Wednesday, February 20, 2013

অর্থনীতি -১ম পত্র for HSC Exam

অর্থনীতি -১ম পত্র
রচনামূলক প্রশ্ন

প্রথম পত্র

রচনামূলক প্রশ্ন :
১) উৎপাদন সম্ভাবনা রেখা কী? রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি ব্যাখ্যা কর।**
২) সুযোগ ব্যয় বলতে কী বুঝ? রেখাচিত্রের সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা কর।***
৩) উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? বাংলাদেশের অর্থনীতি উন্নত, অনুন্নত না উন্নয়নশীল আলোচনা কর।***
৪) বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো আলোচনা কর। কীভাবে জীবন যাত্রার মান ও মাথাপিছুর আয় বৃদ্ধি করা যায়?***
৫) সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে? বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর প্রয়োজনীয়তা আলোচনা কর।**
৬) অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে? বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।***
৭) বাংলাদেশের শক্তি সম্পদের উৎসগুলো কী? অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব আলোচনা কর।*
৮) চাহিদা অপেক্ষক কাকে বলে? চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি তৈরি কর এবং এর সাহায্যে চাহিদা রেখা দেখাও। ***
উ =১০-২চ যেখানে উ= চাহিদা, চ= দাম।
৯) অপেক্ষক কাকে বলে? নিম্নের যোগান অপেক্ষক থেকে যোগান রেখা অঙ্কন কর। ***
ঝ = ২+চ যেখানে ঝ= যোগান , চ= দাম।
১০) একটি বক্ররেখার ঢাল কীভাবে পরিমাপ করবে? বক্ররেখার সকল বিন্দুতেই কি ঢাল সমান হয়?**
১২) চাহিদার স্থিতিস্থাপকতা কী রেখা চিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।***
১৩) যোগান সূচি কী? একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন কর।***
১৪) যোগান বলতে কি বোঝ? রেখা চিত্রের সাহায্যে যোগান বিধি ব্যাখ্যা কর। যোগান বিধির ব্যতিক্রমগুলো কী কী?**
১৫) উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপাদানগুলোর গুরুত্ব আলোচনা কর।***
১৬) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধিটি আলোচনা কর। রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধি ধারণাটি ব্যাখ্যা কর।***
১৭) শিল্পের স্থানীয়করণ বলতে কী বুঝ? শিল্পের স্থানীয়করণের কারণগুলো বর্ণনা কর।***
১৮) বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার ত্রুটিসমূহ আলোচনা কর। এ সমস্ত ত্রুটি দূরীকরণে তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে?**
১৯) বাংলাদেশের খাদ্য সমস্যার কারণসমূহ ব্যাখ্যা কর এবং কীভাবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি?***
২০) বাংলাদেশের কৃষি জমির খ-বিখ-তার কারণ ও ফলাফল আলোচনা কর। এ সমস্যা কীভাবে সমাধান করবে?***
২১) বাংলাদেশের কৃষির সমস্যাবলি আলোচনা কর এবং কীভাবে সমাধান করবে আলোচনা কর।**
২২) বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনে সমস্যাবলি কী এবং কীভাবে সমাধান করবে আলোচনা কর।***
২৩) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।**
২৪) বৃহদায়তন শিল্প কাকে বলে? এর সুবিধা ও সুবিধাগুলো আলোচনা কর।**
২৪) ক্ষুদ্রায়তন শিল্প কাকে বলে? এর সুবিধা ও সুবিধাগুলো আলোচনা কর।**
২৬) রাষ্ট্রায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।***
২৭) ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য কী? বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব আলোচনা কর।***
২৮) ক্ষুদ্র ও কুটির শিল্পের সংজ্ঞা দাও। বাংলাদেশে শিল্পায়নে অর্থসংস্থানের উৎসসমূহের আলোচনা কর।**
২৯) বাংলাদেশের পোশাক শিল্পে সমস্যাবলি ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর।***
৩০) শিল্পের স্থানীয়করণ কী? শিল্পের স্থানীয়করণ এর কারণসমূহ বর্ণনা কর।***

