এসএসসি পরীক্ষার প্রস্তুতিবহু নির্বাচনী প্রশ্ন
ভাষা, ভাষারীতি, ব্যাকরণ ও এর
আলোচ্য বিষয়
১। উপভাষার আরেক নাম_
ক. উপকথা খ. মূল ভাষা
গ. মাতৃভাষা ঘ. আঞ্চলিক ভাষা
২। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের মেয়াদ কোনটি?
ক. ১১০০ সাল থেকে ১৭০০ সাল পর্যন্ত খ. ১২০০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত
গ. ১২০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত ঘ. ১২৫০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত
৩। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে_
ক. ১৯০০ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ২০০০ সাল থেকে
ঘ. ১৯০১ সাল থেকে
৪। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে_
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. দশটি
৫। বাগযন্ত্র কাকে বলে?
ক. কথা বলার যন্ত্র
খ. যে সব অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে মানুষ ধ্বনি উচ্চারণ করে
গ. বাগে আনার যন্ত্র
ঘ. ইলেকট্রনিক যন্ত্র
৬। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. ধ্বনির খ. বাক্যের
গ. শব্দের ঘ. ভাষার
৭। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
৮। নদীর গতিশীল জলধারায় সব সময় প্রবহমান কী?
ক. ধ্বনি খ. শব্দ
গ. সংগীত ঘ. ভাষা
৯। কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. লুঙ্গি খ. খোকা
গ. সাবেক ঘ. সম্রাট
১০। লেখ্য ভাষার রূপ দুটির নাম কী?
ক. সাধু ও আঞ্চলিক
খ. সাধু ও চলিত
গ. চলিত ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
১১। বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?
ক. কথ্য ও লেখ্য
খ. কথ্য ও আঞ্চলিক
গ. লেখ্য ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও সার্বজনীন
১২। সাধু ও চলিত রীতি কোন ভাষার বিভাগ?
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
১৩। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
১৪। 'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
ক. কথ্য রীতি খ. আঞ্চলিক রীতি
গ. আধুনিক রীতি ঘ. সাধু রীতি
১৫। বাংলা ভাষায় রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৬। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৭। প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. সংস্কৃত ভাষা খ. সাধু ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. চলিত ভাষা
১৮। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
ক. সামনে একটা বাঁশবাগান পড়লো খ. সামনে একটি বাঁশ বাগান পড়লো
গ. সামনে একটি বাঁশ বাগান পড়িল ঘ. সম্মুখে একটি বাঁশ বাগান পড়লো
১৯। 'তারা' কোন ভাষারীতির শব্দ?
ক. সাধু খ. কথ্য
গ. চলিত ঘ. আঞ্চলিক
২০। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামনে নমুনা পাওয়া যায়_
ক. কাব্য সাহিত্যে খ. দলিল দস্তাবেজে
গ. পুঁথি সাহিত্যে ঘ. চিঠিপত্রে
২১। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল ঘ. তৎসম শব্দবহুল
২২। কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী_
ক. চলিত ভাষা খ. সাধু ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. কথ্য ভাষা
২৩। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিমতা বর্জিত
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
২৪। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?
ক. মিথিলা খ. চুরুলিয়া
গ. আরাকান ঘ. কলকাতা
২৫। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
২৬। বাংলা লেখ্য সাধু রীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক. মধ্যযুগের শুরুতে
খ. মধ্যযুগের মাঝামাঝি
গ. ইংরেজদের আগমনের পূর্বে
ঘ. ইংরেজদের আগমনের পরে
২৭। ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতা বর্জিত বলে খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে
২৮। 'চলিত ভাষার ক্রিয়াপদ ও সর্বনামপদ সংকুচিত হয়'_এ কথাটি_
ক. ভিত্তিহীন খ. অবাস্তব
গ. সম্পূর্ণ সত্য ঘ. আংশিক সত্য
২৯। সাধু ভাষা কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
৩০। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দবাহুল্য
খ. তদ্ভব শব্দবাহুল্য
গ. প্রাচীনতা
ঘ. অমার্জিততা
বাংলা দ্বিতীয় পত্র
১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ
১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ
আলোচ্য বিষয়
১। উপভাষার আরেক নাম_
ক. উপকথা খ. মূল ভাষা
গ. মাতৃভাষা ঘ. আঞ্চলিক ভাষা
২। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের মেয়াদ কোনটি?
