত্তরপত্র:
১. গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া।
২. ক. বাংলাদেশ খ, শ্রীলংকা
গ. নেপাল, ঘ. নিউজিল্যান্ড,
ঙ. পাকিস্তান।
৩. ক. আমার বিদ্যালয়কে আমি ভালোবাসি।
খ. আমার বিদ্যালয় খুব সুন্দর।
গ. আমার বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে।
ঘ. আমার বিদ্যালয়ের শিক্ষকরা খুব ভালো।
ঙ. আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই।
৪. ক. দুধ, খ. স্পেন,
গ. জাপানকে,
ঘ. শাপলা,
ঙ. শীত ঋতুতে।
৫. ক. রাখাল, খ. কবি,
গ. পাইলট, ঘ. ডাক্তার,
ঙ. কৃষক।
৬. া = কাজল, কাকা,
ি = শিমুল, বিকাল,
ে া = কোদাল, গোলাপ
ু= কুকুর, ছুটি,
ৈ = শৈবাল, বৈশাখ।
৭. যে শব্দগুলোতে গোল দাগ দিতে হবে সেগুলো হলো :
ক. চাঁদ, খ. বাস,
গ. বেলি, ঘ. বাংলাদেশ,
ঙ. ধানগাছ।
৮. মাকড়সার জাল, ওলকপি,
ঈদগাহ, ছারপোকা, পুরস্কার।
৯. শালিক, শৈবাল, শামুক, শৃগাল,
শকুন।
১০. তেঁতুল, বরই, জলপাই, আমড়া, কামরাঙ্গা।
No comments:
Post a Comment