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
১) অর্থনীতিতে দুষ্পাপ্যতা বলতে কী বোঝ?***
২) সুযোগ ব্যয় কাকে বলে ? **
৩) অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝ?***
৪) ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পাথ্যক্য কী?**
৫) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।
৬) ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী?***
৭) উন্নত ও অনুন্নত দেশ বলতে কী বোঝ?***
৮) উন্নয়নশীল ও অনুন্নত দেশের মধ্যে পাথ্যক্য কী?**
৯) অবকাঠামো কাকে বলে?***
১০) অর্থনৈতিক অবকাঠামোর কাকে বলে?***
১১) চলক ও ধ্রুবক কাকে বলে? এদের মধ্যে পার্থক্য দেখাও। ***
১২) চাহিদাবিধিটি কী? ***
১৩) চাহিদাবিধিটির ব্যতিক্রমগুলো কী কী?***
১৪) চাহিদার সংকোচন ও প্রসারণ কাকে বলে?***
১৫) চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?***
১৬) চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পাথ্যক্য দেখাও। *
১৭) চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন?***
১৮) চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?***
১৯) চাহিদার নির্ধারকগুলো কী কী?***
২০) যোগান ও মজুদের মধ্যে পাথ্যক্য দেখাও। ***
২১) ভারসাম্য দাম কি?*:
২২) উৎপাদন বলতে কি বোঝ?**
২৩) অভ্যন্তরীণ ব্যয় সংকোচন কাকে বলে? **
২৪) স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কী বোঝ?***
২৫) শ্রম বিভাগ কি?**
২৬) বর্গাদারী প্রথা কী? *
২৭) বাংলাদেশে কৃষি ঋণের উৎস কী কী ?***
২৮) গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনা কী?***
২৯) মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় বলতে কী বোঝ?***
৩০) মূলধন বাজার বলতে কী বোঝ?***
৩১) একচেটিয়া বাজার বলতে কী বোঝ?**
৩২) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কী?**
৩৩) ফার্মের মুনাফা সর্বোচ্চ করণের শর্তাবলি কী কী?***
৩৪) গড় আয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লেখ।***
৩৫) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে?*
৩৬) সংগঠনের কাজ কি?**
৩৭) অংশীদারি কারবার কাকে বলে?***
৩৮) শেয়ারবাজার কাকে বলে?**
৩৯) সমবায় কারবার কাকে বলে?**
৪০) ক্ষুদ্রায়তন শিল্পের সুবিধাগুলো কি কি?**
৪১) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি/বেসরকারি খাতের ভূমিকা কী?***
দ্বিতীয় পত্র

রচনামূলক প্রশ্ন :
১) জাতীয় আয় কাকে বলে? এর গুরুত্ব আলোচনা কর।***
২) জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি কি? জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।***
৩) শ্রমিক সংঘ কী ? এর কার্যাবলি আলোচনা কর।***
৪) একই পেশায় মজুরির হার পার্থক্য হয় কেন? বিভিন্ন পেশার মানুষের মজুরির হারের পার্থক্যের কারণসমূহ ব্যখ্যা কর।**
৫) সুদ কাকে বলে? সুদের হারের তারতম্যের কারণসমূহ আলোচনা কর। ***
৬) মুনাফা কাকে বলে? মুনাফার বিভিন্ন উপাদানগুলো কি কি?
৭) ঝুঁকি, অনিশ্চয়তা ও মুনাফার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।***
৮) সরকারি আয়ের উৎসসমূহের আলোচনা কর ।***
৯) সরকারি ব্যয় কী? সাম্প্রতিকালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।***
১০) প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কাকে বলে? এদের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর।***
১১) কর কী? করের কানুনসমূহ বর্ণনা কর।***
১২) অর্থসরবরাহের উপাদানগুলো কি কী? সমালোচনাসহ অর্থের ফিশারির তত্ত্বটি ব্যাখ্যা কর।***
১৩) অর্থের মূল্য পরিবর্তন বলতে কি বোঝ? এর ফলাফল আলোচনা কর।***

