Sunday, June 17, 2012

Rules of Cloze test





                 
Cloze test
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ১ম পত্র থেকে
clues দেওয়া বা clues দেওয়া নেই’—এমন cloze test নিয়ে আলোচনা করব।
Cloze test-এ ভালো নম্বর পেতে হলে grammar ভালোভাবে শিখতে হবে। এজন্য নিচের নিয়মগুলো তোমাদের অনুসরন করতে হবে।
১. তোমাদের vocabulary (শব্দভান্ডার) বৃদ্ধি করতে হবে। তাই পাঠ্যবইয়ের বা যেকোনো text-এর (যা তোমাদের পড়তে হয়) শব্দার্থ (word meaning), সমার্থক শব্দ (synonym), বিপরীতার্থক শব্দ (antonym), সম্ভব হলে word-গুলোর root (যে শব্দ থেকে এই শব্দের সৃষ্টি), prefix (উপসর্গ), suffix (অধিযোজন) ইত্যাদি যতদূর সম্ভব শিখতে হবে।
২. প্রয়োজনীয় grammar এবং structure শিখতে হবে। Rudimentary (প্রারম্ভিক) থেকে advanced level (ওপরের level) পর্যন্ত তোমাদের সামর্থ্য অনুযায়ী শিখতে চেষ্টা করবে।
৩. Cloze test-এর জন্য দেওয়া passageটি বারবার পড়ে ভাবার্থটি বুঝতে হবে।
৪. শূন্যস্থানগুলো (blanks) পূরণ করার জন্য কী ধরনের word (শব্দ) ব্যবহার করতে হবে, তা ঠিক করতে passage-এ দেওয়া sentence-গুলো (বাক্য) দ্রুত বিশ্লেষণ করতে হবে। তারপর context (প্রসঙ্গ) অনুযায়ী শব্দগুলো ব্যবহার করতে হবে। ৫. Article-এর পর একটি gap এবং তারপর একটি noun থাকলে gap-এর জায়গায় একটি article ব্যবহূত হবে।
যেমন: There lived a
fox in a forest. এখানে article a-এর পর gap আছে। তারপর একটি noun (fox) আছে। সুতরাং প্রশ্নের উত্তর হবে There lived a clever fox in a forest. এই clever (চালাক) adjective। এর পরিবর্তে lazy, wise, cunning, kind প্রভৃতি adjective ব্যবহার করা যেত।
৬. Article-এর পরে adjective থাকলে এবং এর পরে gap এবং তার পরে noun থাকলে, gap এর স্থলে past participle বা present participle ব্যবহূত হয়। যেমন: I Saw a beautiful—picture hung on the wall. এই sentence-এ ‘a’ article-এর পরে ‘beautiful’ adjective রয়েছে। তার পরে gap এবং gap এর পরে picture (যা noun) রয়েছে। তাই gap-এর স্থলে painted/coloured প্রভৃতি past participle বসবে এবং এগুলো adjective হিসেবে কাজ করবে।

১৩. Most of the-এর পর gap থাকলে এই gap-এ countable noun-এর (গণনাযোগ্য বিশেষ্য) plural form বসে। কিন্তু uncountable noun-এর singular form বসে।
যেমন: Most of the—were present in the meeting. এই শূন্যস্থানে members হবে যা member-এর (countable noun) plural। আবার most of the—re remain busy. এই gap-এ time (uncountable noun) হবে।
১৪. Be verb-এরপর (am, is, are, was, were, shall be, will be) gap থাকলে এবং তারপর prepositional phrase-এর ব্যবহার থাকলে, gap-এ adjective বসবে। যেমন: The tiger is—of meat. এই gap এ ‘fond’ ব্যবহূত হবে।
# Ms Minakkhi is—at English. শূন্যস্থানে weak/good হবে।
# They are—of snakes. শূন্যস্থানে afraid হবে।
১৫. Finite verb (সমাপিকা ক্রিয়া)-এর পর gap থাকলে, সেই gap-এ noun/adjective/adverb ইত্যাদি বসে। যেমন:
# Mr Mostaq is a—. এই gap-এ man/ shopkeeper/teacher ইত্যাদি noun হবে।
# Mr Asaduzzaman is—. এই gap-এ honest/faithful/dutiful/confident/lazy ইত্যাদি হতে পারে (adjective)।
# Roksana reads—. এই gap-এ loudly/slowly/quickly/attentively/ regularly ইত্যাদি adverb বসতে পারে।
১৬. Transitive verb-এর পর (সকর্মক ক্রিয়া) gap থাকলে সে gap-এ noun/gerund বসে।
যেমন:
# She learns—. এখানে english হবে (noun).
# She learn—. এখানে swimming/riding /playing (gerund হিসেবে বসে verb ও noun-এর কাজ করছে একসঙ্গে)।
১৭. Intransitive verb-এরপর (অকর্মক ক্রিয়া) gap থাকলে সেখানে adverb বসে।
যেমন: The baby cries—. এই gap-এ loudly বসে (adverb হিসেবে cries কে qualify করে)।
১৮. Look, seem, grow, turn, become, keep প্রভৃতি verb-এর পর gap থাকলে সাধারণত adjective ব্যবহূত হয়।
যেমন: The girl looks—. এই gap-এ nice/ beautiful/smart/pretty/ugly/sad/gloomy/grave/attractive প্রভৃতি adjective ব্যবহূত হতে পারে, যা context (প্রসঙ্গ ঠিক করে দিবে কোনটি হবে)।
১৯. কোনো sentence-এ so থাকলে এবং so-এর পর gap থাকলে gap-এ একটি adjective বসে।
যেমন: # She is so—that she cannot walk. এই gap-এ weak/tired/ill/sick/impatient/afraid /hungry প্রভৃতির একটি adject প্রসঙ্গ অনুযায়ী বসবে।
২০. কোনো sentence-এ too-এর পর gap থাকলে এবং gap-এর পর to + verb থাকলে gap-এ adjective হবে।
যেমন: Altaf is too—to walk. gap-এ weak/tired/sick/ill/afraid/hungry/small প্রভৃতি adjective হতে পারে।
২১. Be verb থাকলে এর পরে gap থাকলে এবং তারপর adjective থাকলে gap-এ adverb বসে।
যেমন: Her idea was—right. এই gap-এ fully/totally/absolutely/undoubtedly/certainly ইত্যাদি adverb বসবে।
২২. No sooner দিয়ে sentence শুরু হলে এবং principal clause-এর পূর্বে (প্রধান বাক্যাংশের) gap থাকলে gap-এ than বসে।
যেমন: No sooner had the thief seen the police—he ran away. এই বাক্যের gap-এ ‘than’ বসবে।
২৩. কোনো sentence-এর শুরুতে gap থাকলে এবং gap এর পরে noun বা pronoun থাকলে তারপর but also থাকলে তারপর noun বা pronoun থাকলে gap-এ not only বসে।
যেমন: Not only Ridwana but also Roksana attended the party.
২৪. Not only দিয়ে sentence শুরু হলে এই sentence-এর gap-এ but also বসে।
যেমন: Mr Moniruzzaman is not only the principal but also the well-wisher of our college.


No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...