Thursday, February 28, 2013

সম্ভাব্য প্রশ্নাবলি ॥ এইচ.এস.সি. পরীক্ষা-২০১৩ ইতিহাস

প্রথম পত্র (ঐচ্ছিক)

ইতিহাস
রচনামূলক প্রশ্ন :

১) হুমায়ূন ও শেরশাহের সংঘর্ষের কারণ বর্ণনা কর।***
২) শেরশাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও।***
৩) সম্রাট আকবরের ধর্ম নীতি পর্যালোচনা কর।**
৪) নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের উপর তাঁর প্রভাব আলোচনা কর।***
৫) সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা কর।***
৬) শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বেও কারণ বর্ণনা কর।***
৭) আওরঙ্গজেবের দাক্ষিনাত্য নীতি সংক্ষেপে আলোচনা কর।***
৮) আওরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর।*
৯) পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।***
১০) ওয়ারেন হেস্টিংসের সংস্কারসমূহ আলোচনা কর।**
১১) উইলিয়াম বেন্টিংক এর বিভিন্ন সংস্কারসমূহ আলোচনা কর।***
১২) ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর। এটি কীভাবে ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল?***
১৩) লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতি কী? এটি পর্যালোচনা কর।***
১৪) সংক্ষেপে ফরায়েজি আন্দোলনের ইতিহাস বর্ণনা কর।**
১৫) তিতুমীর কে ছিলেন? ইংরেজদের বিরুদ্ধে তার সংগ্রামের বিবরণ দাও।***
১৬) আলীগড় আন্দোলন কী? মুসলমানদের জাগরণের জন্য স্যার সৈয়দ আহমদ খানের অবদান নিরূপণ কর।**
১৭) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলো বর্ণনা কর।
১৮) ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর।***
১৯) ছয়-দফা কর্মসূচি কী ছিল? এর তাৎপর্য লেখ।**
২০) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের একটি বিবরণ দাও।***
২১) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।**
সংক্ষিপ্ত প্রশ্ন:

১) শেরশাহের বাল্যজীবনের বর্ণনা দাও।**
২) ১ম পানি পথের যুদ্ধের গুরুত্ব আলোচনা কর।***
৩) পানি পথের ২য় যুদ্ধের সম্পর্কে লেখ।**
৪) শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত বর্ণনা কর।**
৫) তুযুক-ই বাবর কী?***
৬) বার ভূঁইয়া কারা?**
৭) বৈরাম খান কে ছিলেন?***
৮) আবুল ফজল কে ছিলেন?**
৯) দীন-ই-ইলাহী কী?***
১০) টোডরমল কে ছিলেন?***
১১) তাজমহলের উপর একটি সংক্ষিপ্ত টীকা লিখ।***
১২) জিন্দাপীর কাকে বলে?***
১৩) মীরজুমলা কে ছিলেন?**
১৪) অন্ধকূপ হত্যা কী?***
১৫) মীরকাসেম কে ছিলেন?***
১৬) মীরজাফর কে ছিলেন?**
১৭) দেওয়ানী কী?***
১৮) চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বুঝ? এর সূফল কী ছিল***
১৯) সূর্যাস্ত আইন কী?***
২০) সতীদাহ প্রথা সম্মন্ধে যা জান লেখ।**
২১) তিতুমীরের বাঁশের কেল্লা বিখ্যাত কেন? **
২২) ছিয়াত্তরের মন্বন্তর কী?***
২৩) ১৯৫৭ সালের সিপাহি বিদ্রোহের ধর্মীয় কারণ কী ছিল।।***
২৪) ১৯৫৭ সালের সিপাহি বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল।***
২৫) ১৯০৫ সালে বঙ্গবঙ্গ কেন রদ করা হয়?**
২৬) আলীগড় আন্দোলন কি?**
২৭) মূসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?**
২৮) ফিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা কর।***
২৯) সাইমন কমিশন কী?**
৩০) লাহোর প্রস্তাব কি?**
৩১) লাহোর প্রস্তাবের মূল লক্ষ্য কী ছিল?**
৩২) মন্ত্রী মিশন পরিকল্পনা কী?***
৩৩) লর্ডমাউন্ট ব্যাটেন কে ছিলেন?***
৩৪) সাম্প্রদায়িক রোয়েদাদ বলতে কি বুঝ?***
৩৫) ১৯২১ সালের অসযোগ আন্দোলনের উপর একটি টীকা লিখ।**
৩৬) ক্রিপস মিশন সম্পর্কে টীকা লিখ।***
৩৭) ছয়-দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা কর।***
৩৮) আগরতলা ষড়যন্ত্র মামলা কি?**
৩৯) ১৯৭০ সালের নির্বাচনের তাৎপর্য ব্যাখ্যা কর।***
৪০) বিজয় দিবস সম্পর্কে টীকা লিখ।***
৪১) ১৬ ডিসেম্বরের তাৎপর্য লেখ।*
৪২) ‘ভারত ছাড়’ আন্দোলন কী?**
৪৩) ১৯৭১ সালের বদ্ধিজীবি হত্যাকা- সম্পর্কে কী জান?***
৪৪) সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখ।***

