ইসলাম শিক্ষা
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১। কিয়ামতকে আর কী বলা হয়?
ক. হাশর খ. পুনরুত্থান গ. মিজান ঘ. বারজাখ
২। তাওহিদের বিপরীত কী?
ক. গিবত খ. নিফাক গ. শিরক ঘ. ইমান
৩। মৌনসম্মতিমূলক হাদিসকে কী বলা হয়?
ক. তাকরিরি হাদিস খ. কাওলি হাদিস
গ. ফেলি হাদিস ঘ. মাওকুফ হাদিস
৪। শরিয়তের তৃতীয় মূল উৎস কোনটি?
ক. কিয়াস খ. হাদিস শরিফ গ. কোরআন মাজিদ ঘ. ইজমা
৫। হারামকে হালাল মনে করে সম্পাদন করলে কী হয়?
ক. কাফির হয় খ. ফাসিক হয়
গ. মুনাফিক হয় ঘ. গুনাহগার হয়
৬। মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কোন সূরা নাজিল হয়?
ক. সূরা আদদুহা খ. সূরা আল-কদর
গ. সূরা নিসা ঘ. সূরা ইনশিরাহ
৭। মুসলমানদের মধ্যে সর্বোত্তম ঘর হলো—
i. যে ঘরে কোরআন আছে ii. যে ঘরে এতিম আছে
iii. যে ঘরে বাচ্চা আছে
কোনটি সঠিক? ক. i খ.i ও ii গ.iii ঘ. ii
৮। আল্লাহর কাছে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি? ক. সাওম খ. সালাত গ. জাকাত ঘ. হজ
৯। কোন সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের প্রতি মানুষের অধিকারের কথা বলা হয়েছে?
ক. সূরা নিসা খ. সূরা আহজাব গ. সূরা মায়িদা ঘ. সূরা মুমিনুন
১০। অধিকারের দিক থেকে প্রতিবেশী কত প্রকার?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
১১। ইসলাম ধর্েমর অভ্যন্তরীণ শক্তি উৎসারিত হয়—
ক. শালীনতার মাধ্যমে খ. আদলের মাধ্যমে
গ. তাকওয়ার মাধ্যমে ঘ. তাসাউফের মাধ্যমে
১২। প্রতারণা দ্বারা জীবিকা—
ক. হারাম খ. মাকরুহ গ. হালাল ঘ. মুবাহ
১৩। মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ কোনটি?
ক. প্রতারণা করা খ. গিবত করা গ. খুন করা ঘ. হিংসা
১৪। হিলফুল ফুজলের কয়টি উদ্দেশ্য ছিল?
ক. আটটি খ. ছয়টি গ. পাঁচটি ঘ. চারটি
১৫। ‘নাহর-ই-জুবাইদা’ কিসের নাম?
ক. একটি সমুদ্রের নাম খ. একটি কূপের নাম
গ. একটি নদীর নাম ঘ. একটি খালের নাম
১৬। ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. সত্য-মিথ্যার প্রভেদকারী খ. ন্যায়পরায়ণ
গ. সত্যবাদী ঘ. সত্য-মিথ্যার সমন্বয়কারী
১৭। চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রণ ঘটেছিল—
ক. হজরত ওসমান (রা.) খ. হজরত আবু বকর (রা.) গ. হজরত ওমর (রা.) ঘ. হজরত আলী (রা.)
১৮। মহানবী (সা.)-এর নবুয়তের মূল দায়িত্ব কী ছিল?
ক. তাওহিদ প্রচার খ. সৎ পথ প্রর্দশন গ. কোরআন শিক্ষা দেওয়া ঘ. ইসলামকে বিজয়ী করা
১৯। কখন মানুষের জন্য সহজ বিধান দেওয়া হয়?
ক. প্রস্তর যুগে খ. জ্ঞান-বিজ্ঞানের প্রাথমিক যুগে
গ. আদিম যুগে ঘ. মধ্যযুগে
২০। কোরআন মাজিদ মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে—
ক. মুশরিকদের খ. কাফিরদের গ. বেইমানদের ঘ. মুনাফিকদের
২১। কিয়াস প্রয়োগের বিধান থেকে কী প্রতীয়মান হয়?
