বাংলা প্রথম পত্রের ‘ছুটি’ গল্প থেকে আরো ৩টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বামীর মৃত্যুর পর ননীবালা দুটি ছেলে সন্তানকে যক্ষের ধনের মতোই বুক আগলিয়ে রাখে। বড় ছেলে মিতুল তের-চৌদ্দ বৎসরে পা দিয়েছে আর ছোটটির বয়স আট-নয় বৎসর। কিন্তু ননীবালা মিতুলের দুরন্তপনায় একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। কার আমগাছের ডাল ভাঙবে, কার সুপারিগাছে উঠে সুপারি পাড়বেÑ তার কোনো ইয়ত্তা নেই। স্কুলে ঠেলে ঠেলে পাঠিয়ে দিলেও ঘণ্টা দুই পরে ফিরে এসে মাকে বলে, ছুটি হয়ে গেছে। একদিন স্কুলের জামগাছের মগডাল ভেঙে পড়ে মিতুলের বুকের হাড়গোড় ভেঙে ফেলল। খবর শুনে ননীবালা চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন। মিতুল মায়ের দিকে মুখ তুলে বলল, ‘মা আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি!’
৪৮। উদ্দীপকের ননীবালা ‘ছুটি’Ñ গল্পের কোন চরিত্রের প্রতীক?
(ক) ফটিকের মা
(খ) মাখনের নিকট আত্মীয়
(গ) বিশ্বম্ভর বাবুর নিকট আত্মীয়
(ঘ) ডাক্তার বাবুর নিকট আত্মীয়
৪৯। ‘মা আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি।’Ñ মিতুলের এই উক্তিটিতে ‘ছুটি’ গল্পের ফটিকের যে প্রসঙ্গটি ফুটে উঠেছেÑ
i. ফটিকের চিরবিদায়
ii. ফটিকের মৃত্যুযাত্রা
iii. ফটিকের স্কুল বন্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i ও ii
৫০। ‘ছুটি’ গল্পে ‘এক বাঁও মেলে না। দো-বাঁও মেলে না’Ñ খালাসিদের এ উক্তিটিতে ফটিকের মধ্য দিয়ে কী অভিব্যক্ত হয়েছেÑ
i. মৃত্যুপথের অসীম দূরত্ব
ii. চিরজীবনের যাত্রা যেখান থেকে আর ফিরে আসা যায় না iii. আনন্দ নৌভ্রমণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii
উত্তর : ৪৮। ক ৪৯। ঘ ৫০। ঘ।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বামীর মৃত্যুর পর ননীবালা দুটি ছেলে সন্তানকে যক্ষের ধনের মতোই বুক আগলিয়ে রাখে। বড় ছেলে মিতুল তের-চৌদ্দ বৎসরে পা দিয়েছে আর ছোটটির বয়স আট-নয় বৎসর। কিন্তু ননীবালা মিতুলের দুরন্তপনায় একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। কার আমগাছের ডাল ভাঙবে, কার সুপারিগাছে উঠে সুপারি পাড়বেÑ তার কোনো ইয়ত্তা নেই। স্কুলে ঠেলে ঠেলে পাঠিয়ে দিলেও ঘণ্টা দুই পরে ফিরে এসে মাকে বলে, ছুটি হয়ে গেছে। একদিন স্কুলের জামগাছের মগডাল ভেঙে পড়ে মিতুলের বুকের হাড়গোড় ভেঙে ফেলল। খবর শুনে ননীবালা চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন। মিতুল মায়ের দিকে মুখ তুলে বলল, ‘মা আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি!’
৪৮। উদ্দীপকের ননীবালা ‘ছুটি’Ñ গল্পের কোন চরিত্রের প্রতীক?
(ক) ফটিকের মা
(খ) মাখনের নিকট আত্মীয়
(গ) বিশ্বম্ভর বাবুর নিকট আত্মীয়
(ঘ) ডাক্তার বাবুর নিকট আত্মীয়
৪৯। ‘মা আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি।’Ñ মিতুলের এই উক্তিটিতে ‘ছুটি’ গল্পের ফটিকের যে প্রসঙ্গটি ফুটে উঠেছেÑ
i. ফটিকের চিরবিদায়
ii. ফটিকের মৃত্যুযাত্রা
iii. ফটিকের স্কুল বন্ধ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i ও ii
৫০। ‘ছুটি’ গল্পে ‘এক বাঁও মেলে না। দো-বাঁও মেলে না’Ñ খালাসিদের এ উক্তিটিতে ফটিকের মধ্য দিয়ে কী অভিব্যক্ত হয়েছেÑ
i. মৃত্যুপথের অসীম দূরত্ব
ii. চিরজীবনের যাত্রা যেখান থেকে আর ফিরে আসা যায় না iii. আনন্দ নৌভ্রমণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii
উত্তর : ৪৮। ক ৪৯। ঘ ৫০। ঘ।
No comments:
Post a Comment