১. ‘যা আমাদের মানসিক দাসত্ব তা মোচন হয় নাই’ এ ব্যাকটি
ক. জটিল খ. সরল গ. যৌগিক ঘ. অস্তিবাচক
২. রোকেয়ার মতে স্ত্রীলোকদের শিক্ষা
i. আরবি বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ রাখা
ii. বোধোদয় পর্যন্ত ররর. কোরান শিক্ষা সম্পন্ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বেগম রোকেয়া তার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে দক্ষিণ বাহুর দৈর্ঘ্য কত বলেছেন?
ক. পঁচিশ ইঞ্চি খ. ছাব্বিশ ইঞ্চি
গ. ত্রিশ ইঞ্চি ঘ. বাইশ ইঞ্চি
৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন ধরনের লোক অলস?
ক. কৃষক খ. চাকরিজীবী গ. ভিক্ষুক ও ধনবান ঘ. ব্যবসায়ী
৫. বেগম রোকেয়া কেন নারীকে জেগে উঠতে বলেছেন?
ক. সমাজের কল্যাণের জন্য
খ. পুরুষশাসিত সমাজকে বয়কট করার জন্য
গ. পরিবারের শান্তির জন্য
ঘ. অর্থ উপার্জনের জন্য
৬. ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়’ এর উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. নারী-পুরুষ পরস্পরের বিরোধী
খ. নারী-পুরুষ পরস্পরের শত্রু
গ. নারী-পুরুষ একই মানসিকতার
ঘ. নারী-পুরুষ পরস্পরের পরিপূরক
৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা ‘নজম-উল-ওলামা’ বলতে কী বুঝিয়েছেন?
ক. জ্ঞানীদের মধ্যে নক্ষত্র খ. বিজ্ঞদের মধ্যে আলোচিত চন্দ্র
গ. জ্ঞানীদের মধ্যে সূর্য ঘ. জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী
৮. ‘রাসভকর্ণ’ অর্থ কী?
ক. ঘোড়ার কান খ. গরুর কান
গ. গাধার কান ঘ. ভেড়ার কান
৯. দ্বিচক্র শকটের বড় অংশ কে?
ক. পত্নী খ. পতি গ. অর্ধাঙ্গী ঘ. পুত্র
১০. স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই এমন কথা বলা হয়েছে কেন?
ক. পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে
খ. পুরুষের অবাধ্য হবে ভেবে
গ. স্ত্রীদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে
ঘ. স্ত্রীরা দুর্বল বলে
১১. ‘পদ্মরাগ’ গ্রন্থটি কার লেখা?
ক. বঙ্কিমচন্দ্র খ. শরৎচন্দ্র
গ. বেগম রোকেয়া ঘ. হুমায়ুন কবির
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও
শাহীন ও সুমাইয়া ভাইবোন। শাহীন এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হলেও সুমাইয়াকে বিয়ে দিয়ে দেয়া হয়।
১২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে উদ্দীপকের ভাবের মধ্যে ফুটে উঠেছে
i. নারীর অসহায় অবস্থা ii. নারীর প্রতি অবহেলা
iii. সামাজিক অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
১৩. Sultana's Dream গ্রন্থটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. উইলিয়াম শেক্সপিয়ার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লেখিত ‘নাকের দড়ি’ শব্দের অর্থ কী?
ক. অধিকার ও মালিকানার বস্তু
খ. নারীকে আটক রাখার কৌশল
গ. নাক বাঁধার জন্য তৈরিকৃত রশি
ঘ. নতজানু ও বাধ্য করার অস্ত্র
১৫. ‘অবরোধ প্রথা’ বলতে কী বোঝায়?
ক. পরিবেষ্টিত করে রাখার নিয়ম
খ. লোকচক্ষুর আড়ালে আটক রাখার নিয়ম
গ. অবনত করে রাখার নিয়ম
ঘ. প্রতিবন্ধকতা তৈরি করার নিয়ম
১৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন
কবিতার প্রসঙ্গ আছে?