ক. ইসলামি জীবনব্যবস্থা সুনির্দিষ্ট খ. ইসলামি জীবনব্যবস্থা সুনিয়ন্ত্রিত গ. ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা ঘ. ইসলাম একটি স্থবির জীবনব্যবস্থা
২২। যে হাদিসের বর্ণনাসূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয়— ক. মাকতু খ. মারফু গ. মাজুর ঘ. মাওকুফ
২৩। হাশরের ময়দানে প্রত্যেকে নিজ নিজ আমলনামা প্রত্যক্ষ করবে, এটি কোন সূরার শিক্ষা?
ক. সূরা জিলজাল খ. সূরা নিসা
গ. সূরা ইনশিরাহ ঘ. সূরা আদদুহা
২৪। কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করার কারণ— i. মহানবী (সা.) যেন ভালোভাবে বুঝতে পারেন ii. যেন সহজে মুখস্থ করা যায় iii. মহানবী (সা.) যেন লোকদের অল্প অল্প করে পাঠ করে শোনাতে পারেন
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
২৫। সামর্থ্য থাকা সত্ত্বেও অকারণে অন্যের অধিকার আদায়ে দেরি করা কী?
ক. জুলুম খ. নিফাক গ. অপরাধ ঘ. অসদাচরণ
২৬। সমাজের অন্যায় কাজ প্রতিরোধ করা কী ধরনের দায়িত্ব? ক. মানবিক খ. ইমানি গ. নৈতিক ঘ. সামাজিক
২৭। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কয় ব্যক্তির ওপর মহানবী (সা.) লানত করেছেন? ক. আট খ. নয় গ. ১০ ঘ. ১১
২৮। ‘কানুন-ফিত-তিব্ব’-এর রচয়িতা কে?
ক. ইবনে সিনা খ. হাসান ইবনে হাইসাম
গ. আল বিরুনি ঘ. আলী তাবারি
২৯। কে প্রথম মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন?
ক. ইবনে বতুতা খ. ইবনে হাইসাম
গ. ইবনে সিনা ঘ. ইবনে জারির তাবারি
৩০। উমর (রা.)-এর শাসনকাল শান্তিময় ছিল কেন?
ক. আদল প্রতিষ্ঠার জন্য খ. উমর (রা.) শান্ত ছিলেন গ. ক্ষমতার যথার্থ প্রয়োগ ঘ. রাসুল (সা.)-এর দোয়া ছিল
# অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আশা ও হ্যাপি দুই বন্ধু। আশা হ্যাপিকে বলল, আগামীকাল যখন পিরোজপুর পাবলিক লাইব্রেরিতে আসব, তখন তোমার বইটি নিয়ে আসব। তুমি অবশ্যই আসবে। কিন্তু আশা আর পরের দিন লাইব্রেরিতে এল না।
৩১। আশার আচরণে কিসের বহিঃপ্রকাশ ঘটল?
ক. কুফরি খ. মুনাফিক গ. আনুগত্য ঘ. অপচয়
৩২। আশার মতো আচরণের ব্যক্তিদের সব সময় এড়িয়ে চলতে হবে কেন? i. ওয়াদা খেলাফকারীকে কেউ পছন্দ করে না ii. তাদের প্রতিটি কাজই লোকদেখানো iii. তারা দ্বিমুখী নীতিবিশিষ্ট
কোনটি সঠিক? ক. ii খ. i গ. iii ঘ. i, ii ও iii
৩৩। কোরআন মাজিদের ভাষা ও রচনাশৈলীতে কারা মুগ্ধ হন? ক. কবি ও সাহিত্যিকেরা খ. ঐতিহাসিকেরা
গ. অমুসলমান মনীষীরা ঘ. জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিরা
৩৪। সালাতে যথানিয়মে রুকু-সিজদাহ আদায় করতে হয়। এর মাধ্যমে কী শিক্ষা পাওয়া যায়? ক. সাম্যের
খ. ঐক্যের গ. নিয়মশৃঙ্খলার ঘ. সময়ানুবর্তিতার
৩৫. ‘কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো বৃহত্তর জিহাদ।’ এ হাদিস দ্বারা কী প্রমাণিত হয়?
