Tuesday, February 5, 2013

Suggestion -এইচএসসি ২০১৩ সাজেশন : অর্থনীতি প্রথম পত্র

গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রথম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ১. সুযোগ ব্যয় কাকে বলে? লেখচিত্রের সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো।
*** ২. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
*** ৩. অর্থনৈতিক সমস্যা বলতে কী বোঝায়? অর্থনৈতিক সমস্যা সমাধানে বিভিন্ন কর্মপর্যায়গুলো আলোচনা করো।
** ৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
** ৫. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়? মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
*** ৬. অর্থনীতিতে 'দুষ্প্রাপ্যতা' ও 'নির্বাচন' বলতে কী বোঝায়?
* ৭. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
* ৮. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
*** ৯. ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো।
*** ১০. ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো।
দ্বিতীয় অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ১১. অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী? বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
** ১২. বাংলাদেশের অর্থনীতি উন্নত, অনুন্নত নাকি উন্নয়নশীল?
* ১৩. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য কী? বাংলাদেশ কী একটি উন্নয়নশীল দেশ? আলোচনা করো।
*** ১৪. বাংলাদেশের জনগণের স্বল্প মাথাপিছু আয়ের কারণ কী কী? কিভাবে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
*** ১৫. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কী?
* ১৬. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কী কী?
*** ১৭. বাংলাদেশে স্বল্প মাথাপিছু আয়ের কারণ কী কী?
*** ১৮. বাংলাদেশের অর্থনীতির উৎপাদনভিত্তিক খাতগুলো কী কী?
তৃতীয় অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ১৯. অবকাঠামো বলতে কী বোঝায়? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থ-সামাজিক অবকাঠামোর গুরুত্ব/ভূমিকা/প্রয়োজনীয়তা বর্ণনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
*** ২০. অবকাঠামো বলতে কী বোঝায়?
* ২১. সামাজিক অবকাঠামো বলতে কী বোঝায়?
* ২২. অর্থনৈতিক অবকাঠামো বলতে কী বোঝায়?
*** ২৩. অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব কী?
** ২৪. বাংলাদেশে শক্তি সম্পদের উৎসগুলো কী?
চতুর্থ অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ২৫. অপেক্ষক কাকে বলে? নিম্নে প্রদত্ত চাহিদা ও জোগান অপেক্ষকগুলো থেকে সূচি তৈরি করে চাহিদা ও জোগান রেখা অঙ্কন করো। i) D = 10-2P,
ii) D = 8 - P, iii) S = 5 + 3P
*** ২৬. রেখার ঢাল বলতে কী বোঝায়? একটি সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় বা পরিমাপ করা যায়?
** ২৭. ঢাল কাকে বলে? একটি বক্ররেখার ঢাল তুমি কিভাবে নির্ণয় করবে?
সংক্ষিপ্ত প্রশ্ন
* ২৮. চলক কী?
* ২৯. ধ্রুবক কী?
*** ৩০. চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী?
*** ৩১. স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য কী?
* ৩২. লেখচিত্র কী?
*** ৩৩. রেখার ঢাল বলতে কী বোঝায়?
পঞ্চম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
* ৩৪. চাহিদা বলতে কী বোঝো? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো।
*** ৩৫. ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়? রেখাচিত্রের সাহায্যে ভোক্তার উদ্বৃত্তের ধারণাটি ব্যাখ্যা করো।
*** ৩৬. চাহিদার সংকোচন ও প্রসারণ এবং চাহিদার হ্রাস-বৃদ্ধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
*** ৩৭. চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
** ৩৮. চাহিদাবিধিটি ব্যাখ্যা করো।
** ৩৯. চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কী?
* ৪০. ভোক্তার উদ্বৃত্ত কাকে বলে?
*** ৪১. চাহিদার নির্ধারকগুলো কী?
*** ৪২. পরিবর্তক ও পরিপূরক দ্রব্য বলতে কী বোঝায়?
** ৪৩. চাহিদার হ্রাস-বৃদ্ধি বলতে কী বোঝায়?
*** ৪৪. চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কী বোঝায়?
*** ৪৫. চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কাকে বলে?
*** ৪৬. স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ করো।
ষষ্ঠ অধ্যায়
রচনামূলক প্রশ্ন
** ৪৭. জোগানের স্থিতিস্থাপকতা কাকে বলে? জোগানের স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
** ৪৮. জোগান ও মজুদের মধ্যে পার্থক্য কী?
*** ৪৯. চিত্রের সাহায্যে জোগান বিধিটি ব্যাখ্যা করো।
* ৫০. জোগান কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
*** ৫১. জোগানের স্থিতিস্থাপকতা কাকে বলে?
সপ্তম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ৫২. ভারসাম্য কী? চাহিদা ও জোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়? তা চিত্রসহ ব্যাখ্যা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