ক. দম্পতির প্রেমালাপ খ. নবদম্পতির প্রেমালাপ
গ. দম্পতির আলাপ ঘ. নবদম্পতির আলাপ
১৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘সূত্রধর’ হলো
ক. তাঁতি খ. ছুতার গ. কুমার ঘ. মালি
১৮. রোকেয়া সাখাওয়াত হোসেন কেন কলম ধরেছিলেন?
ক. সমাজকে জাগানোর লক্ষ্যে
খ. সমাজকে ভাঙার লক্ষ্যে
গ. নারীসমাজকে জাগানোর লক্ষ্যে
ঘ. পুরুষকে নিন্দা করার লক্ষ্যে
১৯. বেগম রোকেয়ার মতে, সমাজ পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না। এর কারণ
i. পুরুষ সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি
ii. নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা
iii. সমাজে সঠিক নারী নেতৃত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
২০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘তরঙ্গিনী ও কাদম্বিনী’
ক. দুই বোনের নাম খ. দুই নায়িকার নাম
গ. মেঘ ও বিদ্যুৎ ঘ. নদী ও মেঘ
২১. লেখিকা নারীদের উন্মুক্ত প্রান্তরে আনতে চান না
i. ধর্মীয় বন্ধন ছিন্ন করে
ii. পারিবারিক বন্ধন ছিন্ন করে
iii. সামাজিক বন্ধন ছিন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
যৌবনের গান: কাজী নজরুল ইসলাম
২২. ‘আমি আজ তাহাদের দলে’ বলতে লেখক বুঝিয়েছেন, যারা
ক. কর্মী খ. ধ্যানী গ. জ্ঞানী ঘ. মানী
২৩. ‘মতিগতি’ বাগ্ধারাটির অর্থ
i. ভাবগতিক ii. মনের ভাব iii. খারাপ মতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৪. ‘যৌবনের মাতৃরূপ’ বলতে বোঝানো হয়েছে
ক. øেহপরায়ণতা খ. সেবাপরায়ণতা
গ. সাহসিকতা ঘ. স্পর্শকাতরতা
২৫. ‘আমি কমবক্তার দলে’ এখানে ‘কমবক্তা’ বলা যায় কাকে?
ক. বখতিয়ার খিলজি খ. যারা আসল নয়
গ. যার ধ্যানী ঘ. লক্ষ্মণ সেন
২৬. কাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না?
ক. যৌবনকে খ. শক্তিকে গ. বার্ধক্যকে ঘ. জীবনকে
২৭. যৌবনের মূলমন্ত্র কী হওয়া উচিত?
ক. বার্ধক্যকে কাজে লাগানো
খ. নিজ জাতির অগ্রগতি সাধন
গ. নিজ দেশের উন্নয়ন
ঘ. বিশ্বমানবতার সেবা সাধন
উত্তর মিলিয়ে নাও : ১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ
২৮. ‘যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।’ কথাটির অর্থ
ক. শিব এবং বাঁদর গড়া দুটোই খুব সহজ
খ. শিব গড়লে বাঁদরও গড়তে হবে
গ. গড়তে জানলে ভালো-মন্দ দুটোই গড়া যায়
ঘ. শিব এবং বাঁদর দিয়ে গড়া শুরু করতে হয়
২৯. শাস্ত্রমতে কাব্যরস হলো
ক. ফলের রস খ. অমৃত
গ. গরল ঘ. নেশাজাতীয়
৩০. ‘কালাপাহাড়’ কী?
ক. হিন্দু যোদ্ধা খ. মুসলিম যোদ্ধা
গ. দৈত্য ঘ. পর্বত
৩১. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না কেন?
ক. মানসিক শক্তি ও কর্মোদ্দীপনার কারণে
খ. বৃদ্ধরা বয়সের ধার ধারে না বলে
গ. যৌবনের প্রাণপ্রাচুর্য থাকে বলে
ঘ. শারীরিক শক্তি থাকার কারণে
৩২. রুশ বিপ্লবের সংগঠক কে?