i. কুপ্রবৃত্তিকে দমন করা সহজ ii. কুপ্রবৃত্তিকে দমন করা কঠিন iii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হয়
কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii
৩৬. কিসের অভাবে অন্যায়ের প্রকোপ বৃদ্ধি পায়?
ক. আদলের খ. আমানতের গ. আহদের ঘ. শালীনতার
৩৭. কোনটি আখলাকে জামিমা? ক. সত্যবাদিতা
খ. ওয়াদা রক্ষা করা গ. ফিতনা সৃষ্টি করা ঘ. আমানতদারি
৩৮. ইহুদিরা বলে হজরত উজায়ের আল্লাহর পুত্র। তাদের এ বিশ্বাস কিসের শামিল? ক. শিরক খ. কুফর
গ. নিফাক ঘ. কবিরা গুনাহ
৩৯. মারফু হাদিস কী?
ক. সাহাবি থেকে বর্ণিত হাদিস
খ. মহানবী (সা.) থেকে বর্ণিত হাদিস গ. তাবিই থেকে বর্ণিত হাদিস
ঘ. তাবিই তাবিইন থেকে বর্ণিত হাদিস
৪০. মহানবী (সা.) বাল্যকাল থেকে সবার প্রিয়পাত্র ছিলেন। কারণ তিনি—
ক. সব সময় মানবসেবায় নিয়োজিত ছিলেন খ. অত্যন্ত সত্যবাদী ছিলেন গ. দেখতে খুব সুন্দর ছিলেন ঘ. খুব নম্র-ভদ্র ছিলেন।
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১। কিয়ামতকে আর কী বলা হয়?
ক. হাশর খ. পুনরুত্থান গ. মিজান ঘ. বারজাখ
২। তাওহিদের বিপরীত কী?
ক. গিবত খ. নিফাক গ. শিরক ঘ. ইমান
৩। মৌনসম্মতিমূলক হাদিসকে কী বলা হয়?
ক. তাকরিরি হাদিস খ. কাওলি হাদিস
গ. ফেলি হাদিস ঘ. মাওকুফ হাদিস
৪। শরিয়তের তৃতীয় মূল উৎস কোনটি?
ক. কিয়াস খ. হাদিস শরিফ গ. কোরআন মাজিদ ঘ. ইজমা
৫। হারামকে হালাল মনে করে সম্পাদন করলে কী হয়?
ক. কাফির হয় খ. ফাসিক হয়
গ. মুনাফিক হয় ঘ. গুনাহগার হয়
৬। মহানবি (সা.)-কে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কোন সূরা নাজিল হয়?
ক. সূরা আদদুহা খ. সূরা আল-কদর
গ. সূরা নিসা ঘ. সূরা ইনশিরাহ
৭। মুসলমানদের মধ্যে সর্বোত্তম ঘর হলো—
i. যে ঘরে কোরআন আছে ii. যে ঘরে এতিম আছে
iii. যে ঘরে বাচ্চা আছে
কোনটি সঠিক? ক. i খ.i ও ii গ.iii ঘ. ii
৮। আল্লাহর কাছে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি? ক. সাওম খ. সালাত গ. জাকাত ঘ. হজ
৯। কোন সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের প্রতি মানুষের অধিকারের কথা বলা হয়েছে?
