Thursday, December 6, 2012

বাংলা প্রথম পত্র

অভিযাত্রিক : সুফিয়া কামাল
১. ‘অভিযাত্রিক’ কবিতাটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ খ. আহসান হাবীব
গ. সুফিয়া কামাল ঘ. কাজী নজরুল ইসলাম
২. ‘অভিযাত্রিক’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
ক. সঞ্চয়িতা খ. কবিতা সংকলন
গ. স্বনির্বাচিত কবিতা সংকলন  ঘ. কাব্য মালঞ্চ
৩. অভিযাত্রিক শব্দের অর্থ কী?
ক. পর্যটক খ. দুঃসাহসী পর্যটক
গ. দুঃসাহসী সেনাদল ঘ. সেনাবাহিনী
৪. ‘ভাস্বর’ শব্দের অর্থ কী?
ক. নিদ্রাহীন খ. দ্যুতিময় গ. প্রতিভাত ঘ. প্রভাত
৫. অভিযাত্রিকের গৌরবোজ্জ্বল কীর্তিকে কবি
কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নদীর খ. তারকার গ. সূর্যের ঘ. পথের
৬. অভিযাত্রিকের বিনিদ্র আঁখি কিসের মতো জ্বলে?
ক. মশালের খ. সূর্যের গ. তারকার ঘ. আগুনের
৭. বাংলাদেশের জনগণ কবি সুফিয়া কামালকে
কোন অভিধায় অভিষিক্ত করেছে?
ক. মহীয়সী খ. জননী গ. সাহসিকতা ঘ. জননী সাহসিকা
৮. কবি সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. বরিশাল খ. ফরিদপুর গ. কুমিল্লা ঘ. ময়মনসিংহ
৯. কবি সুফিয়া কামালের কবিতার ভাষা
i. সহজ-সরল ii. সুললিত iii. ব্যঞ্জনাময়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii এবং iii
১০. কবি সুফিয়া কামাল যে কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন
i. পত্রিকা সম্পাদনা ii. সমাজসেবা iii. নারী কল্যাণমূলক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii এবং iii
১১. কবি সুফিয়া কামাল রচিত গল্পগ্রন্থ
i. সাঁঝের মায়া ii. কেয়ার কাঁটা iii. মায়া কাজল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i এবং iii
১২. ‘পাথার’ শব্দটির অর্থ
i. পাহাড় ii. পারাবার iii. সমুদ্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii এবং iii
১৩. ‘ঝড়ের রাত্র, বৈশাখী দিন’ বলতে বোঝানো হয়েছে
i. দুঃখের সূচনা ii. দুর্যোগপূর্ণ মুহূর্ত iii. অনন্তকাল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii এবং iii
১৪. ‘করে চলে সন্ধান’ অভিযাত্রিক যে পথের সন্ধান করে চলে
i. মুক্ত পথের ii. বন্ধুর পথের iii. অন্য পথের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i এবং iii
উত্তরগুলো মিলিয়ে নাও : ১. গ ২. গ ৩. খ ৪. খ. ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...