ক. লেনিন খ. মুসোলিনি
গ. হিটলার ঘ. সানইয়াত
৩৩. মুঘল সম্রাট হুমায়ুনের কথা উল্লেখ আছে
ক. ‘হৈমন্তী’ গল্পে
খ. ‘যৌবনের গান’-এ
গ. ‘সাহিত্যে খেলা’য়
ঘ. ‘বিলাসী’ গল্পে
৩৪. কামাল, করিম, মুসোলিনি, সানইয়াতের কথা উল্লেখ আছে কোন রচনায়?
ক. অর্ধাঙ্গী
খ. সাহিত্যে খেলা
গ. যৌবনের গান
ঘ. অপরাহেœর গল্প
৩৫. বেনিতো মুসোলিনি কোন দেশের একনায়ক ও ফ্যাসিবাদী দলের নেতা ছিলেন?
ক. ইতালির খ. ফ্রান্সের
গ. তুরস্কের ঘ. চীনের
৩৬. কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬৯ খ. ১৮৯১
গ. ১৮৯৫ ঘ. ১৮৯৯
৩৭. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?
ক. মধ্যমণি খ. দলপতি গ. সহযাত্রী ঘ. পূজারি
৩৮. মুসোলিনি কে?
ক. ইতালির একনায়ক খ. ফ্রান্সের স্বৈরশাসক
গ. আরবদের নেতা ঘ. চীনের একনায়ক
৩৯. ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি গান গেয়ে যান কেন?
ক. গান গাইতে পছন্দ করেন বলে
খ. কবির স্বভাব গান করা গ. গানই কবির একমাত্র ভরসা
ঘ. কবির গান সবাই পছন্দ করেন
৪০. ‘এডেন’ কিসের জন্য বিখ্যাত?
ক. পোশাক তৈরিতে খ. পেট্রল উৎপাদনে
গ. লবণ তৈরিতে ঘ. মসলা তৈরিতে
৪১. লেনিন কে ছিলেন?
ক. আধুনিক তুরস্কের জনক
খ. ইতালির ফ্যাসিবাদী দলের নেতা
গ. রুশ বিপ্লবের সংগঠক ঘ. নব্য চীনের জন্মদাতা
৪২. কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই?
ক. শিশুদের খ. তরুণদের গ. বৃদ্ধদের ঘ. কিশোরদের
৪৩. ‘ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন’-কথাটির তাৎপর্য কী?
ক. তারুণ্যের দেশ ধর্ম নেই
খ. তারুণ্য সব দেশের, সব ধর্মের ও কালের
গ. তরুণরা অসহায়
ঘ. তরুণদের শক্তি অপরিমেয়
৪৪. ‘আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার’ লেখক উক্তিটিতে বুঝিয়েছেন
ক. যৌবনের উচ্ছলতা খ. মানবকল্যাণে ব্রতী হওয়া
গ. তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
ঘ. গানের পাখির সঙ্গে কবিতার তুলনা
৪৫. তারুণ্যের ধর্ম
i. প্রগতির পথে চলা ii. জীবন উপভোগ করা
iii. কর্তব্যপরায়ণ হয়ে ওঠা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় পাস করা মেধাবী যুবক মুসা ইব্রাহীমের সামনে ছিল আকর্ষণীয় বেতনের চাকরির সুযোগ। কিন্তু সহজ, আরামপ্রদ জীবনের দিক না গিয়ে দুঃসাধ্য সাধনের নেশায় সে পরিবারের বাধা, আর্থিক অসচ্ছলতা এবং মৃত্যুভয় তুচ্ছ করে এভারেস্ট জয়ের দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণ করে এবং সফল হয়।
৪৬. উদ্দীপকের সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন ভাবগত মিল আছে?