১৫) বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? এর কার্যাবলি আলোচনা কর।***
১৬) গ্রামীণ ব্যাংক কি? দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আলোচনা কর।**
১৭) আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে? বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।***
১৮) বাণিজ্যিক ভারসাম্য কী? বাংলাদেশে লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতা কারণ আলোচনা কর।***
১৯) বাংলাদেশে উচ্চ জন্ম হারের কারণসমূহ ব্যাখ্যা কর এবং বাংলাদেশের জনসংখ্যা সম্পদ না দায় আলোচনা কর।**
২০) মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝ? বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন এর উপায়সমূহ আলোচনা কর।***
২১) বাংলাদেশের জনসংখ্যার একটি কাঠামোগত বিশ্লেষণ কর।**
২২) উন্নয়ন পরিকল্পনা বলতে কি বোঝ? উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।***‘
২৩) বিশ্ব ব্যাংক কী? বিশ্ব ব্যাংক এর উদ্দেশ্য ও কার্যাবলি আলোচনা কর।***
সংক্ষিপ্ত প্রশ্ন :
১) ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় বলতে কি বোঝ?**
২) সংজ্ঞাসহ পার্থক্য দাও: মোট জাতীয় আয় ও নীট জাতীয় আয়; মোট দেশজ উৎপাদন ও নীটদেশজ উৎপাদন।***
৩) জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো আলোচনা কর।**
৪) অনুপার্জিত আয় কাকে বলে?***
৫) দ্বৈত গণনার সমস্যা কী ?***
৬) জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলতে কি বোঝ?***
৭) নিম খাজনা কী?***
৮) খাজনা কেন দেওয়া হয়?**
৯) সংজ্ঞাসহ পার্থক্য দাও: আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি।
১০) শ্রমিক সংঘ কী?**
১১) মোট সুদ ও নীট সুদের মধ্যে পার্থক্য কী?***
১২) স্বাভাবিক মুনাফা ও অস্বাভাবিক মুনাফার সংজ্ঞাসহ পার্থক্য নির্দেশ কর।***
১৩) মোট মুনাফা ও নীট মুনাফার মধ্যে পার্থক্য নির্দেশ কর।**
১৪) বাংলাদেশের কর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী?***
১৫) পরোক্ষ করের সুবিধাগুলো লেখ।
১৬) পার্থক্য দাও : রাজস্ব বাজেট ও মূলধনী বাজেট।
১৭) উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট কাকে বলে? **
১৮) করঘাত ও করপাত কাকে বলে?***
১৯) কর ও ফি এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।**
২০) মুদ্রাস্ফীতি বলতে কি বোঝ? **
২১) অর্থের মূল্য বলতে কি বোঝ?***
২২) মুদ্রা সংকোচন বলতে কি বোঝ?**
২৩) অর্থ বাজার বলতে কি বোঝ?**
২৪) মূলধন বাজার ও মুদ্রা বাজারের উপাদানগুলো কী কী?***
২৫) ঋণের প্রাতিষ্ঠানিক উৎস ও অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কী কী?**
২৬) ব্যাংক কাকে বলে?***
২৭) কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যাবলি কী কী?***
২৮) অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তিগুলো কী কী?***
২৯) ওয়েজ আর্নারস স্কিম কাকে বলে?***
৩০) রপ্তানি উন্নয়ন বুরো কী?
৩১) পার্থক্য দাও : অবাধ বাণিজ্যি ও সংরক্ষিত বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য***
৩২) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ কী কী?***
৩৩) কাম্য জনসংখ্যা তত্ত্বটি কী?***
৩৪) বাংলাদেশের জনসংখ্যা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কী?**
৩৫) বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার অর্থায়নের উৎসসমূহ কী কী?***
৩৬) এশিয়ান উন্নয়ন বিশ্ব ব্যাংক কী?***
৩৭) ইসলামী উন্নয়ন ব্যাংক কী?***
৩৮) ইসলামী উন্নয়ন ব্যাংক এর কার্যাবলি কী কী?***

 

No comments:

Post a Comment