ক. সূরা নিসা খ. সূরা আহজাব গ. সূরা মায়িদা ঘ. সূরা মুমিনুন
১০। অধিকারের দিক থেকে প্রতিবেশী কত প্রকার?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
১১। ইসলাম ধর্েমর অভ্যন্তরীণ শক্তি উৎসারিত হয়—
ক. শালীনতার মাধ্যমে খ. আদলের মাধ্যমে
গ. তাকওয়ার মাধ্যমে ঘ. তাসাউফের মাধ্যমে
১২। প্রতারণা দ্বারা জীবিকা—
ক. হারাম খ. মাকরুহ গ. হালাল ঘ. মুবাহ
১৩। মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ কোনটি?
ক. প্রতারণা করা খ. গিবত করা গ. খুন করা ঘ. হিংসা
১৪। হিলফুল ফুজলের কয়টি উদ্দেশ্য ছিল?
ক. আটটি খ. ছয়টি গ. পাঁচটি ঘ. চারটি
১৫। ‘নাহর-ই-জুবাইদা’ কিসের নাম?
ক. একটি সমুদ্রের নাম খ. একটি কূপের নাম
গ. একটি নদীর নাম ঘ. একটি খালের নাম
১৬। ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. সত্য-মিথ্যার প্রভেদকারী খ. ন্যায়পরায়ণ
গ. সত্যবাদী ঘ. সত্য-মিথ্যার সমন্বয়কারী
১৭। চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রণ ঘটেছিল—
ক. হজরত ওসমান (রা.) খ. হজরত আবু বকর (রা.) গ. হজরত ওমর (রা.) ঘ. হজরত আলী (রা.)
১৮। মহানবী (সা.)-এর নবুয়তের মূল দায়িত্ব কী ছিল?
ক. তাওহিদ প্রচার খ. সৎ পথ প্রর্দশন গ. কোরআন শিক্ষা দেওয়া ঘ. ইসলামকে বিজয়ী করা
১৯। কখন মানুষের জন্য সহজ বিধান দেওয়া হয়?
ক. প্রস্তর যুগে খ. জ্ঞান-বিজ্ঞানের প্রাথমিক যুগে
গ. আদিম যুগে ঘ. মধ্যযুগে
২০। কোরআন মাজিদ মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে—
ক. মুশরিকদের খ. কাফিরদের গ. বেইমানদের ঘ. মুনাফিকদের
২১। কিয়াস প্রয়োগের বিধান থেকে কী প্রতীয়মান হয়?
ক. ইসলামি জীবনব্যবস্থা সুনির্দিষ্ট খ. ইসলামি জীবনব্যবস্থা সুনিয়ন্ত্রিত গ. ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা ঘ. ইসলাম একটি স্থবির জীবনব্যবস্থা
২২। যে হাদিসের বর্ণনাসূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে, তাকে বলা হয়— ক. মাকতু খ. মারফু গ. মাজুর ঘ. মাওকুফ
২৩। হাশরের ময়দানে প্রত্যেকে নিজ নিজ আমলনামা প্রত্যক্ষ করবে, এটি কোন সূরার শিক্ষা?
ক. সূরা জিলজাল খ. সূরা নিসা
গ. সূরা ইনশিরাহ ঘ. সূরা আদদুহা
২৪। কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল করার কারণ— i. মহানবী (সা.) যেন ভালোভাবে বুঝতে পারেন ii. যেন সহজে মুখস্থ করা যায় iii. মহানবী (সা.) যেন লোকদের অল্প অল্প করে পাঠ করে শোনাতে পারেন
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
২৫। সামর্থ্য থাকা সত্ত্বেও অকারণে অন্যের অধিকার আদায়ে দেরি করা কী?
ক. জুলুম খ. নিফাক গ. অপরাধ ঘ. অসদাচরণ
২৬। সমাজের অন্যায় কাজ প্রতিরোধ করা কী ধরনের দায়িত্ব? ক. মানবিক খ. ইমানি গ. নৈতিক ঘ. সামাজিক
২৭। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কয় ব্যক্তির ওপর মহানবী (সা.) লানত করেছেন? ক. আট খ. নয় গ. ১০ ঘ. ১১
২৮। ‘কানুন-ফিত-তিব্ব’-এর রচয়িতা কে?