ক. সব বাধা অতিক্রম করার প্রেরণা
খ. আকাশের সীমা খোঁজ করা
গ. নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা
ঘ. সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করা
৪৭. উদ্দীপকের আলোকে মুসা ইব্রাহীমের কার্যক্রম আমাদের উৎসাহিত করে
i. অসাধ্য সাধন করতে ii. দেশের গৌরব বৃদ্ধি করতে
iii. অজানাকে জয় করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. জাতি-ধর্ম-কালকে অতিক্রম করতে পারে
ক. আকাক্সক্ষা খ. শক্তি-সামর্থ্য
গ. তারুণ্যশক্তি ঘ. যৌবনকাল
৪৯. বখতিয়ার খিলজি বাংলাদেশে প্রথম কত সালে মুসলমান রাজত্ব বিস্তার করেন?
ক. ১২০১ খ. ১২০২ গ. ১২০৩ ঘ. ১২০৪
৫০. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক. ৪৩ খ. ৪৬ গ. ৫৩ ঘ. ৫৬
৫১. বেচারা গানের পাখিকে কে তাড়া করে?
ক. চিল খ. বায়স গ. বাজ ঘ. ঈগল
৫২. ‘বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি’ এ উক্তিটি কোন লেখকের?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. কাজী আবদুল ওদুদ ঘ. কাজী নজরুল ইসলাম
৫৩. তরুণ নামের জয়মুকুট তাহারই যার
ক. শক্তি সীমিত খ. বয়স কম
গ. শক্তি অপরিমেয় ঘ. নামই তরুণ
৫৪. ‘বার্ধক্য’ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন
i. পুরাতনকে ii. মিথ্যাকে iii. মৃত্যুকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর মিলিয়ে নাও :
২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ক৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. গ ৪১. গ. ৪২. খ ৪৩. খ ৪৪. ক ৪৫. ঘ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. গ ৪৯. গ ৫০. ক ৫১. খ ৫২. ঘ ৫৩. গ ৫৪. ঘ।
ক. জটিল খ. সরল গ. যৌগিক ঘ. অস্তিবাচক
২. রোকেয়ার মতে স্ত্রীলোকদের শিক্ষা
i. আরবি বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ রাখা
ii. বোধোদয় পর্যন্ত ররর. কোরান শিক্ষা সম্পন্ন করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বেগম রোকেয়া তার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে দক্ষিণ বাহুর দৈর্ঘ্য কত বলেছেন?
ক. পঁচিশ ইঞ্চি খ. ছাব্বিশ ইঞ্চি
গ. ত্রিশ ইঞ্চি ঘ. বাইশ ইঞ্চি
৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন ধরনের লোক অলস?
ক. কৃষক খ. চাকরিজীবী গ. ভিক্ষুক ও ধনবান ঘ. ব্যবসায়ী
৫. বেগম রোকেয়া কেন নারীকে জেগে উঠতে বলেছেন?
ক. সমাজের কল্যাণের জন্য
খ. পুরুষশাসিত সমাজকে বয়কট করার জন্য
গ. পরিবারের শান্তির জন্য
ঘ. অর্থ উপার্জনের জন্য
৬. ‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়’ এর উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. নারী-পুরুষ পরস্পরের বিরোধী
খ. নারী-পুরুষ পরস্পরের শত্রু
গ. নারী-পুরুষ একই মানসিকতার
ঘ. নারী-পুরুষ পরস্পরের পরিপূরক
৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা ‘নজম-উল-ওলামা’ বলতে কী বুঝিয়েছেন?
ক. জ্ঞানীদের মধ্যে নক্ষত্র খ. বিজ্ঞদের মধ্যে আলোচিত চন্দ্র
গ. জ্ঞানীদের মধ্যে সূর্য ঘ. জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী
৮. ‘রাসভকর্ণ’ অর্থ কী?
ক. ঘোড়ার কান খ. গরুর কান
গ. গাধার কান ঘ. ভেড়ার কান
৯. দ্বিচক্র শকটের বড় অংশ কে?
