Wednesday, December 5, 2012

অপ্রয়োজনীয় প্রোগ্রাম মুছে বাড়ানো যাবে উইন্ডোজের গতি

অপ্রয়োজনীয় প্রোগ্রাম মুছে বাড়ানো যাবে উইন্ডোজের গতি
উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটআপ দেয়ার সময় বেশ কিছু অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়। ব্রাউজারনির্ভর মেসেঞ্জারের এ যুগে উইন্ডোজ মেসেঞ্জার অকাজে পড়েই থাকে।  আবার অনেকেই গেম খেলতে পছন্দ করেন না। গেমসহ এসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেললে কম্পিউটার তুলনামূলক দ্রুতগতির হয়। উইন্ডোজের অপ্রয়োজনীয় প্রোগ্রাম মুছে ফেলতে প্রথমে স্টার্ট মেন্যু থেকে সেটিং ও এরপর কন্ট্রোল প্যানেলে যেতে হবে। নতুন উইন্ডোজে বিভিন্ন ক্যাটাগরিতে উইন্ডোজের বিভিন্ন ফিচার ও প্রোগ্রাম নিয়ন্ত্রণের বিষয়গুলো দেখাবে। এখান থেকে Add or remove program ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। আরেকটি উইন্ডোতে চারটি ক্যাটাগরিতে উইন্ডোজের ডিফল্ট প্রোগ্রাম ও ইনস্টল করা প্রোগ্রামগুলোর তালিকা দেখাবে। এখান থেকে Add/remove windows components ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। নতুন আরেকটি উইন্ডোতে উইন্ডোজের ডিফল্ট কম্পোনেন্টগুলো দেখাবে। এখান থেকে অপ্রয়োজনীয় উইন্ডোজ প্রোগ্রামগুলো যেমন ঋধী Service, Windows Messenger, Outlook Express, MSN Explorer, Internet Information Service মুছে ফেলতে এসব প্রোগ্রামের নামের পাশের বক্সের টিকচিহ্ন তুলে দিতে হবে। এছাড়া যারা Games খেলতে পছন্দ করেন না তাদের তালিকার উপরের দিকে থাকা Accessories And Utilities  প্রোগ্রামে ডবল ক্লিক করতে হবে। নতুন আরেকটি ছোট উইন্ডোতে খোলা প্রোগ্রাম তালিকা থেকে Games এর আগে থাকা বক্সের টিক চিহ্ন তুলে দিতে হবে। এখন প্রথমে ঙশ করে কম্পোনেন্ট উইন্ডোর Next বাটনে ক্লিক করতে হবে। সর্বশেষ Finish বাটনটি ক্লিক করলে অপ্রয়োজনীয় এসব প্রোগ্রাম মুছে যাবে এবং বৃদ্ধি পাবে কম্পিউটারের গতি। নিজস্ব প্রতিবেদক

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...