Monday, February 11, 2013

কম্পিউটার বিজ্ঞান দ্বিতীয় পত্র for HSC Exam

কম্পিউটার বিজ্ঞান দ্বিতীয় পত্র

ডেটা প্রসেসিং ও সিস্টেম অ্যানালাইসিস
*** উপাত্ত ও তথ্য বলতে কী বোঝ? উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
*** কম্পিউটার সেন্টার বলতে কী বোঝ? কম্পিউটার সেন্টারের সংগঠন ও কার্যাবলি আলোচনা করো।
*** ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিলের মধ্যে পার্থক্য লেখ।
*** ডেটা কোডিং বলতে কী বোঝায়? ডেটা কোডিংয়ের প্রকারভেদ আলোচনা করো। ডেটা কোডিংয়ের উদ্দেশ্যে ও নীতিমালা উল্লেখ করো।
*** ম্যানুয়েল ডেটা প্রসেসিং ও ইলেক্ট্রনিক ডেটা প্রসেসিংয়ের মধ্যে পার্থক্য লেখো।
*** ডেটার সত্যতা নির্ধারণ ও বৈধতা যাচাইয়ের উপায়গুলো লেখো।
*** সিস্টেম বিশ্লেষণ টুলসগুলো বর্ণনা করো।
*** সিস্টেম অ্যানালিস্টের কাজগুলো লেখো।
*** ৩২, ৪৩, ২৩, ৫৬, ৮৭, ৫৬, ১৯ ডেটাগুলোকে ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, বাবল সর্ট, কুইক সর্ট পদ্ধতিতে সাজাও।
*** সটিং কী? ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, কুইক সর্ট পদ্ধতির অ্যালগরিদম লেখো।
*** সাচিং কী? লিনিয়ার সার্চ পদ্ধতির অ্যালগরিদম লেখো।
*** বাইনারি সার্চের পূর্বশর্ত কী? বাইনারি সার্চ পদ্ধতির অ্যালগরিদম লেখো।
ডেটাবেইস
*** বিট হতে আরম্ভ করে ডেটাবেইসের সংগঠন আলোচনা করো বা চিত্রসহ ডেটা হায়ারার্কি দেখাও।
*** সিকুয়েন্সিয়াল ফাইলের সংগঠন আলোচনা করো। সিকুয়েন্সিয়াল ফাইলের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
*** ফাইল কী? মাস্টার ফাইল ও ট্র্যানজেকশন ফাইলের পার্থক্য আলোচনা করো।
*** ইনডেক্স সিকুয়েন্সিয়াল ফাইলের সংগঠন আলোচনা করো।
*** সংজ্ঞা লেখো : প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড
*** সিকুয়েন্সিয়াল ফাইল ও র‌্যানডম ফাইলের পার্থক্য লেখো।
*** সংজ্ঞা লেখো : এনটিটি, এনটিটি সেট ও অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ভেল্যু।
*** ডেটাবেস ব্যবস্থাপনা কী? ডেটাবেস ব্যবস্থাপনা সিস্টেমের কাজগুলো বা সুবিধাগুলো লেখো।
*** ডেটাবেস সংগঠন বা মডেল কত প্রকার ও কী কী? যে কোনো দুটি সংগঠন আলোচনা করো।
*** ডেটা সিকিউরিটি কী? ডেটা সিকিউরিটির জন্য কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে।
*** এনটিটি রিলেশনশিপ মডেলে ব্যবহৃত প্রতীকগুলো অঙ্কন করো। উদাহরণসহ একটি এনটিটি রিলেশনশিপ মডেল আলোচনা করো।
*** ক্লায়েন্ট সার্ভার ও ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সম্পর্কে যা জানো, লেখো।
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও প্রোগ্রামিং
*** রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী? এর বৈশিষ্ট্য ও ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করো।
*** ইনডেক্সিং বলতে কী বোঝ? ইনডেক্সিং ও সর্টিংয়ের মধ্যে পার্থক্য লেখো।
*** ইনডেক্সিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো।
*** ফরমেটেডে রিপোর্টের অংশগুলো কী কী?
ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক
*** Synchronous Ges Asynchronous ডেটা ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধাগুলো লেখো।
*** ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলোর নাম লেখো। মডেম কী? মডেমের মাধ্যমে উপাত্ত স্থানান্তর আলোচনা করো।
*** কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী? আলোচনা করো।
*** ISO OSI  মডেল কী? ISO OSI মডেলের স্তর কয়টি ও কী কী? আলোচনা করো।
*** উপাত্ত আদান-প্রদানের প্রথা অথবা মোড কত প্রকার ও কী কী? আলোচনা করো।
*** টিকা লেখো : IRC (***),WWW (***), FTP (***), HTML (***), ই-কমার্স (**)
*** কমিউনিকেশন সফটওয়্যার কী? এর কাজগুলো লেখো।
** ফাইবার অপটিক কেব্লে মাধ্যমে উপাত্ত স্থানান্তর পদ্ধতি আলোচনা করো।
ইনফরমেশন সিস্টেম এবং টেকনোলজি
*** টিকা লেখো : *** বুলেটিন বোর্ড, *** ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, *** ই-মেইল, *** রিজার্ভেশন সিস্টেম
*** তথ্যপ্রযুক্তি কী? তথ্যপ্রযুক্তির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
*** GO পার্ট সিস্টেম কী? GO পার্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী?
*** সমাজে তথ্যপ্রযুক্তির প্রভাব (সুফল ও কুফল) আলোচনা করো।
*** রোবট কী? রোবটের ব্যবহারের ক্ষেত্র কী কী?
** তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশ বর্ণনা করো।
মোবাইল এবং ওয়্যারলেস কমিউনিকেশন
*** মোবাইলফোন কী? এর সুবিধাগুলো লেখ।
*** SIM কার্ড কী?
অবতারণা