ক. পত্নী খ. পতি গ. অর্ধাঙ্গী ঘ. পুত্র
১০. স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই এমন কথা বলা হয়েছে কেন?
ক. পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে
খ. পুরুষের অবাধ্য হবে ভেবে
গ. স্ত্রীদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে
ঘ. স্ত্রীরা দুর্বল বলে
১১. ‘পদ্মরাগ’ গ্রন্থটি কার লেখা?
ক. বঙ্কিমচন্দ্র খ. শরৎচন্দ্র
গ. বেগম রোকেয়া ঘ. হুমায়ুন কবির
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও
শাহীন ও সুমাইয়া ভাইবোন। শাহীন এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হলেও সুমাইয়াকে বিয়ে দিয়ে দেয়া হয়।
১২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে উদ্দীপকের ভাবের মধ্যে ফুটে উঠেছে
i. নারীর অসহায় অবস্থা ii. নারীর প্রতি অবহেলা
iii. সামাজিক অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
১৩. Sultana's Dream গ্রন্থটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. উইলিয়াম শেক্সপিয়ার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
১৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লেখিত ‘নাকের দড়ি’ শব্দের অর্থ কী?
ক. অধিকার ও মালিকানার বস্তু
খ. নারীকে আটক রাখার কৌশল
গ. নাক বাঁধার জন্য তৈরিকৃত রশি
ঘ. নতজানু ও বাধ্য করার অস্ত্র
১৫. ‘অবরোধ প্রথা’ বলতে কী বোঝায়?
ক. পরিবেষ্টিত করে রাখার নিয়ম
খ. লোকচক্ষুর আড়ালে আটক রাখার নিয়ম
গ. অবনত করে রাখার নিয়ম
ঘ. প্রতিবন্ধকতা তৈরি করার নিয়ম
১৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথের কোন
কবিতার প্রসঙ্গ আছে?
ক. দম্পতির প্রেমালাপ খ. নবদম্পতির প্রেমালাপ
গ. দম্পতির আলাপ ঘ. নবদম্পতির আলাপ
১৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘সূত্রধর’ হলো
ক. তাঁতি খ. ছুতার গ. কুমার ঘ. মালি
১৮. রোকেয়া সাখাওয়াত হোসেন কেন কলম ধরেছিলেন?
ক. সমাজকে জাগানোর লক্ষ্যে
খ. সমাজকে ভাঙার লক্ষ্যে
গ. নারীসমাজকে জাগানোর লক্ষ্যে
ঘ. পুরুষকে নিন্দা করার লক্ষ্যে
১৯. বেগম রোকেয়ার মতে, সমাজ পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না। এর কারণ
i. পুরুষ সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি
ii. নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা
iii. সমাজে সঠিক নারী নেতৃত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
২০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘তরঙ্গিনী ও কাদম্বিনী’
ক. দুই বোনের নাম খ. দুই নায়িকার নাম
গ. মেঘ ও বিদ্যুৎ ঘ. নদী ও মেঘ
২১. লেখিকা নারীদের উন্মুক্ত প্রান্তরে আনতে চান না
i. ধর্মীয় বন্ধন ছিন্ন করে
ii. পারিবারিক বন্ধন ছিন্ন করে
iii. সামাজিক বন্ধন ছিন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
যৌবনের গান: কাজী নজরুল ইসলাম
২২. ‘আমি আজ তাহাদের দলে’ বলতে লেখক বুঝিয়েছেন, যারা
ক. কর্মী খ. ধ্যানী গ. জ্ঞানী ঘ. মানী
২৩. ‘মতিগতি’ বাগ্ধারাটির অর্থ
i. ভাবগতিক ii. মনের ভাব iii. খারাপ মতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৪. ‘যৌবনের মাতৃরূপ’ বলতে বোঝানো হয়েছে
ক. øেহপরায়ণতা খ. সেবাপরায়ণতা
গ. সাহসিকতা ঘ. স্পর্শকাতরতা
২৫. ‘আমি কমবক্তার দলে’ এখানে ‘কমবক্তা’ বলা যায় কাকে?
