Sunday, February 24, 2013

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাংলা প্রথমপত্র

অধ্যায় : অতিথির স্মৃতি

জ্ঞান স্তর:

১। লেখক দেওঘরে কেন এসেছিল?

উত্তর:লেখক দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন।

২। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরম্ভ হয়?

উত্তর: অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়।

৩। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?

উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা।

৪। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো?

উত্তর: একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো।

৫। সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন?

উত্তর: যাদের বাতব্যাধি, সন্ধ্যার পূর্বে তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন।

৬। "কি রে, যাবি আমার সঙ্গে?"-এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?

উত্তর: "কি রে, যাবি আমার সঙ্গে?"-এ প্রশ্ন একটা কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে?

৭। কার যৌবনে শক্তি সামর্থ্য ছিল?

উত্তর: কুকুরটার যৌবনে শক্তিসামর্থ্য ছিল?

৮। লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান?

উত্তর: লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান।

৯। আলো নিয়ে কে এসে উপস্থিত হল?

উত্তর: আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল।

১০। "ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।"- কাকে এ আদেশ দেওয়া হয়েছে?

উত্তর: "ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।"-এ আদেশ বামুনঠাকুরকে দেওয়া হয়েছে।

১১। প্রত্যহ অনেক কী ফেলা যায়?

উত্তর: প্রত্যহ অনেক খাবার ফেলা যায়।

১২। কে খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত?

উত্তর: মালীর বউ খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত।

১৩। বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে?

উত্তর: বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি।

১৪। মালীর বউ কাকে মেরে ধরে বের করে দিয়েছে?

উত্তর: মালীর বউ কুকুরটাকে মেরে ধরে বের করে দিয়েছে।

১৫। কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়?

উত্তর: কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়।

১৬। কাদের দোর খোলার শব্দে অতিথি পালাল?

উত্তর: চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালাল।

১৭। শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হল?

উত্তর: শরীর না সারলেও লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হল।

১৮। নানা ছলে লেখক দেওঘরে কয়দিন দেরি করলেন?

উত্তর: নানান ছলে লেখক দেওঘরে দুই দিন দেরি করল।

১৯। সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না?

উত্তর: সবাই বকশিশ পেলেও অতিথি অর্থাত্ কুকুরটি বকশিশ পেল না।

২০। কে কুলিদের সাথে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল?

উত্তর: অতিথি অর্থাত্ কুকুরটি কুলিদের সঙ্গে ছুটাছুটি করে খবরদারি করতে লাগল।

অনুধাবনমূলক প্রশ্ন

১। "মনে হল যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল"- লেখকের এ ভাবনা কারণ ব্যাখ্যা কর।

২। "ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন!"-বুঝিয়ে লেখ।

৩। দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হওয়ার কারণ ব্যাখ্যা কর।

৪। কুকুরটি ঘরের ভেতরে ঢোকার সাহস না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।

৫। "আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে।"-ব্যাখ্যা কর।

৬। লেখকের অতিথির উপবাস করার কারণ দর্শাও।

৭। লেখকের সাথে দুদিন কুকুরটার দেখা না হওয়ার কারণ বুঝিয়ে লেখ।

৮। দুদিন পরে কুকুরটিকে দেখে লেখকের মনে কী প্রতিক্রিয়া হল? ব্যাখ্যা কর।

৯। কুলিদের সাথে কুকুরটির ছুটাছুটি করার কারণ দর্শাও।

১০। "হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা।"- ব্যাখ্যা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...