Sunday, June 17, 2012

Technique to give any question’s answer of Comprehension:


Technique to give any question’s answer of Comprehension:
1.    Question যদি Auxiliary Verb দিয়ে শুরু হয় তাহলে Answer দেয়ার সময় Sub এর পরে Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হবে।



2.    প্রশ্নটি যদি Passive Voice এ থাকে তাহলে উওর ও Passive Voice এ দিতে হবে।





3.     WH- Word (Who/ whom/ whose/ when/ where/ what/ How/ Which/ How many/much etc) দিয়ে question শুরু হলে WH-Word এর অর্থের সাথে সামঞ্জস্য/ মিল রেখে Answer দিতে হবে।



4.    প্রশ্নটি যদি Why দিয়ে শুরু হয় তাহলে উওর দেয়ার সময় as/ since/ because/ for ব্যবহার করতে হবে।



5.    Question টি যদি Present Indefinite Tense এ থাকে তাহলে Answer টি ও Present Indefinite Tense এ দিতে হবে। মোট কথা, question টি যে Tense থাকবে Answer টি ও সে Tense এ দিতে হবে।



6.    প্রশ্নটির মধ্যে যদি দুটি অংশ থাকে তাহলে দুইটি Paragraph/ প্যারায় উওর set করতে হবে।

7.     Question এর আলোকে অর্থাৎ question এর কিছু অংশ নিয়ে Answer তৈরি করতে হবে।

8.     সবশেষে উওরগুলো সঠিক হয়েছে কিনা তা মনোযোগ সহকারে পড়ে দেখতে হবে এবং তাতে কোন ভুলত্রুটি থেকে গেলে সেগুলো সংশোধন করে দিতে হবে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...