দ্বিতীয় পত্র (ঐচ্ছিক)

রচনামূলক প্রশ্ন :
১) প্রাক-ইসলামী যুগে আরবের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।***
২) মহানবী (স.)-এর মদিনা সনদের প্রধান শর্তাবলী ও এর গুরুত্ব আলোচনা কর।***
৩) বদরের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।***
৪) সমাজসংস্কারক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর আলোচনা বা কৃতিত্ব মূল্যায়ন কর।***
৫) বিজেতা হিসেবে হযরত ওমর (রা.)-এর কৃতিত্ব বিচার কর।**
৬) খলিফা হযরত ওমরের (রা.)-এর শাসন সংস্কারগুলো পর্যালোচনা কর।***
৭) হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.)-এর মধ্যে সংঘর্ষের বর্ণনা কর।***
৮) রিদ্দার যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।***
৯) সিফফিনের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।*
১০) বিজেতা হিসেবে প্রথম ওয়ালিদের কৃতিত্ব মূল্যায়ন কর।***
১১) উমাইয়া খিলাফতের পতনের কারণগুলো বিশ্লেষণ কর।***
১২) ওমর বিন আবদুল আজিজের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।***
১৩) শাসক হিসেবে হারুন-অর-রশীদের কৃতিত্ব মূল্যায়ন কর।***
১৪) বার্মাকীদের উত্থান-পতনের একটি সংক্ষিপ্ত ইতিহাস লেখ।***
১৫) খলিফা আল- মনসুরকে আব্বাসীর রাজবংশের প্রকৃতি প্রতিষ্ঠাতা কেন বলা হয়।**
১৬) শিক্ষা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে আল-মামুনের কৃতিত্ব আলোচনা কর।***


১৬) শিক্ষা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে আল-মামুনের কৃতিত্ব আলোচনা কর।***
১৭) আল-মামুনের রাজত্বকালকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন?*
১৮) আব্বাসীয় বংশের অবনতি ও পতনের কারণগুলো আলোচনা কর।**
১৯) স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম আবদুর রহমানের কৃতিত্ব নিরূপণ কর।***
২০) কার্ডোভার মুসলিম সভ্যতার একটি বিবরণ দাও।**

সংক্ষিপ্ত প্রশ্ন :
১) আইয়ামে জাহেলিয়া বলতে কী বোঝ?**
২) হিজরত বলতে কী বোঝ?**
৩) উহুদের যুদ্ধের বর্ণনা দাও।***
৪) বিবি খাদিজা (রা.) কে ছিলেন?***
৫) মুহাজিরীন ও আনসার কারা?***
৬) হিল্ফ-উল-ফুজুল কী?***
৭) খালিদ বিন ওয়ালিদ (রা.) কে ছিলেন?**
৮) মক্কা বিজয়ের ফলাফল ব্যাখ্যা কর।**
৯) খোলাফায়ে রাশেদীন বলতে কী বোঝ?**
১০) ভ-নবী কারা?***
১১) হযরত ওসমান (রা.)-কে যুন্নুরাইন বলা হতো কেন?**
১২) মারওয়ান কে ছিলেন?***
১৩) দুমার মীমাংসা কি?**
১৪) খারিজি কারা?***
১৫) উষ্ট্রের যুদ্ধের বর্ণনা দাও।**
১৬) বায়তুল মাল কি?***
১৭) মুয়াবিয়া কে ছিলেন?***
১৮) ইয়াজিদ কে ছিলেন?***
১৯) কারবালার হত্যাকা- সম্বন্ধে কী জান?***
২০) কারবালার হত্যাকা-ের ফলাফল আলোচনা কর।***
২১) আমর বিন-আল আস কেন বিখ্যাত?***
২২) দিওয়ান-উল-বারিদ কী?***
২৩) ওমর বিন আবদুল আজিজকে ইসলামের ‘পঞ্চম খলিফা’/‘দ্বিতীয় ওমর বলা হয়’ কেন?**
২৪) চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান নিরূপণ কর।**
২৫) আব্বাসীয় কারা?***
২৬) হারুন-অর- রশীদ ইতিহাসে এত বিখ্যাত কেন?***
২৭) আব্বাসীয় বংশ ইতিহাসে বিখ্যাত কেন?**
২৮) ক্রুসেড কী?***
২৯) সালাহউদ্দীন আইয়ূবী কে ছিলেন? সালাহউদ্দীন আইয়ূবী ইতিহাসে এত বিখ্যাত কেন?**
৩০) বুয়াহিদ কারা?***
৩১) নিজাম-উল-মূলক কে ছিলেন?**
৩২) হালাকু খান কে ছিলেন?***
৩৩) চেঙ্গিস খান কে ছিলেন?***
৩৪) বাইতুল হিকমা কি?***
৩৫) আরবদের বাজপাখী কাকে বলা হতো?**
৩৬) তৃতীয় আবদুর রহমান কে ছিলেন?***
৩৭) ফাতেমীয়দের বংশ পরিচয় কি ছিল?**

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...