ক. ইবনে সিনা খ. হাসান ইবনে হাইসাম
গ. আল বিরুনি ঘ. আলী তাবারি
২৯। কে প্রথম মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন?
ক. ইবনে বতুতা খ. ইবনে হাইসাম
গ. ইবনে সিনা ঘ. ইবনে জারির তাবারি
৩০। উমর (রা.)-এর শাসনকাল শান্তিময় ছিল কেন?
ক. আদল প্রতিষ্ঠার জন্য খ. উমর (রা.) শান্ত ছিলেন গ. ক্ষমতার যথার্থ প্রয়োগ ঘ. রাসুল (সা.)-এর দোয়া ছিল
# অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আশা ও হ্যাপি দুই বন্ধু। আশা হ্যাপিকে বলল, আগামীকাল যখন পিরোজপুর পাবলিক লাইব্রেরিতে আসব, তখন তোমার বইটি নিয়ে আসব। তুমি অবশ্যই আসবে। কিন্তু আশা আর পরের দিন লাইব্রেরিতে এল না।
৩১। আশার আচরণে কিসের বহিঃপ্রকাশ ঘটল?
ক. কুফরি খ. মুনাফিক গ. আনুগত্য ঘ. অপচয়
৩২। আশার মতো আচরণের ব্যক্তিদের সব সময় এড়িয়ে চলতে হবে কেন? i. ওয়াদা খেলাফকারীকে কেউ পছন্দ করে না ii. তাদের প্রতিটি কাজই লোকদেখানো iii. তারা দ্বিমুখী নীতিবিশিষ্ট
কোনটি সঠিক? ক. ii খ. i গ. iii ঘ. i, ii ও iii
৩৩। কোরআন মাজিদের ভাষা ও রচনাশৈলীতে কারা মুগ্ধ হন? ক. কবি ও সাহিত্যিকেরা খ. ঐতিহাসিকেরা
গ. অমুসলমান মনীষীরা ঘ. জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিরা
৩৪। সালাতে যথানিয়মে রুকু-সিজদাহ আদায় করতে হয়। এর মাধ্যমে কী শিক্ষা পাওয়া যায়? ক. সাম্যের
খ. ঐক্যের গ. নিয়মশৃঙ্খলার ঘ. সময়ানুবর্তিতার
৩৫. ‘কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ হলো বৃহত্তর জিহাদ।’ এ হাদিস দ্বারা কী প্রমাণিত হয়?
i. কুপ্রবৃত্তিকে দমন করা সহজ ii. কুপ্রবৃত্তিকে দমন করা কঠিন iii. কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হয়
কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. ii
৩৬. কিসের অভাবে অন্যায়ের প্রকোপ বৃদ্ধি পায়?
ক. আদলের খ. আমানতের গ. আহদের ঘ. শালীনতার
৩৭. কোনটি আখলাকে জামিমা? ক. সত্যবাদিতা
খ. ওয়াদা রক্ষা করা গ. ফিতনা সৃষ্টি করা ঘ. আমানতদারি
৩৮. ইহুদিরা বলে হজরত উজায়ের আল্লাহর পুত্র। তাদের এ বিশ্বাস কিসের শামিল? ক. শিরক খ. কুফর
গ. নিফাক ঘ. কবিরা গুনাহ
৩৯. মারফু হাদিস কী?
ক. সাহাবি থেকে বর্ণিত হাদিস
খ. মহানবী (সা.) থেকে বর্ণিত হাদিস গ. তাবিই থেকে বর্ণিত হাদিস
ঘ. তাবিই তাবিইন থেকে বর্ণিত হাদিস
৪০. মহানবী (সা.) বাল্যকাল থেকে সবার প্রিয়পাত্র ছিলেন। কারণ তিনি—
ক. সব সময় মানবসেবায় নিয়োজিত ছিলেন খ. অত্যন্ত সত্যবাদী ছিলেন গ. দেখতে খুব সুন্দর ছিলেন ঘ. খুব নম্র-ভদ্র ছিলেন।
No comments:
Post a Comment