ক. বখতিয়ার খিলজি খ. যারা আসল নয়
গ. যার ধ্যানী ঘ. লক্ষ্মণ সেন
২৬. কাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না?
ক. যৌবনকে খ. শক্তিকে গ. বার্ধক্যকে ঘ. জীবনকে
২৭. যৌবনের মূলমন্ত্র কী হওয়া উচিত?
ক. বার্ধক্যকে কাজে লাগানো
খ. নিজ জাতির অগ্রগতি সাধন
গ. নিজ দেশের উন্নয়ন
ঘ. বিশ্বমানবতার সেবা সাধন
উত্তর মিলিয়ে নাও : ১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ঘ
২৮. ‘যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন।’ কথাটির অর্থ
ক. শিব এবং বাঁদর গড়া দুটোই খুব সহজ
খ. শিব গড়লে বাঁদরও গড়তে হবে
গ. গড়তে জানলে ভালো-মন্দ দুটোই গড়া যায়
ঘ. শিব এবং বাঁদর দিয়ে গড়া শুরু করতে হয়
২৯. শাস্ত্রমতে কাব্যরস হলো
ক. ফলের রস খ. অমৃত
গ. গরল ঘ. নেশাজাতীয়
৩০. ‘কালাপাহাড়’ কী?
ক. হিন্দু যোদ্ধা খ. মুসলিম যোদ্ধা
গ. দৈত্য ঘ. পর্বত
৩১. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না কেন?
ক. মানসিক শক্তি ও কর্মোদ্দীপনার কারণে
খ. বৃদ্ধরা বয়সের ধার ধারে না বলে
গ. যৌবনের প্রাণপ্রাচুর্য থাকে বলে
ঘ. শারীরিক শক্তি থাকার কারণে
৩২. রুশ বিপ্লবের সংগঠক কে?
ক. লেনিন খ. মুসোলিনি
গ. হিটলার ঘ. সানইয়াত
৩৩. মুঘল সম্রাট হুমায়ুনের কথা উল্লেখ আছে
ক. ‘হৈমন্তী’ গল্পে
খ. ‘যৌবনের গান’-এ
গ. ‘সাহিত্যে খেলা’য়
ঘ. ‘বিলাসী’ গল্পে
৩৪. কামাল, করিম, মুসোলিনি, সানইয়াতের কথা উল্লেখ আছে কোন রচনায়?
ক. অর্ধাঙ্গী
খ. সাহিত্যে খেলা
গ. যৌবনের গান
ঘ. অপরাহেœর গল্প
৩৫. বেনিতো মুসোলিনি কোন দেশের একনায়ক ও ফ্যাসিবাদী দলের নেতা ছিলেন?
ক. ইতালির খ. ফ্রান্সের
গ. তুরস্কের ঘ. চীনের
৩৬. কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬৯ খ. ১৮৯১
গ. ১৮৯৫ ঘ. ১৮৯৯
৩৭. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?
ক. মধ্যমণি খ. দলপতি গ. সহযাত্রী ঘ. পূজারি
৩৮. মুসোলিনি কে?
ক. ইতালির একনায়ক খ. ফ্রান্সের স্বৈরশাসক
গ. আরবদের নেতা ঘ. চীনের একনায়ক
৩৯. ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি গান গেয়ে যান কেন?
ক. গান গাইতে পছন্দ করেন বলে
খ. কবির স্বভাব গান করা গ. গানই কবির একমাত্র ভরসা
ঘ. কবির গান সবাই পছন্দ করেন
৪০. ‘এডেন’ কিসের জন্য বিখ্যাত?
ক. পোশাক তৈরিতে খ. পেট্রল উৎপাদনে
গ. লবণ তৈরিতে ঘ. মসলা তৈরিতে
৪১. লেনিন কে ছিলেন?