ক. ১১০০ সাল থেকে ১৭০০ সাল পর্যন্ত খ. ১২০০ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত
গ. ১২০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত ঘ. ১২৫০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত
৩। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে_
ক. ১৯০০ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ২০০০ সাল থেকে
ঘ. ১৯০১ সাল থেকে
৪। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ থাকে_
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. দশটি
৫। বাগযন্ত্র কাকে বলে?
ক. কথা বলার যন্ত্র
খ. যে সব অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে মানুষ ধ্বনি উচ্চারণ করে
গ. বাগে আনার যন্ত্র
ঘ. ইলেকট্রনিক যন্ত্র
৬। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. ধ্বনির খ. বাক্যের
গ. শব্দের ঘ. ভাষার
৭। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
৮। নদীর গতিশীল জলধারায় সব সময় প্রবহমান কী?
ক. ধ্বনি খ. শব্দ
গ. সংগীত ঘ. ভাষা
৯। কোনটি দেশি শব্দের উদাহরণ?
ক. লুঙ্গি খ. খোকা
গ. সাবেক ঘ. সম্রাট
১০। লেখ্য ভাষার রূপ দুটির নাম কী?
ক. সাধু ও আঞ্চলিক
খ. সাধু ও চলিত
গ. চলিত ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
১১। বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?
ক. কথ্য ও লেখ্য
খ. কথ্য ও আঞ্চলিক
গ. লেখ্য ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও সার্বজনীন
১২। সাধু ও চলিত রীতি কোন ভাষার বিভাগ?
ক. লেখ্য খ. কথ্য
গ. আঞ্চলিক ঘ. উপভাষা
১৩। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা খ. লেখ্য ভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
১৪। 'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
ক. কথ্য রীতি খ. আঞ্চলিক রীতি
গ. আধুনিক রীতি ঘ. সাধু রীতি
১৫। বাংলা ভাষায় রীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৬। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১৭। প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
ক. সংস্কৃত ভাষা খ. সাধু ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. চলিত ভাষা
১৮। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
ক. সামনে একটা বাঁশবাগান পড়লো খ. সামনে একটি বাঁশ বাগান পড়লো
গ. সামনে একটি বাঁশ বাগান পড়িল ঘ. সম্মুখে একটি বাঁশ বাগান পড়লো
১৯। 'তারা' কোন ভাষারীতির শব্দ?
ক. সাধু খ. কথ্য
গ. চলিত ঘ. আঞ্চলিক
২০। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামনে নমুনা পাওয়া যায়_
ক. কাব্য সাহিত্যে খ. দলিল দস্তাবেজে
গ. পুঁথি সাহিত্যে ঘ. চিঠিপত্রে
২১। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল ঘ. তৎসম শব্দবহুল
২২। কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী_
ক. চলিত ভাষা খ. সাধু ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. কথ্য ভাষা
২৩। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর খ. কৃত্রিমতা বর্জিত
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
২৪। চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে?
ক. মিথিলা খ. চুরুলিয়া
গ. আরাকান ঘ. কলকাতা
২৫। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
২৬। বাংলা লেখ্য সাধু রীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক. মধ্যযুগের শুরুতে
খ. মধ্যযুগের মাঝামাঝি
গ. ইংরেজদের আগমনের পূর্বে
ঘ. ইংরেজদের আগমনের পরে
২৭। ভাষার চলিত রীতির অনুসৃতি কষ্টসাধ্য কেন?
ক. এ রীতি কৃত্রিমতা বর্জিত বলে খ. এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে
গ. এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে
ঘ. এ রীতি পরিবর্তনশীল বলে
২৮। 'চলিত ভাষার ক্রিয়াপদ ও সর্বনামপদ সংকুচিত হয়'_এ কথাটি_
ক. ভিত্তিহীন খ. অবাস্তব
গ. সম্পূর্ণ সত্য ঘ. আংশিক সত্য
২৯। সাধু ভাষা কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
৩০। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দবাহুল্য
খ. তদ্ভব শব্দবাহুল্য
গ. প্রাচীনতা
ঘ. অমার্জিততা
বাংলা দ্বিতীয় পত্র
১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ
১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ
No comments:
Post a Comment