Thursday, February 21, 2013

হিসাববিজ্ঞান প্রথম পত্র

১. হিসাববিজ্ঞান কী? এর সুবিধাগুলো/প্রয়োজনীয়তা/ উদ্দেশ্যাবলি বর্ণনা কর।
২. মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞান এর ভূমিকা ব্যাখ্যা কর।
৩. হিসাববিজ্ঞান কলা না বিজ্ঞান আলোচনা কর।
৪. হিসাববিজ্ঞান একটি পেশা আলোচনা কর।
৫. হিসাববিজ্ঞানের মৌলিক অনুমানসমূহ বর্ণনা কর।
৬. চালান কী? এর একটি নমুনা দেখাও।
৭. সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ব্যাখ্যা কর।
৮. হিসাব কী? হিসাবের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
৯. হিসাব সমীকরণ কী? এর উপাদানগুলো কী কী?
১০. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লিখ অথবা, মূলনীতি আলোচনা কর।
১১. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি আলোচনা কর।
১২. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো বর্ণনা কর।
১৩. ডেবিট ও ক্রেডিট নোট বলতে কী বুঝ? উদাহরণসহ একটি ডেবিট নোটের নমুনা দাও।
১৪. প্রকৃত জাবেদা কী? প্রকৃত জাবেদায় কোন কোন ধরনের লেনদেন লিখা হয়?
১৫. ভ্যাট কী? বাংলাদেশে কত সালে ভ্যাট প্রবর্তিত হয়?
১৬. হিসাবচক্র বলতে কী বুঝ? হিসাবচক্রের ধাপগুলো বর্ণনা কর।
১৭. জাবেদার সংজ্ঞা দাও। এর শ্রেণীবিভাগ সংক্ষেপে বর্ণনা কর।
১৮. জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য লিখ।
১৯. প্রায়োগিক সমস্যা: ঢাকা: ২০০৮, যশোর বোর্ড: ২০০৯, চট্টগ্রাম বোর্ড: ২০০৯, কুমিল্লা ২০১০, দিনাজপুর: ২০১০, বরিশাল: ২০০৮ সিলেট বোর্ড ২০০৬, রাজশাহী বোর্ড: ২০০৮, সকল বোর্ড ২০০৬-২০১০।
২০. রেওয়ামিল ও উদ্বৃত্তপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২১. রেওয়ামিল কী? রেওয়ামিলে কোন কোন ভুল ধরা পড়ে না?
২২. রেওয়ামিলের সমতা কি সর্বদাই হিসাব বহিসমূহের গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২৩. প্রায়োগিক সমস্যা: দিনাজপুর: ২০১০, চট্টগ্রাম বোর্ড: ২০০৭ সকল বোর্ড ২০০৬-২০১০।
২৪. ‘নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই’ ব্যাখ্যা কর।
২৫. নগদ বাট্টা ও কারবারি বাট্টার মধ্যে পার্থক্য দেখাও।
২৬. অগ্রদত্ত পদ্ধতিতে নগদান বহির গুরুত্ব/ তাৎপর্য ব্যাখ্যা কর।
২৭. প্রায়োগিক সমস্যা: ঢাকা: ২০০৬, ২০০৯, যশোর বোর্ড: ২০০৮, চট্টগ্রাম বোর্ড: ২০০৯, কুমিল্লা ২০০৫, দিনাজপুর: ২০০৯, ২০১০, বরিশাল: ২০০৭ সিলেট বোর্ড ২০১০, রাজশাহী বোর্ড: ২০০৭, ২০০৮, সকল বোর্ড ২০০৬-২০১০।
২৮. ব্যাংক জমার সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়?
২৯. নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণগুলো কী কী?
৩০. মূলধন ও মুনাফাজাতীয় ব্যয়ের পার্থক্য কী? প্রত্যেক প্রকার ব্যয়ের দুটি করে উদাহরণ দাও।
৩১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? উদাহরণসহ আলোচনা কর।
৩২. মূলধনজাতীয় আয় ও মুনাফাজাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
৩৩. হিসাববিজ্ঞানের যে কোনো চারটি নীতি বর্ণনা কর।
৩৪. হিসাববিজ্ঞানের ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য দেখাও।
৩৫. একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ-লোকসান নির্ণয় করা হয়?/কী কী হিসাব রাখা হয়।
৩৬. একতরফা দাখিলা পদ্ধতির অসুবিধাগুলো আলোচনা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...