ক. আধুনিক তুরস্কের জনক
খ. ইতালির ফ্যাসিবাদী দলের নেতা
গ. রুশ বিপ্লবের সংগঠক ঘ. নব্য চীনের জন্মদাতা
৪২. কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই?
ক. শিশুদের খ. তরুণদের গ. বৃদ্ধদের ঘ. কিশোরদের
৪৩. ‘ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন’-কথাটির তাৎপর্য কী?
ক. তারুণ্যের দেশ ধর্ম নেই
খ. তারুণ্য সব দেশের, সব ধর্মের ও কালের
গ. তরুণরা অসহায়
ঘ. তরুণদের শক্তি অপরিমেয়
৪৪. ‘আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার’ লেখক উক্তিটিতে বুঝিয়েছেন
ক. যৌবনের উচ্ছলতা খ. মানবকল্যাণে ব্রতী হওয়া
গ. তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
ঘ. গানের পাখির সঙ্গে কবিতার তুলনা
৪৫. তারুণ্যের ধর্ম
i. প্রগতির পথে চলা ii. জীবন উপভোগ করা
iii. কর্তব্যপরায়ণ হয়ে ওঠা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় পাস করা মেধাবী যুবক মুসা ইব্রাহীমের সামনে ছিল আকর্ষণীয় বেতনের চাকরির সুযোগ। কিন্তু সহজ, আরামপ্রদ জীবনের দিক না গিয়ে দুঃসাধ্য সাধনের নেশায় সে পরিবারের বাধা, আর্থিক অসচ্ছলতা এবং মৃত্যুভয় তুচ্ছ করে এভারেস্ট জয়ের দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণ করে এবং সফল হয়।
৪৬. উদ্দীপকের সঙ্গে ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন ভাবগত মিল আছে?
ক. সব বাধা অতিক্রম করার প্রেরণা
খ. আকাশের সীমা খোঁজ করা
গ. নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা
ঘ. সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করা
৪৭. উদ্দীপকের আলোকে মুসা ইব্রাহীমের কার্যক্রম আমাদের উৎসাহিত করে
i. অসাধ্য সাধন করতে ii. দেশের গৌরব বৃদ্ধি করতে
iii. অজানাকে জয় করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. জাতি-ধর্ম-কালকে অতিক্রম করতে পারে
ক. আকাক্সক্ষা খ. শক্তি-সামর্থ্য
গ. তারুণ্যশক্তি ঘ. যৌবনকাল
৪৯. বখতিয়ার খিলজি বাংলাদেশে প্রথম কত সালে মুসলমান রাজত্ব বিস্তার করেন?
ক. ১২০১ খ. ১২০২ গ. ১২০৩ ঘ. ১২০৪
৫০. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক. ৪৩ খ. ৪৬ গ. ৫৩ ঘ. ৫৬
৫১. বেচারা গানের পাখিকে কে তাড়া করে?
ক. চিল খ. বায়স গ. বাজ ঘ. ঈগল
৫২. ‘বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি’ এ উক্তিটি কোন লেখকের?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. কাজী আবদুল ওদুদ ঘ. কাজী নজরুল ইসলাম
৫৩. তরুণ নামের জয়মুকুট তাহারই যার
ক. শক্তি সীমিত খ. বয়স কম
গ. শক্তি অপরিমেয় ঘ. নামই তরুণ
৫৪. ‘বার্ধক্য’ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন
i. পুরাতনকে ii. মিথ্যাকে iii. মৃত্যুকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর মিলিয়ে নাও :
২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ক৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. খ ৪০. গ ৪১. গ. ৪২. খ ৪৩. খ ৪৪. ক ৪৫. ঘ ৪৬. ক ৪৭. ঘ ৪৮. গ ৪৯. গ ৫০. ক ৫১. খ ৫২. ঘ ৫৩. গ ৫৪. ঘ।
No comments:
Post a Comment