* ৫৩. ভারসাম্য দাম কী?
** ৫৪. বাজার ভারসাম্য বলতে কী বোঝায়?
অষ্টম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ৫৫. উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব ব্যাখ্যা করো।
*** ৫৬. শ্রমের দক্ষতা কাকে বলে? শ্রমের দক্ষতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
*** ৫৭. শিল্পের স্থানীয়করণ বলতে কী বোঝায়? শিল্পের স্থানীয়করণের কারণগুলো বর্ণনা করো।
*** ৫৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এর ব্যতিক্রমগুলো কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
*** ৫৯. শ্রমের দক্ষতা বলতে কী বোঝায়?
*** ৬০. শ্রমের গতিশীলতা বলতে কী বোঝায়?
** ৬১. শিল্পের স্থানীয়করণ বলতে কী বোঝায়?
*** ৬২. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী?
** ৬৩. স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য দেখাও।
*** ৬৪. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী?
*** ৬৫. অভ্যন্তরীণ ব্যয় সংকোচ কী?
*** ৬৬. ফার্মের অভ্যন্তরীণ ব্যয় সংকোচ ও বাহ্যিক ব্যয় সংকোচ কাকে বলে?
*** ৬৭. অভ্যন্তরীণ ও বহিস্থ ব্যয় সংকোচের মধ্যে পার্থক্য কী?
নবম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ৬৮. বাংলাদেশে কৃষিজমির খণ্ড-বিখণ্ডতা ও বিচ্ছিন্নতার কারণ ও ফলাফল আলোচনা করো।
** ৬৯. ভূমিস্বত্ব ব্যবস্থা কী? বাংলাদেশে ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিগুলো বিশ্লেষণ করো।
*** ৭০. কৃষির আধুনিকীকরণ বলতে কী বোঝায়? বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
*** ৭১. বাংলাদেশের কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? বাংলাদেশে কৃষিঋণের উৎসগুলো আলোচনা করো।
** ৭২. বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাগুলো বর্ণনা করো। কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়?
সংক্ষিপ্ত প্রশ্ন
*** ৭৩. 'ভূমিস্বত্ব' প্রথা বলতে কী বোঝায়?
*** ৭৪. প্রান্তিক চাষি বলতে কী বোঝায়?
** ৭৫. বর্গাদারি প্রথা কী?
*** ৭৬. কৃষির আধুনিকীকরণ বলতে কী বোঝায়?
** ৭৭. বাংলাদেশে খাদ্য সমস্যার কারণগুলো কী?
** ৭৮. বাংলাদেশে কৃষিঋণের উৎসগুলো কী?
** ৭৯. গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়?
** ৮০. সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি কী?
দশম অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ৮১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
*** ৮২. একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া বাজারে ফার্মের উৎপাদন ও দাম কিভাবে নির্ধারিত হয়, তা চিত্রসহকারে ব্যাখ্যা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
** ৮৩. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
* ৮৪. মূলধন বাজার বলতে কী বোঝায়?
** ৮৫. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
* ৮৬. গড় আয় ও প্রান্তিক আয় বলতে কী বোঝায়?
*** ৮৭. ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের শর্তগুলো কী?
*** ৮৮. পূর্ণ প্রতিযোগিতার শর্তগুলো কী কী?
*** ৮৯. একচেটিয়া বাজার কাকে বলে?
একাদশ অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ৯০. সংগঠন বা উদ্যোক্তা কাকে বলে? আধুনিক উৎপাদন ব্যবস্থায় সংগঠকের বা সংগঠনের ভূমিকা বা কার্যাবলি বর্ণনা করো।
*** ৯১. যৌথ মূলধনী কারবারের সংজ্ঞা দাও। যৌথ মূলধনী কারবারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো।
** ৯২. শেয়ারবাজার বলতে কী বোঝায়? শেয়ারবাজারের ধারণাটি সংক্ষেপে বর্ণনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
** ৯৩. সংগঠন কাকে বলে?
* ৯৪. উদ্যোক্তার বা সংগঠকের কার্যাবলি কী কী?
* ৯৫. সমবায় কারবার কী?
*** ৯৬. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
৯৭. অংশীদারি কারবার কী?
*** ৯৮. যৌথ মূলধনী কারবার কাকে বলে?
** ৯৯. বৃহদায়তন শিল্পের সুবিধাগুলো কী?
** ১০০. ক্ষুদ্রায়তন শিল্পের অসুবিধাগুলো কী কী?
*** ১০১. শেয়ারবাজার কী?
দ্বাদশ অধ্যায়
রচনামূলক প্রশ্ন
*** ১০২. বাংলাদেশে শিল্পোন্নয়নের সমস্যা কী কী? এ দেশে শিল্পোন্নয়নের উপায়গুলো বর্ণনা করো।
** ১০৩. বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের বর্তমান সমস্যাবলি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো।
*** ১০৪. ক্ষুদ্র ও কুটিরশিল্প বলতে কী বোঝায়? বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
* ১০৫. বাংলাদেশের পাটশিল্পের সমস্যাগুলো কী?
*** ১০৬. ক্ষুদ্র ও কুটিরশিল্পের মধ্যে পার্থক্য কী?
** ১০৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা কী?
*** ১০৮. স্বকর্মসংস্থান বলতে কী বোঝায়?
** ১০৯. বাংলাদেশে শিল্পায়নে অর্থ সংস্থানের উৎসগুলো কী?

বি.দ্র. ছাত্র/ছাত্রীদের নিজেদের বোর্ডের ২০১২ সালের প্রশ্নপত্র বাদ দিয়ে এই সাজেশন অনুসরণ করতে হবে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...