*** কম্পিউটার কী? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
*** আকৃতিগত দিক থেকে কম্পিউটার কত প্রকার ও কী কী? আলোচনা কর।
*** গঠনগত দিক থেকে কম্পিউটার কত প্রকার ও কী কী? আলোচনা কর।
*** অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের পার্থক্যগুলো আলোচনা কর।
*** কম্পিউটারের সংগঠন আলোচনা কর।
*** হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার কী?
*** হার্ডওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য লেখ।
*** সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা কর।
*** কম্পিউটারের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়?
*** রোবট কী? এর ব্যবহারের ক্ষেত্রগুলো লেখ।
** কম্পিউটার প্রজন্ম কী? কম্পিউটার প্রজন্ম কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের বৈশিষ্ট্য উদাহরণসহ উল্লেখ কর।
** হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
*** তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানগুলো উল্লেখ কর।
*** সমাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব আলোচনা কর।
*** তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এককেন্দ্রাভিমুখিতা বলতে কী বোঝ? আলোচনা কর।
*** টীকা লেখ : *** বুলেটিন বোর্ড, *** ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার,
*** ই-মেইল, *** রিজার্ভেশন সিস্টেম, *** ভিডিও কনফারেন্সিং
*** এক্সপার্ট সিস্টেম কী? এক্সপার্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কী কী?
*** ইন্টারনেট কী? এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।
*** ডিজিটাল টেলিফোন কী? এর সুবিধাগুলো লেখ।
*** মোবাইল ফোন কী?
অপারেটিং সিস্টেম
*** একজন ব্যবহারকারী এবং বহুজন ব্যবহারকারী অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ? একজন ব্যবহারকারী এবং বহুজন ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
*** Open source এবং Proprietary অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ? এদের মধ্যে পার্থক্য লেখ।
*** টাইম শেয়ারিং (***), রিয়েল টাইম (**), মাল্টিপ্রোগ্রামিং (***), মাল্টিপ্রসেসিং (***), ব্যাচ মোড (***) অপারেটিং সিস্টেম সম্পর্কে যা জান লেখ।
*** মাল্টিপ্রোগ্রামিং ও মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
*** মাল্টিপ্রোগ্রামিং ও টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
*** টাইম শেয়ারিং ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের পার্থক্য লেখ।
*** ব্যাচ প্রসেসিং ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের পার্থক্য লেখ।
*** বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখ।
*** সোয়াপিং কী?
** ডিস্ট্রিবিউটেড ডেটা প্রসেসিংয়ের বর্ণনা দাও।
** অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ? এর কাজগুলো লেখ।
** অপারেটিং সিস্টেমের সংগঠন আলোচনা কর।
ডিজিটাল লজিক
*** সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
*** সংখ্যা পদ্ধতির বেস বলতে কী বোঝ? বাইনারি, অকট্যাল, দশমিক ও হেকসাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস কত?
*** মৌলিক গেট কাকে বলে এবং কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের প্রতীক অঙ্কন কর, নির্গমন মুখের সমীকরণ লেখ এবং সত্যক সারণি লেখ।
*** ন্যান্ডগেট, নরগেট, এক্স-অর এবং এক্স-নরগেটের প্রতীক অঙ্কন কর, নির্গমন মুখের সমীকরণ লেখ এবং সত্যক সারণি লেখ।
*** সর্বজনীন গেট কাকে বলে? সর্বজনীন গেট কত প্রকার ও কী কী?
*** ন্যান্ডগেটের সর্বজনীনতা প্রমাণ কর।
*** ফিল্প-ফ্লপ বলতে কী বোঝ? উদাহরণ দাও। RS ফিল্প-ফ্লপ (***), JK ফিল্প-ফ্লপ (***)-এর গঠন ও কার্যাবলি বর্ণনা কর।
*** রেজিস্টার কি? ৪-বিট শিফট রেজিস্টার এবং ৪-বিট বাইনারি কাউন্টারের ব্লক চিত্র এবং কার্যাবলি বর্ণনা কর।
*** অ্যাডার কী? অর্ধযোগের বর্তনীর সত্যক সারণি লেখ, সমীকরণ লেখ ও যুক্তি বর্তনী অঙ্কন কর।
*** মৌলিক গেটের মাধ্যমে অর্ধযোগের বর্তনীর বাস্তবায়ন কর।
*** হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন কর।
*** মৌলিক গেটের মাধ্যমে পূর্ণ যোগের বর্তনীর বাস্তবায়ন কর।
** তিন চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য দুটি লেখ এবং প্রমাণ কর।
** নরগেটের সর্বজনীনতা প্রমাণ কর।
** কারনিউ ম্যাপ কী?
কম্পিউটার হার্ডওয়্যার
*** ইনপুট ও আউটপুট ডিভাইস বলতে কী বোঝ? কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লেখ।
*** স্ক্যানার সম্পর্কে যা জান লেখ।
*** MICR কী?
*** টীকা লেখ : মাউস, প্লটার
*** মনিটরের ব্যবহার লেখ।
*** ওএমআর ও ওসিআরের পার্থক্য লেখ।

No comments:

Post a Comment